Advertisement
২০ এপ্রিল ২০২৪

আগাম জামিনের আবেদন প্রত্যাহার শুভঙ্করের

যুব তৃণমূল কর্মী শুভঙ্কর মিশ্রের ওপর হামলার ঘটনায় আগাম জামিনের আবেদন সাময়িক ভাবে প্রত্যাহার করে নিলেন অন্যতম অভিযুক্ত টিএমসিপির জলপাইগুড়ি জেলা সভাপতি অভিজিৎ সিংহ৷ ফলে এ দিন ওই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০১:৪৬
Share: Save:

যুব তৃণমূল কর্মী শুভঙ্কর মিশ্রের ওপর হামলার ঘটনায় আগাম জামিনের আবেদন সাময়িক ভাবে প্রত্যাহার করে নিলেন অন্যতম অভিযুক্ত টিএমসিপির জলপাইগুড়ি জেলা সভাপতি অভিজিৎ সিংহ৷ ফলে এ দিন ওই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ এ দিকে আগাম জামিনের আবেদন সাময়িক ভাবে প্রত্যাহার করে নিতেই অভিজিতের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন শুভঙ্করের পরিবারের লোকেরা৷

গত ৩ জানুয়ারি গভীর রাতে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন শুভঙ্কর৷ কলেজ নির্বাচনকে ঘিরে টিএমসিপির অন্দরে গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে অভিযোগ ওঠে। অভিজিৎ ও তার অনুগামীদের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় মামলাও দায়ের হয়৷ ওই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে৷ অভিজিৎ জলপাইগুড়ি আদালতে আগাম জামিনের আবেদন জানান৷ এ দিন সেই আবেদনেরই শুনানি হওয়ার কথা ছিল৷ জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী সোমনাথ পাল জানান, এ দিন আদালতে ওই আবেদনের শুনানি থাকলেও বুধবারই অভিজিৎ সিংহ আগাম জামিনের আবেদন সাময়িক ভাবে প্রত্যাহার করে নেন৷ ফলে এ দিন আর ওই আবেদনের শুনানি হয়নি৷

অভিজিৎ বলেন, ‘‘আমার পুলিশের তদন্তের ওপর পূর্ণ আস্থা রয়েছে৷ সে জন্যই আবেদন সাময়িক ভাবে প্রত্যাহার করেছি৷’’ তবে শুভঙ্করের স্ত্রী অর্তুহা মিশ্র মজুমদার এ দিন ফের অভিজিৎকে গ্রেফতারের দাবি তোলেন৷ জেলার পুলিশ কর্তারা জানিয়েছেন, অভিজিতের খোঁজ চলছে৷ এই গোষ্ঠী কোন্দলের জেরে ১১ জানুয়ারি আনন্দচন্দ্র কলেজের প্রাক্তন জিএস সৌরভ সরকারে ওপর আক্রমণের অভিযোগে দুদিন আগে গ্রেফতার হওয়া চন্দ্রশেখর রাউতের জামিন এ দিন মঞ্জুর করেছে আদালত৷শুক্রবারই জলপাইগুড়ি জেলায় কলেজ নির্বাচন৷ কিন্তু তার একদিন আগেও টিএমসিপি-র দুই গোষ্ঠী কে কোন আসনে লড়বেন তা ঠিক করতে পারলো না৷ যদিও তৃণমূল সূত্রের খবর, বিষয়টি নিয়ে শেষ মুহূর্ত অবধি বৈঠক চলেছে৷ পুলিশ জানিয়েছে, কলেজ নির্বাচনকে ঘিরে শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের তিন কলেজে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC anticipatory bail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE