Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লক্ষ্য বিধানসভা, টানা আন্দোলন বামেদের

পুরসভা, মহকুমা পরিষদের সাফল্যকে সামনে রেখে আগামী বিধানসভা ভোট উতরাতে বামেরা শিলিগুড়ি জুড়ে টানা আন্দোলন কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। চলতি মাসে জাঠা কর্মসূচিকে সামনে রেখে মাসের শেষ অবধি শহর এবং গ্রামীণ এলাকায় বামেদের পদযাত্রা চলছে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ০২:৩২
Share: Save:

পুরসভা, মহকুমা পরিষদের সাফল্যকে সামনে রেখে আগামী বিধানসভা ভোট উতরাতে বামেরা শিলিগুড়ি জুড়ে টানা আন্দোলন কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। চলতি মাসে জাঠা কর্মসূচিকে সামনে রেখে মাসের শেষ অবধি শহর এবং গ্রামীণ এলাকায় বামেদের পদযাত্রা চলছে। এর মধ্যেই গত বুধবার জেলা বামফ্রন্টের বৈঠকে চলতি মাসের শেষ থেকে আগামী ডিসেম্বর মাস ধরে টানা আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার ওই কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে শহরে রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের জনসভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর অভিযান রয়েছে। সেই সঙ্গে এসজেডিএ ঘেরাও এবং ব্লকে ব্লকে বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে দাবিপত্র পেশের কথা বলা হয়েছে।

বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, শিলিগুড়িতে পরপর দু’টি ভোটে বামেরা সফল হয়েছে। সেই ধারা বিধানসভা ভোট অবধি ধরে রাখতে কর্মী, সমর্থকদের তাঁরা টানা আন্দোলন, কর্মসূচি রাখতে চাইছেন। আগামী বছর বিধানসভা ভোট, তার আগে পর্যন্ত শিলিগুড়ি জুড়়ে নেতা, কর্মীদের জনসংযোগ বজায় রাখার কৌশলই নিয়েছে বামফ্রন্ট নেতৃত্ব। একে আরও জোরদার করার জন্য চা বাগিচা শ্রমিকদের সমস্যাকেও আন্দোলনে যোগ করেছে বামেরা। যদিও জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশবাবু বলেছেন, ‘‘পুরসভায় অসহযোগিতা, অসৌজন্য চলছে। মহকুমা পরিষদেও তাই হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে চা বাগানগুলিতে দুর্দশা, অনাহার চলছে। দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্তদের কিছুই করা হচ্ছে না। আবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে হস্তক্ষেপ জারি রয়েছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতেই হবে। এর সঙ্গে ভোট রাজনীতির যোগ নেই।’’

বাম নেতৃত্বে জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সূর্যকান্ত মিশ্রের জনসভা হবে। তবে বাঘাযতীন পার্ক খোঁড়া খুঁড়ি বা সবুজায়নের বিষয়টি মাথায় রাখা হবে। সভার পরের দিন বাম নেতৃত্ব মাঠ পরিষ্কার করবেন। ২৯ নভেম্বর সকালেই বাগডোগরায় সূর্যবাবু ত্রিস্তর পঞ্চায়েতে জয়ীদের নিয়ে কর্মশালা করবেন। এ ছাড়়া ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর অভিযান, এসজেডিএ ঘেরাও এবং বিডিও অফিস অভিযান হবে। আগামী কয়েক দিনের মধ্যে দিন ক্ষণ চূড়ান্ত করা হবে। ফ্রন্টের জেলা নেতারা রাস্তায় নেমে প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দেবেন।

দলীয় সূত্রের খবর, পুরসভায় তৃণমূলের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু হতেই পাল্টা চাপ সৃষ্টির রাস্তায় নামছে বামেরা। এদিন বাম নেতৃত্ব অসুস্থ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সুস্থতা কামনা করলেও তাঁর দফতর থেকেই কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ, জবরদখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন। সিপিআই-র জেলা সম্পাদক উজ্জ্বল চৌধুরী বা আরএসপি জেলা সম্পাদক বিনয় চক্রবর্তী বলেছেন, ‘‘সারা বছরই আমরা মানুষের দাবি, সমস্যা নিয়ে সরব হই। এই আন্দোলন কর্মসূচিও তাই।’’

যদিও বামেদের আন্দোলনকে লোক দেখানো আন্দোলন বলে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার। তিনি বলেন, ‘‘শিলিগুড়ি জুড়ে উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। বামেরা ৪০ বছর ক্ষমতায় ছিলেন, ওঁদের মুখ ও মুখোশ মানুষ চেনে। ওঁদের কথা বেশি কাজ কম। আর সরকারের কাজে সমস্যা ওঁরাই তৈরি করছেন। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আর বামেরা এত অসহিষ্ণু হয়ে পড়েছেন কেন, তা পরিষ্কার নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE