Advertisement
২৩ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ডুয়ার্স উত্‌সবে মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগ উঠল একটি অগ্নি নির্বাপক সংস্থার বিরুদ্ধে। শনিবার দুপুরে এ বিষয়ে মৌখিক অভিযোগ জানানো হলে নড়েচড়ে বসে দমকল বিভাগের কর্মীরা। মূল উত্‌সব প্রাঙ্গণের পাশে বসা মেলায় সন্ধের পর কয়েক হাজার মানুষ ভিড় জমান। রকমারি দোকানের পাশাপাশি বিদ্যুতের নানা সরঞ্জামও সেখানে রয়েছে।

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:২৩
Share: Save:

মেয়াদ উত্তীর্ণ উপকরণ, নালিশ

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

ডুয়ার্স উত্‌সবে মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগ উঠল একটি অগ্নি নির্বাপক সংস্থার বিরুদ্ধে। শনিবার দুপুরে এ বিষয়ে মৌখিক অভিযোগ জানানো হলে নড়েচড়ে বসে দমকল বিভাগের কর্মীরা। মূল উত্‌সব প্রাঙ্গণের পাশে বসা মেলায় সন্ধের পর কয়েক হাজার মানুষ ভিড় জমান। রকমারি দোকানের পাশাপাশি বিদ্যুতের নানা সরঞ্জামও সেখানে রয়েছে। অভিযোগ, একটি বেসরকরি সংস্থা থেকে সরবরাহ হওয়া আগুন নেভানোর উপকরণগুলির বেশ কয়েকটির রিফিলিংয়ের তারিখ অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। দমকল বিভাগের আধিকারিক প্রদীপ সরকার বলেন, “বিষয়টি নজরে আসা মাত্রই অফিসারদের পাঠিয়ে উপকরণগুলি পরীক্ষা করেছি। তারিখ পুরনো হলেও ভেতরের তরল বা পাউডার ঠিক রয়েছে। কোনও গলদ বের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” অভিযুক্ত সংস্থার তরফে পার্থ মজুমদার বলেন, “উপকরণগুলি সম্প্রতি রিফিলিং করা হলেও তাতে নতুন স্টিকার লাগানো না থাকায় বিভ্রান্তি ছড়িয়েছে।”

ধর্ষণে অভিযুক্তের জেল

নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া

টোটো কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে চোদ্দ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুরদুয়ার আদালত। শুক্রবার লটারির টিকিট বিক্রি করতে এসে বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবন্ধী এক টোটো কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই ডুয়ার্সের মাদারিহাটের বাসিন্দা অর্জুন দাসকে আটক করে মারধর করে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের হাতে তুলে দেন। ঘটনার জেরে অসুস্থ ওই কিশোরীকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে ডাক্তারি পরীক্ষা করানো হয়। আতঙ্কিত ওই কিশোরীর কাউন্সেলিং ও চলছে। জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেছেন, প্রয়োজনে চিকিত্‌সকেরা তার বাড়িতে গিয়ে কাউন্সেলিং করবেন। দার্জিলিং জেলা লিগাল এড ফোরাম ওই কিশোরীকে আইনি সহায়তা দেবে বলে জানিয়েছে।

খুনে অধরা অভিযুক্ত, ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া

জোড়া খুনের ঘটনা নিয়ে পুলিশি তদন্তের অগ্রগতি না হওয়ার অভিযোগে বীরপাড়ার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ২৫ জানুয়ারি, সরস্বতী পুজোর দিন থেকে নিখোঁজ ছিল বীরপাড়া বাগানের দুই যুবক রাজু ওঁরাও (৩৬) এবং তাঁর প্রতিবেশী সচিন খড়িয়া (২৬)। তার চার দিন পরে বৃহস্পতিবার শহরের পাশে বিরকিটি নদীর ধার থেকে উদ্ধার হয় তাদের দেহ। দু’জনের মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তবে ঘটনার আটচল্লিশ ঘণ্টা কেটে গেলেও খুনের রহস্যের কোনও রকম কিনারা না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তৃণমূল নেতা মান্না লাল জৈন বলেন, “জোড়া খুনের মত বড় মাপের ঘটনার পরে এখনও কেন পুলিশের দোষীদের খোঁজ করতে ব্যর্থ, তা বুঝতে পারছি না।” ২৫ তারিখ ওই দুই যুবক বাড়ির পাশে সরস্বতী পুজোর মণ্ডপে যান। রাত ১১ টা নাগাদ দুজনকে হাঁটা পথে বীরপাড়া শহরের দিকে যেতে দেখেন বাসিন্দারা। তার পর থেকেই নিখোঁজ ছিলেন তাঁরা।

ফের শীতের কামড় উত্তরে

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের উত্তরে কামড় বসিয়েছে শীত। শনিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রিতে নেমে যায়। গত ২৪ ঘণ্টায় সমতলের তাপমাত্রাও নেমে গেছে অনেকখানি। যার ফলে শনিবার সকালে ঘন কুয়াশা আর দিনভর কনকনে হাওয়া টের পাওয়া গিয়েছে শিলিগুড়ি-জলপাইগুড়িতে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যার পরে তাপমাত্রা আরও কিছুটা কমে যায়। এ দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শিলিগুড়ির তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আরও কম। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোচবিহারের সবর্নিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন, আকাশ মেঘে ঢাকা থাকায় তাপমাত্রা কমে যায়।

মেয়াদ পার আগুন নির্বাপকের, বিভ্রান্তি

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

ডুয়ার্স উত্‌সবে মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগ উঠল একটি অগ্নি নির্বাপক সংস্থার বিরুদ্ধে। শনিবার দুপুরে এ বিষয়ে মৌখিক অভিযোগ জানানো হলে নড়েচড়ে বসে দমকল বিভাগের কর্মীরা। মূল উত্‌সব প্রাঙ্গণের পাশে বসা মেলায় সন্ধের পর কয়েক হাজার মানুষ ভিড় জমান। রকমারি দোকানের পাশাপাশি বিদ্যুতের নানা সরঞ্জামও সেখানে রয়েছে। অভিযোগ, একটি বেসরকরি সংস্থা থেকে সরবরাহ হওয়া আগুন নেভানোর উপকরণগুলির বেশ কয়েকটির রিফিলিংয়ের তারিখ অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। দমকল বিভাগের আধিকারিক প্রদীপ সরকার বলেন, “বিষয়টি নজরে আসা মাত্রই অফিসারদের পাঠিয়ে উপকরণগুলি পরীক্ষা করেছি। তারিখ পুরনো হলেও ভেতরের তরল বা পাউডার ঠিক রয়েছে। কোনও গলদ বের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” অভিযুক্ত সংস্থার তরফে পার্থ মজুমদার বলেন, “উপকরণগুলি সম্প্রতি রিফিলিং করা হলেও তাতে নতুন স্টিকার লাগানো না থাকায় বিভ্রান্তি ছড়িয়েছে।”

শাস্তি না হলে নৈরাজ্য বাড়বে, আশঙ্কা অধ্যক্ষের

নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

কলেজে হাঙ্গামায় অভিযুক্তরা শাস্তি না পেলে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করলেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকার। শনিবার তিনি অবসর নেন। তার আগে সহকর্মী শিক্ষক-শিক্ষিকাদের একাংশের কাছে এমনই জানান তিনি। ২০১২-র ৫ জানুয়ারি স্বচ্ছভাবে ছাত্র সংসদ নির্বাচন পরিচালনা করার দাবিতে কলেজে স্মারকলিপি জমা দিতে গিয়ে দিলীপবাবুকে মারধর করার অভিযোগ ওঠে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি তিলক চৌধুরী, টিএমসিপির তত্‌কালীন জেলা পর্যবেক্ষক প্রিয়ব্রত দুবে-সহ তৃণমূলের একদল কর্মী সমর্থকের বিরুদ্ধে।

ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত প্রতিবেশী

নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে দিনহাটা শহরের কলেজপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। শনিবার ওই এলাকারই বাসিন্দা ছাত্রীর পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ জানান হয়। পুলিশ জানায়, বাড়ি থেকে রাতে একা একটি নিমন্ত্রণে যাচ্ছিল সে। পেশায় কাঠমিস্ত্রি প্রতিবেশী ওই যুবক তাকে একা পেয়ে পুকুর পাড়ে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ছাত্রীর চিত্‌কার শুনে এলাকার লোকজন ছুটে এলে যুবক ঘটনাস্থল ছেড়ে পালায়। বাসিন্দারাই ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, অভিযুক্ত যুবক বিবাহিত, তার দুটি সন্তানও রয়েছে। কোচবিহারের পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজ চলছে।”

ছাত্রী আত্মঘাতীই, অনুমান পুলিশের

নিজস্ব সংবাদদাতা • বানারহাট

দশম শ্রেণির পড়ুয়া মৃত ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার তার দেহ জলপাইগুড়িতে ময়না তদন্তে পাঠানো হয়। চিকিত্‌সকেরা ময়না তদন্তের রিপোর্ট না দিলেও পুলিশ জানতে পেরেছে এটি আত্মহত্যার ঘটনা। বৃহস্পতিবার রাতে বিন্নাগুড়ি হিন্দি হাই স্কুলের ছাত্রীর প্রীতি কুমারী তেওয়ারির দেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়। প্রতিবেশীরা অভিযোগ করেন ওই ছাত্রীর মৃত্যুর খবর লুকোবার চেষ্টা করেন তার বাবা। পরে তাঁরা একটি ঘরে মৃতদেহ দেখতে পান। ছাত্রীর বাবা শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেছে বলে দাবি করেন প্রতিবেশীরা।

প্রতিবেশীকে কুপিয়ে খুন, ধৃত

নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

জমি নিয়ে বচসাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার হল প্রতিবেশী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা থানার বড় খলিসামারিতে। পুলিশ জানায়, নিহতের নাম বসুনিয়া বর্মন (৬০)। ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধৃত দিলীপ বর্মনকে আজ, রবিবার মাথাভাঙা আদালতে হাজির করা হবে।

জখম জওয়ান

পাচার রুখতে গিয়ে জখম হলেন দুই বিএসএফ জওয়ান। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায়। আহত জওয়ানেরা আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্‌সাধীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

uttar tukro brief story
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE