Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জামিন না-মঞ্জুর গাড়ি চালকের

তরুণীকে কটূক্তি ও মারধরের ঘটনায় ধৃত গাড়ি চালক বিক্রমজিৎ সাহা ওরফে বান্টিকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত৷ এ দিন জলপাইগুড়ির ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ রায় এই নির্দেশ দেন।

আদালত চত্বরে আনা হচ্ছে ধৃত বান্টিকে। —নিজস্ব চিত্র।

আদালত চত্বরে আনা হচ্ছে ধৃত বান্টিকে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৩:১১
Share: Save:

তরুণীকে কটূক্তি ও মারধরের ঘটনায় ধৃত গাড়ি চালক বিক্রমজিৎ সাহা ওরফে বান্টিকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত৷ এ দিন জলপাইগুড়ির ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ রায় এই নির্দেশ দেন। ওই গাড়ি চালকের মারে জখম তরুণী এ দিন হাসপাতাল থেকে ছাড়া পান৷

বৃহস্পতিবার স্কুটি চালিয়ে দিদির বাড়ি থেকে ফিরছিলেন ওই তরুণী৷ অভিযোগ, কদমতলা বাস স্ট্যান্ডের কাছে গাড়ি ঘোরানোর সময় বান্টি ওই তরুণীকে কটূক্তি করে৷ স্কুটির পেছনে থাকা ওই তরুণীর বন্ধু এর প্রতিবাদ করলে বান্টি গাড়ি নিয়ে তাদের পিছু দাওয়া করে৷ কদমতলা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ওই তরুণীর বন্ধুকে প্রথমে বেধড়ক মারধর করে সে৷ তরুণী তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। চোখের পাশে আঘাত পান ওই তরুণী ৷ তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷

ওইদিন বিকেলেই বান্টিকে গ্রেফতার করে পুলিশ৷ তার বিরুদ্ধে ৩২৩, ৩২৫, ৩৪১, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়৷ এরমধ্যে ৩৫৪, অর্থাৎ শ্লীলতাহানির অভিযোগের ধারাটি জামিন অযোগ্য বলে পুলিশ কর্তারা জানান৷ এ দিন বান্টিকে আদালতে তোলা হলে তার আইনজীবী সন্দীপ দত্ত আদালতে জামিনের আবেদন জানান ৷ সন্দীপবাবুর কথায়, ‘‘বান্টি সম্পুর্ণ নির্দোষ ৷ বরং ওই তরুণী নিজেই স্কুটি নিয়ে তার গাড়িতে ধাক্কা মারে ও গালিগালাজ করে৷ এরপর বান্টি পিছু ধাওয়া করে তাদের ধরলে তরুণী হেলমেট দিয়ে বান্টিকে মারধর করেন।’’ কিন্তু সরকারি আইনজীবী সিন্ধুকুমার রায় আদালতে বলেন, ‘‘এফআইআর অনুযায়ী অভিযুক্তর বিরুদ্ধে ওই তরুণীকে কটূক্তি ও মারধরের সরাসরি অভিযোগ উঠেছে ৷ যার জেরে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ৩৫৪ নম্বর ধারাও দেওয়া হয়েছে৷’’ দু’ পক্ষের বক্তব্য শোনার পর আদালত বান্টির জামিনের আবেদন খারিজ করে দেন৷

সিন্ধুবাবু জানিয়েছেন, ৫ জানুয়ারি ফের বান্টিকে আদালতে তোলা হবে ৷ এ দিকে বান্টির বোন এ দিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ওই তরুণী ও তার বন্ধুর বিরুদ্ধে পাল্টা একটি অভিযোগ দায়ের করেন৷ যদিও তরুণীর বন্ধু ওই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bail driver
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE