Advertisement
১৬ এপ্রিল ২০২৪
আজ পুনর্নির্বাচন মাটিগাড়ার দু’টি বুথে

রাত সাড়ে ন’টায় জানা গেল সকালেই ভোট

বুথ দখলের অভিযোগে আজ, সোমবার শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের দু’টি বুথে পুনর্নির্বাচন হবে। রবিবার রাত সাড়ে ৯টায় শিলিগুড়ি মহকুমা প্রশাসনের তরফে ঘোষণা করে, আজ সোমবার সকাল ৭টা থেকে পুনর্নির্বাচন শুরুর কথা জানিয়েছে।

সকাল ৭টায় ভোট। সে কথাই ঘোষণা হচ্ছে রাতে (বাঁ দিকে)। ভোটের বিজ্ঞপ্তি।— নিজস্ব চিত্র।

সকাল ৭টায় ভোট। সে কথাই ঘোষণা হচ্ছে রাতে (বাঁ দিকে)। ভোটের বিজ্ঞপ্তি।— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ০২:০২
Share: Save:

বুথ দখলের অভিযোগে আজ, সোমবার শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের দু’টি বুথে পুনর্নির্বাচন হবে। রবিবার রাত সাড়ে ৯টায় শিলিগুড়ি মহকুমা প্রশাসনের তরফে ঘোষণা করে, আজ সোমবার সকাল ৭টা থেকে পুনর্নির্বাচন শুরুর কথা জানিয়েছে। তা নিয়েই শুরু হয়েছে বির্তক। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ শাসকদলকে বাড়তি সুবিধে পাইয়ে দিতেই রবিবার বেশি রাত করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে। ওল্ড মাটিগাড়া রোড এলাকার টিপা এবং সমরনগর এলাকার দু’টি বুথে আজ, সোমবার সকাল থেকে ফের বুথ নেওয়া হবে। টিপা-র ভোটকেন্দ্রের সামনে বোমাবাজি, বন্দুক দেখিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ইভিএম ভাঙচুরের অভিযোগ ওঠে। অন্য দিকে, সমরনগরের প্রাথমিক স্কুলের ভোটকেন্দ্রেও হামলার অভিযোগ ওঠে। সেখানেও ইভিএম ভাঙচুর হয় বলে জানা গিয়েছে। সমরনগরের হামলার ঘটনায় তৃণমূল এবং সিপিএম পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে। পুনর্নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসনকেও ভর্ৎসনা করেছে নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার ওই দুই বুথের ঘটনা বা অভিযোগের কোনও রিপোর্ট জেলাশাসক তথা জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক পাঠাননি। ভোটের সময় জেলার কোথাও কোনও ঘটনা ঘটলে জেলাশাসককেই তা কমিশনকে জানিয়ে রিপোর্ট পাঠানোর কথা। এ বিষয়ে কমিশনের স্পষ্ট নির্দেশ থাকলেও শিলিগুড়ি মহকুমার ওই দু’টি বুথ নিয়ে দার্জিলিঙের জেলাশাসক কোনও রিপোর্ট পাঠাননি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজপ্তিতে জানানো হয়েছে, কমিশনের কাছে পৌঁছনো রিপোর্ট অনুযায়ী, শিলিগুড়ি মহকুমার ওই দুই ভোটকেন্দ্রে ‘বুথ জ্যামের’ পরিস্থিতি তৈরি হয়েছিল।

এ দিন রাতে অবশ্য দার্জিলিঙের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। সেই মতো ভোট নেওয়া হয়েছে।’’ বিরোধী দলগুলির অভিযোগ, কমিশনের তরফে জেলা প্রশাসনকে সন্ধ্যের মধ্যেই পুনর্নির্বাচনের বিজ্ঞপ্তি জানিয়ে দিলেও, প্রশাসনের তরফে চেপে রাখা হয়। তৃণমূল নেতারা আগেভাগেই পুনর্নির্বাচনের খবর পেয়ে দুই এলাকায় প্রস্তুতি নিলেও, বিরোধীরা সে সুযোগ পায়নি বলে অভিযোগ। যদিও, শিলিগুড়ির মহকুমা শাসক রাজনবীর সিংহ কপুর বলেন, ‘‘আমরা রাত সাড়ে আটটার কিছু পরে কমিশনের বিজ্ঞপ্তি পাই। সেই মতো পদক্ষেপ হয়েছে।’’ রবিবার রাত থেকেই মাটিগাড়ার দুই এলাকায় পুনর্নির্বাচনের কথা জানিয়ে মাইকে ঘোষণা শুরু হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘বিরোধীদের অভিযোগ ঠিক নয়। আমরাও রাতে দেরি করেই পুনর্নির্বাচনের নির্দেশ পেয়েছি। নির্বাচন কমিশন যা বলবে তা মেনে নিতেই হবে।’’

বিরোধীরা অবশ্য প্রশাসনের যুক্তি মানতে চাননি। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের অভিযোগ, ‘‘সন্ধ্যায় কলকাতা থেকে আমায় একজন বেসরকারি ভাবে জানায় কাল পুনর্নির্বাচন হচ্ছে। অথচ রাত সাড়ে আটটার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় ভোট হচ্ছে দুটি বুথে। সমস্তটাই শাসকদলের সুবিধার জন্য।’’ দার্জিলিং জেলা কংগ্রেসের (সমতল) সভাপতি শঙ্কর মালাকার বলেন, ‘‘অনেক রাত পর্যন্ত দুই এলাকায় পুনর্নির্বাচনের কথা জানানো হয়নি। চাপে পড়ে পুনর্নির্বাচন করলেও কমিশন এবং প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেই চলেছে।’’ পক্ষপাতের আচরণের অবিযোগ তুলেছেন দার্জিলিং জেলপরা বিজেপির সভাপতি রথীন বসুও। তিনি অভিযোগ করেন, ‘‘মহকুমা শাসকের দফতর থেকে এক কর্মী রাত ৯ টা ২০ মিনিটে ফোন করে বৈঠক আছে বলে ডাকছেন। তাকে জানিয়েছি সকাল থেকে ভোট, আর রাত সাড়ে ন’টায় তা জানাতে ডাকা হচ্ছে, এ ভাবে ভোট হতে পারে না। আমরা আমরা চাই এ ভাবে ভোটের প্রক্রিয়া বন্ধ রাখা হোক। পর্যাপ্ত সময় দিয়ে তবেই ভোট করানো হোক।’’

জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘সাধারণত বুথের কোনও গোলামালের খবর পর্যবেক্ষকরাই পাঠান। এ ক্ষেত্রেও পর্যবেক্ষকরা রিপোর্ট দিয়েছেন। জেলা প্রশাসনের তরফে কমিশনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়েছিল। জেলা প্রশাসনের কাছে কোনও রিপোর্ট ভোটের দিন চাওয়া হয়নি।’’ জেলাশাসকের দাবি, রবিবার কমিশন একটি রিপোর্ট চেয়েছিল, সেই মতো ব্লক প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

এ দিকে, একটি বুথের দায়িত্বে থাকা পুলিশ অফিসারদেরও সরিয়ে দেওয়া হয়েছে বলে শিলিগুড়ি কমিশনারেট সূত্রে জানা গিয়েছে। সমরনগরের ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে গত শনিবার ছিলেন এসিপি (ডিডি) তপনআলো মিত্র। আজ, রবিবারের পুনর্নির্বাচনে ওই বুথের দায়িত্বে থাকবেন এসিপি (পূর্ব) পিনাকী মজুমদার। শিলিগুড়ি পুলিশের ডিসি (পশ্চিম) শঅযাম সিংহ বলেন, ‘‘দু’টি বুথের মধ্যে একটি ক্ষেত্রে অফিসার পরির্তন হয়েছে। এটা রুটিন ঘটনা। দু’টি কেন্দ্রে ভোট বলে দায়িত্ব পরিবর্তন হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE