Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রাজ্যের প্রশংসায় অশোক

টানাপড়েনের মধ্যেই ১৮ মে পুরবোর্ড পার করেছে দুই বছর। তার ৮ দিনের মাথায় অশোকবাবু জানিয়ে দিলেন, বোর্ডের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ০২:২৮
Share: Save:

পুরসভায় ক্ষমতার আসার পর থেকেই নিয়মিত আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। তা নিয়ে বিভিন্ন সময়ে পাল্টা তথ্য দিয়েও সরব হয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা। এই টানাপড়েনের মধ্যেই ১৮ মে পুরবোর্ড পার করেছে দুই বছর। তার ৮ দিনের মাথায় অশোকবাবু জানিয়ে দিলেন, বোর্ডের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।

তিনি জানান, কেন্দ্র তো দিচ্ছিল। রাজ্য সরকারও কিছু কিছু খাতে টাকা দিচ্ছে। তাতেই অবস্থা বদলাচ্ছে। তবে তাঁদের লড়াই সংগ্রামের জেরেই এটা সম্ভব হয়েছে বলে অবশ্য অশোকবাবু দাবি করেছেন।

মেয়র ঘুরিয়ে রাজ্য, কেন্দ্রের প্রশংসা করলেও বোর্ডের বিরোধী দলনেতা তৃণমূলের রঞ্জন সরকার অশোকবাবুর বিরুদ্ধে উৎসব, ভ্রমণ-সহ নানা খাতের টাকার খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন। অশোকবাবু বলেন, ‘‘ওদের (তৃণমূল) একটা শিক্ষামূলক ক্লাস করাতেই হবে। না জেনে শুনে নানা কথা বলে বসে। টাকা যখন দেয়নি, তখন বলেছি। এখন পাচ্ছি, তাই বলছি। আমরা কোনও লুকোছাপা করি না।’’

রঞ্জনবাবু জানান, আর্থিক অনটনের কথা বলে পুরসভার দ্বিবর্ষ পূর্তিতে আড়াই লক্ষ টাকা খরচ করা হয়েছে। তিনি বলেন, ‘‘আবার চিন সফরের জন্য মেয়র দেড় লক্ষ টাকা তোলার প্রস্তুতি নিয়েছেন। মুখে রাজ্যের বিরুদ্ধে বড় বড় কথা বলে তিনি এসব করে চলেছেন।’’ তাঁর দাবি, গত দু’বছরে রাজ্যের মাধ্যমে অন্তত ৮৩ কোটি টাকা পুরসভা পেয়েছে। তার মধ্যে অন্তত ৫ কোটি টাকা খরচই করতে পারেনি। অসোকবাবুর দাবি, চিন সফরের জন্য কোনও টাকা নিচ্ছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ashok Bhattacharya Financial Support West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE