Advertisement
২৪ এপ্রিল ২০২৪
পুরসভার উদ্যোগে ছ’দিন ব্যাপী ক্রীড়া উৎসব শেষ হল রবিবার

দেহসৌষ্ঠবে শিলিগুড়ি পুরশ্রী রিবেশ

পুরসভার উদ্যোগে দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস’ তথা শিলিগুড়ি পুরশ্রী হলেন রিবেশ প্রধান। পুরসভার উদ্যোগে ৬ দিন ব্যাপী ক্রীড়া উৎসব রবিবারই শেষ হল। যোগসন এবং বডিবিল্ডিং ছাড়া ১০ এপ্রিল থেকে ব্যাডমিন্টন, বাস্কেটবল, কবাডি, ভলিবল, ক‌্যারাম, দাবা প্রতিযোগিতা হয়।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০২:০৮
Share: Save:

পুরসভার উদ্যোগে দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস’ তথা শিলিগুড়ি পুরশ্রী হলেন রিবেশ প্রধান। পুরসভার উদ্যোগে ৬ দিন ব্যাপী ক্রীড়া উৎসব রবিবারই শেষ হল। যোগসন এবং বডিবিল্ডিং ছাড়া ১০ এপ্রিল থেকে ব্যাডমিন্টন, বাস্কেটবল, কবাডি, ভলিবল, ক‌্যারাম, দাবা প্রতিযোগিতা হয়। কৃতীদের এদিন পুরস্কৃত করা হয়।

ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ শঙ্কর ঘোষ বলেন, ‘‘যে সমস্ত খেলাগুলো পিছিয়ে পড়েছে তা নিয়ে উৎসাহ দিতেই পুরসভার উদ্যোগে এই প্রতিযোগিতা।’’

শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতায় ৬৫ কিলোগ্রাম বিভাগে সেরা রিবেশই। ৭০ কিলোগ্রাম বিভাগে সেরা অজয় গৌর। ৭০ ঊর্ধ্ব বিভাগে সেরা বিশাল গুপ্ত। ৬০ কিলোগ্রাম এবং ৫৫ কিলোগ্রাম বিভাগে সেরা রাজা সরকার এবং রতন ঘোষ।

এ দিন যোগাসনে ১৪-১৮ বছর ছেলেদের বিভাগে সেরা ধ্রুব দাস। মেয়েদের বিভাগে সেরা অঞ্জলি সিংহ। ১২-১৪ বছর ছেলে এবং মেয়েদের বিভাগে সেরা বিবেক প্রসাদ এবং রিয়া কুমারী। ৮-১৪ বছর বিভাগে আশুতোষ ঝা এবং সৃজা সাহা ছেলে এবং মেয়েদের বিভাগে প্রথম হয়েছে। অনূর্ধ্ব ৮ ছেলেদের বিভাগে সৈকত রায়, মেয়েদের মধ্যে অপর্ণা সেরা।

ব্যাডমিন্টনে অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগে সেরা সায়ন পেঞ্জর। রানার্স অঙ্কুশ মজুমদার। মেয়েদের বিভাগে অম্রুতা দাস ফাইনালে হারিয়েছে তস্মিন ফারহাকে। অনূর্ধ্ব ১৩ ছেলেদের বিভাগে সেরা অস্মিত অগ্রবাল। রানার্স সোহম বিশ্বাস। মেয়েদের সেরা অন্বেষা ভৌমিক। সে হারিয়েছে ঋত্বিকা দত্তকে। বাস্কেটবলের ফাইনালে কিশলয় সঙ্ঘ ৪৮-৩০ পয়েন্টে শিলিগুড়ি ইন্সস্টিটিউট অব টেকনোলজি দলকে হারিয়েছে। ভলিবলে সেরা মার্গারেট সিস্টার নিবেদিতা ইংরেজি স্কুল। ফাইনালে তারা হারিয়েছে বাণীমন্দির রেলওয়ে স্কুলকে।

গত ১২ এপ্রিল শ্রীগুরু বিদ্যামন্দিরের মাঠে কবাডি প্রতিয়োগিতা হয়। অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগে দেশবন্ধু হিন্দি হাই স্কুল দল ৪০-২৬ পয়েন্টে শ্রীগুরু বিদ্যামন্দির দলকে হারিয়ে ফাইনালে জেতে। মেয়েদের ওই বিভাগেও শ্রীগুরু বিদ্যামন্দির ফাইনালে ৫৭-১৩ পয়েন্টে কবি সুকান্ত হাই স্কুলের কাছে হেরে গিয়েছে। দাবাতে অনূর্ধ্ব ১৫ বিভাগে সেরা সায়ন দত্ত, দ্বিতীয়, তৃতীয় যথাক্রমে সায়ন্তন দাস এবং ক্রিস কেডিয়া। অনূর্ধ্ব ১০ বিভাগে সেরা সর্বাধ্রি মুখোপাধ্যায়। সম্যক ধারেয়া এবং রাজশ্রী দাস দ্বিতীয় এবং তৃতীয়। ক‌্যারাম প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ একটি মাত্র বিভাগ। মেয়েদের মধ্যে মাম্পি কোদালিয়া সেরা। তার কাছে হেরেছে রনিতা সাহা। ছেলেদের সেরা মিঠু মণ্ডল। হারিয়েছে সর্বানন্দ রায়কে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE