Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বুড়োর অবসরে বিতর্ক পুরসভায়

‘বুড়ো’র হাড়ের ভেল্কি কী আবার দেখবে জলপাইগুড়ি শহরের বাসিন্দারা? জলপাইগুড়ি পুরসভার অন্দরে শুরু হওয়া কর্তাদের কাজিয়ায় এখন সেই প্রশ্নই দানা বাঁধতে শুরু করেছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০২:১৬
Share: Save:

‘বুড়ো’র হাড়ের ভেল্কি কী আবার দেখবে জলপাইগুড়ি শহরের বাসিন্দারা? জলপাইগুড়ি পুরসভার অন্দরে শুরু হওয়া কর্তাদের কাজিয়ায় এখন সেই প্রশ্নই দানা বাঁধতে শুরু করেছে৷

বুধবার বিশ্ব জল দিবসের দিনই জলপাইগুড়ি পুরসভা থেকে অবসর দেওয়া হয়েছে বুড়োকে৷ বুড়ো—অর্থাৎ জলপাইগুড়ি পুরসভার সব থেকে পুরনো পাম্প৷ টানা ৮৩ বছর ধরে জলপাইগুড়ি শহরে এক টানা জল জুগিয়ে গিয়েছে সে৷ কিন্তু তার অবসর নিয়েই জলপাইগুড়ি পুরসভার অন্দরে শুরু হয়েছে কাজিয়া৷ আর তাতেই মনে হচ্ছে, বুড়োর অবসর ভাঙাও যে খুব একটা অসম্ভব কিছু না। মাত্র ২৪ ঘণ্টা আগে অবসর নিয়েছিল সে৷

কিন্তু এমন কী ঘটনা ঘটল, বুড়োকে ঘিরে? পুরসভার জল দফতরের চেয়্যারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায় বুধবার নিজে বুড়োর অবসরের কথা ঘোষণা করেন৷ বুড়োর জায়গা নেয় অন্য একটি পাম্প৷ আর অবসর দেওয়া হলেও বুড়োকে ঘিরে পুরসভা সংগ্রহশালা করবে বলে জানান সৈকত৷ যদিও আপাতত তার ঠিকানা পুরসভারই একটি গ্যারাজ৷

কিন্তু এত ঘটা করে বুড়োকে অবসর দেওয়া হলেও, পুরসভার চেয়ারম্যান মোহন বসু কিন্তু এ দিন সাফ জানান, সরকারি ভাবে বুড়ো অবসর নেয়নি৷ এ ব্যাপারে পুরসভার তরফে কোন সিদ্ধান্তও নেওয়া হয়নি৷ এটা পুরসভার একটি দফতরের (পড়তে হবে জল দফতরের) চিন্তা মাত্র৷ মোহনবাবু আরও বলেন, কোনও মানুষের অবসরের ক্ষেত্রে যেমন কিছু নিয়ম-নীতি থাকে, যন্ত্রের ক্ষেত্রেও তাই৷ তাই বোর্ড মিটিং-এ আলোচনা না করে দুম করে কোন চেয়ারম্যান ইন কাউন্সিল কোনও যন্ত্রের অবসরের কথা ঘোষণা করতে পারেন না৷ আর এই পাম্পটির ক্ষেত্রে বোর্ড মিটিং-এ আলোচনা তো দূরের কথা, মেশিনটির অবসরের কথাই তিনি জানতেন না৷

পুরসভা সূত্রের খবর, তাঁকে না জানিয়ে জলপাইগুড়ি পুরসভার সব থেকে পুরানো পাম্পের অবসর দেওয়ার সিদ্ধান্তে চেয়ারম্যান ইন কাউন্সিলের ওপর বেশ খানিকটা ক্ষুব্ধ মোহনবাবু৷ নিজের ঘনিষ্ঠ মহলে কাউকে কাউসে সেই ক্ষোভের কথা জানিয়েছেনও তিনি৷ তবে কি পাম্পটিকে আবার চালু করা হবে? মোহনবাবু সাফ জবাব, ‘‘আমি বেঁচে থাকলে অবশ্যই৷’’

এ দিকে বিষয়টি নিয়ে সৈকতের দাবি, এ ব্যাপারে বোর্ড মিটিং-এ আলোচনার কোনও ব্যাপার নেই৷ পুরপতি পরিষদের অনুমোদনই যথেষ্ট৷ খুব শীঘ্রই সেই বৈঠকে তার অনুমোদন নেওয়া হবে৷ তা ছাড়া চেয়ারম্যানকে মৌখিক ভাবেও বিষয়টি জানানো হয়েছে৷ তা হলে অবসরের ব্যাপারে পুরপতি পরিষদের অনুমোদন ছাড়াই কেন বুড়োর অবসর ঘোষণা করা হল? সৈকতের জবাব, বুধবার যেহেতু পাম্পটি খুলেই ফেলা হয়েছে, তাই ঘোষণাটি করে দেওয়া হয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

83 Years Water Pump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE