Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টয় ট্রেন, রয়্যাল বেঙ্গলে জমজমাট ট্রাভেল মার্ট

এক দিকে ধোঁয়া ওঠা কু ঝিক ঝিক টয় ট্রেন। অন্য দিকে, রয়্যাল বেঙ্গল রহস্য। দুইয়ের ধাক্কায় এখন সরগরম উত্তরবঙ্গের পর্যটন। তাকে আরও চাঙ্গা করে এ দিন বেঙ্গল ট্রাভেল মার্টে প্রকাশ করা হল শাহরুখ খান অভিনীত বাংলা পর্যটনের ভিডিওটি।

জমাটি অনুষ্ঠান।—নিজস্ব চিত্র

জমাটি অনুষ্ঠান।—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি ও কোচবিহার শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ০১:৩৪
Share: Save:

এক দিকে ধোঁয়া ওঠা কু ঝিক ঝিক টয় ট্রেন। অন্য দিকে, রয়্যাল বেঙ্গল রহস্য। দুইয়ের ধাক্কায় এখন সরগরম উত্তরবঙ্গের পর্যটন। তাকে আরও চাঙ্গা করে এ দিন বেঙ্গল ট্রাভেল মার্টে প্রকাশ করা হল শাহরুখ খান অভিনীত বাংলা পর্যটনের ভিডিওটি।

এই ভিডিওটিতেই দেখা যাচ্ছে কয়লা ইঞ্জিনের নস্টালজিক টয় ট্রেন। আর ঘটনাচক্রে, মাত্র কয়েক দিন আগেই পুরনো চেহারার টয় ট্রেনকে ফিরিয়ে আনতে ইউনেস্কোর সঙ্গে চুক্তি করল রেল মন্ত্রক। পুরুলিয়ার ছৌ থেকে পাহাড়ের দার্জিলিঙের চা, টয়ট্রেন, জঙ্গল থেকে দিঘার সমুদ্র, বহরমপুরের ঐতিহাসিক স্থান থেকে কলেজস্ট্রিট, হাওড়া ব্রিজ বা ট্রাম রাজ্যের বিভিন্ন উল্লেখযোগ্য কিছুই বাদ রাখা হয়নি বিজ্ঞাপনটিতে। মন্ত্রী গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীর পরামর্শ, নির্দেশ মতই গোটা বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।

তিন দিনের ‘বেঙ্গল ট্রাভেল মার্ট’ সেই নস্টালজিয়ার সঙ্গে জুড়ে দিয়েছে নেওড়া ভ্যালিতে সদ্য ক্যামেরাবন্দি বাঘের ছবি। গৌতমবাবু বললেন, ‘‘নেওড়ায় রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়াটাই একটা দারুণ ব্যাপার। আর টয় ট্রেন তো আছেই।’’ এক ধাপ এগিয়ে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “বাঘ নিরিবিলিতে থাকতে পছন্দ করে। তাই বক্সায় জঙ্গলের ভিতরে পাহাড়ি খাঁজেও তারা আছে বলে মনে হচ্ছে। তবে ক’টি বাঘ আছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’’ তিনি জানান, মাঝেমধ্যেই জঙ্গলে মৃত গবাদি পশুর আধ খাওয়া দেহ পাওয়া যায়। এটা বাঘের পক্ষেই সম্ভব। তিনি বলেন, “সব দিক থেকে নিশ্চিত হয়েই আমি বাঘের কথা বলেছি।”

এ বারের পর্যটন উৎসব হচ্ছে শিলিগুড়ির দাগাপুরের একটি বিনোদন পার্কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত বছর থেকে রাজ্যের এই ট্রাভেল মার্ট শিলিগুড়িতে হচ্ছে। যোগ দিচ্ছে রাজ্যের পর্যটন সংস্থাগুলি, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। আসছেন নেপাল, বাংলাদেশ, ভুটানের প্রতিনিধিরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengal Travel Mart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE