Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গুরুর বিরুদ্ধে প্রার্থী শিষ্য

একদা টিএমসিপির নেতা ও সুকান্ত মহাবিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক তপন মোহান্ত দু’দিন আগেও তৃণমূলের ধূপগুড়ি টাউন ব্লকের সম্পাদক ছিলেন৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ০২:১৬
Share: Save:

গুরুর বিরুদ্ধে শিষ্যকে দাঁড় করিয়ে ধূপগুড়ি পুর নির্বাচনের প্রার্থী তালিকায় চমক দিল বিজেপি৷

বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়ি পুরসভায় দলের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি৷ তালিকায় তাদের সব থেকে বড় চমক ১৪ নম্বর ওয়ার্ডের তপন মোহান্ত৷ এ ছাড়া, ৮ নম্বর ওয়ার্ডে দু’বারের জয়ী কাউন্সিলার কৃষ্ণ দেব রায়কে প্রার্থী করা হয়েছে৷ বাকি ওয়ার্ডগুলির বেশিরভাগেই নতুন মুখ৷

একদা টিএমসিপির নেতা ও সুকান্ত মহাবিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক তপন মোহান্ত দু’দিন আগেও তৃণমূলের ধূপগুড়ি টাউন ব্লকের সম্পাদক ছিলেন৷ কিন্তু জেলা তৃণমূল সম্পাদক রাজেশ সিংহ তথা গুড্ডুর রাজনৈতিক শিষ্য তপন বুধবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন৷ ৩নম্বর ওয়ার্ডে বাড়ি হলেও বিজেপি তাকে ১৪ নম্বর ওয়ার্ডে রাজেশবাবুর বিরুদ্ধেই প্রার্থী করেছে৷

বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই এ দিন তৃণমূল ও রাজেশবাবুকে একহাত নিয়েছেন তপনবাবু৷ তাঁর অভিযোগ, ধূপগুড়িতে তৃণমূল দলটার মধ্যে দুর্নীতি ছেয়ে বসেছে এবং দল বেছে বেছে দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রার্থী করেছে৷ বিজেপি সূত্রের খবর, গুরুকে হারাতে তপনবাবু নিজেই রাজেশবাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চেয়েছিলেন৷ তপনবাবুর কথায়, ‘‘রাজেশাববু আমার রাজনৈতিক গুরু হলেও বলতে বাধা নেই৷’’

যদিও খোদ রাজেশবাবুর কটাক্ষ, ‘‘তপন প্রার্থী হয়েছেন ভাল কথা৷ কিন্তু দূঃখটা হচ্ছে, ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হওয়ার জন্য উনি নিজের ভোটটাও নিজেকে দিতে পারবেন না৷ বাকিদের কথা তো ছেড়েই দিলাম৷’’ রাজেশবাবুর অভিযোগ, ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল তপনবাবুকে প্রার্থী না করাতেই এই ঘটনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhupguri municipality BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE