Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সক্রিয় নন, সরানো হল সভাপতিকে

ঠিক মতো কাজ করেননি, অভিযোগ তুলে রাজবংশী ভাষা অ্যাকাডেমির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ বর্মনকে। বুধবার রাজ্য তথ্য সংস্কৃতি দফতর থেকে ফ্যাক্স মারফত অ্যাকাডেমির নতুন কমিটির চিঠি পৌঁছয় জেলা তথ্য সংস্কৃতি দফতরে। জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মনকে রাজবংশী ভাষা অ্যাকাডেমির সভাপতি করে ১৩ জনের কমিটি তৈরি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৪ ০১:৪৫
Share: Save:

ঠিক মতো কাজ করেননি, অভিযোগ তুলে রাজবংশী ভাষা অ্যাকাডেমির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ বর্মনকে। বুধবার রাজ্য তথ্য সংস্কৃতি দফতর থেকে ফ্যাক্স মারফত অ্যাকাডেমির নতুন কমিটির চিঠি পৌঁছয় জেলা তথ্য সংস্কৃতি দফতরে। জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মনকে রাজবংশী ভাষা অ্যাকাডেমির সভাপতি করে ১৩ জনের কমিটি তৈরি করা হয়েছে।

রাজবংশী ভাষা অ্যাকাডেমি গঠন করা হয়েছে দু’বছর আগে। তৃণমূলের অন্দরের খবর, মাসখানেক আগে প্রসেনজিৎবাবুকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের দ্বারস্থ হন অ্যাকাডেমিরই কয়েক জন সদস্য। কোচবিহার জেলা সভাপতি তথা পূর্ত দফতরের পরিসদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ ভাষা অ্যাকাডেমির কাজ নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন। অভিযোগ উঠেছিল, যে দৃষ্টিভঙ্গি নিয়ে অ্যাকাডেমি গঠন করা হয়েছিল, সেই মতো কোনও কাজই দুই বছরে হয়নি। রাজবংশী সাহিত্য নিয়ে কোনও কাজ হয়নি গবেষণাধর্মী কাজ হয়নি। মাসিক মুখপত্র বের করার সিদ্ধান্ত হলেও তা হয়নি।” তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পূর্ত দফতরের পরিসদীয় সচিব রবীন্দ্রনাথবাবু বলেন, “নতুন কমিটিকে অ্যাকাডেমির কাজ ভাল ভাবে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা রাখি।” তিনি জানান প্রসেনজিৎবাবুকে কমিটির উপদেষ্টা রাখা হয়েছে। এ বার ১৩ জনের কমিটি হয়েছে। পুরনো কমিটি থেকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর বর্মনকে বাদ দেওয়া হয়েছে। বিজয়বাবু, প্রসেনজিৎবাবু ছাড়াও ওই কমিটিতে পুরনোদের মধ্যে রয়েছেন নিখিলেশ রায়, গিরিজাশঙ্কর রায়, ইন্দ্রমাধব দাস, জ্যোতির্ময় রায়, সত্যেন্দ্রনাথ বর্মন। নতুন সদস্য হন দীপক কুমার রায়, তপন রায় প্রধান, পূর্ণপ্রভা বর্মন, পার্থপ্রতিম রায়, নারায়ণ বসুনিয়া, আমিনুর রহমান। জলপাইগুড়ির সাংসদ বিজয় বর্মন বলেন, “সরকার সুযোগ দিয়েছে। সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। অনেক কাজ দ্রুত শেষ করতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE