Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

গোর্খা জনমুক্তি মোর্চার পঞ্চায়েত প্রধান ও বিজেপির দুই সদস্য-সহ ছয় গ্রাম পঞ্চায়েত সদস্য দলবদল করে যোগ দিলেন তৃণমূলে। সোমবার সন্ধ্যায় কালচিনিতে একটি ধর্মশালায় এই দলবল হয়। যেখানে রাজ্য জুড়ে শীর্ষ নেতৃত্বের দলীয় কোন্দলে অস্বস্তিতে তৃণমূল সমর্থকেরা, সেই সময় কালচিনি ব্লকে বিজেপিতে ভাঙন ধরাতে সক্ষম হল জেলা নেতৃত্ব।

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৫ ০১:৪৫
Share: Save:

মোর্চা-বিজেপির ছয় সদস্যের তৃণমূলে যোগ

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

গোর্খা জনমুক্তি মোর্চার পঞ্চায়েত প্রধান ও বিজেপির দুই সদস্য-সহ ছয় গ্রাম পঞ্চায়েত সদস্য দলবদল করে যোগ দিলেন তৃণমূলে। সোমবার সন্ধ্যায় কালচিনিতে একটি ধর্মশালায় এই দলবল হয়। যেখানে রাজ্য জুড়ে শীর্ষ নেতৃত্বের দলীয় কোন্দলে অস্বস্তিতে তৃণমূল সমর্থকেরা, সেই সময় কালচিনি ব্লকে বিজেপিতে ভাঙন ধরাতে সক্ষম হল জেলা নেতৃত্ব। আলিপুরদুয়ার জেলাপরিষদের তৃণমূল সভাধিপতি মোহন শর্মা বলেন, “এদিন কালচিনি গ্রাম পঞ্চায়েতের গোর্খা জনমুক্তির প্রধান দীপমালা তামাঙ্গ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উপপ্রধান মণীশ মাহালি, বিজেপির ব্লক সহ-সভাপতি তথা পঞ্চায়েত সদস্য পাশাং লামা-সহ ছয় গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছে। বিজেপির ব্লক সহ-সভাপতি তথা পঞ্চায়েত সদস্য পাশাং লামা বলেন, “উন্নয়নের জন্য দলবদল করি।” উপপ্রধান মণিশ মাহালি বিজেপির জেলা সভাপতি গুণধর দাস বলেন, “পাশাং লামা লোকসভা নির্বাচনের পর দলে এসেছিল। ওরা চলে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না।” পঞ্চায়েত প্রধান দীপমালা তামাঙ্গের যোগদান প্রসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রাজেশ শর্মা বলেন, “বিষয়টি শুনেছি। কোনও মন্তব্য করব না।” দলীয় সূত্রে জানা গিয়েছে, কালচিনি গ্রাম পঞ্চায়েতে মোট ২৩ জন সদস্য রয়েছে। সেখানে তৃণমূলের ছিল ৯ জন। এই দলবদলের পর তৃণমূলের সদস্য বেড়ে হল ১৫ জন। গ্রাম পঞ্চায়েতটিও তৃণমূলের দখলে এল। তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী অবশ্য বলেন, “বিজেপির কয়েকশো সমর্থক এ দিন দলবদল করে তৃণমূল এসেছেন। বিজেপির আরও সমর্থক ও অন্যান্য দলের কর্মীরা তৃণমূলে যোগ দিতে চাইছে।”

পরীক্ষার্থীর মৃত্যু, রহস্য

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হল। রবিবার দুপুরে শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার বাঘাযতীন কলোনিতে নিজের বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পরিবারের লোকজন স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান তাঁকে। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‌সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাটিগাড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম অনামিকা পাল (১৮)। শিলিগুড়ির মার্গারেট স্কুলের দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী ছিল সে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। বাঘাযতীন কলোনির একটি বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকত ওই ছাত্রী। তাঁর মৃত্যুতে সোমবার স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর বাবা অনিলবাবু পেশায় ওষুধের দোকানের কর্মী। মা শিবানিদেবী স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। ছোট ভাই একই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। স্কুলে বরাবর ভাল ছাত্রী হিসেবেই পরিচিত ছিল অনামিকা। মাধ্যমিকেও প্রথম বিভাগেই পাশ করে। উচ্চমাধ্যমিকের টেস্টে ভাল ফল করেই চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ প্রসাদ রায় বলেন, “মেয়েটির অ্যাডমিট কার্ডও স্কুলে এসে গিয়েছিল। কী হল, বুঝতে পারছি না।”

নতুন প্রকল্প

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

চিকিত্‌সার জন্য শিলিগুড়িতে অক্সিজেন সিলিন্ডার ‘ফিলিং’ করার প্রকল্প চালু করল কলকাতার একটি কোম্পানি। সোমবার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মলয় বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করেন। ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানির কাছে ১ বিঘা জমির উপরে ওই প্রকল্পের উদ্বোধন হয়। নিরাপদ এবং উন্নতমানের পরিষেবার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো জায়গাতেও ওই সংস্থার কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ নেওয়া হয়। কিন্তু এতদিন এই এলাকায় সংস্থার নিজস্ব কোনও ফিলিং সেন্টার না-থাকায় কলকাতা থেকে দীর্ঘপথ পাড়ি দিয়েই সিলিন্ডার পাঠাতে হত। এদিন প্রকল্পের উদ্বোধনের ফলে সেই সমস্যা অনেকটাই মিটল বলে মনে করেন সংস্থার কর্মকর্তারা। তা ছাড়া সিকিম, কিসানগঞ্জের মতো বিভিন্ন এলাকার মেডিক্যাল কলেজগুলিতেও এই সংস্থার তরফে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার কথা রয়েছে বলে জানানো হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও জানানো হয়, স্থানীয় পর্যায়ে বেশ কিছু ফিলিং সেন্টার রয়েছে। তবে সেগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন রয়েছেন। তাই গুণমান নিশ্চিত করেই নির্দিষ্ট সংস্থার কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার নিতে হয়। দৈনিক গড়ে ৪০০ সিলিন্ডার এই নতুন কেন্দ্রে ফিলিং করা সম্ভব হবে। উত্তরবঙ্গে বিভিন্ন নার্সিংহোমেও সরবরাহ বাড়াতে তত্‌পর কোম্পানি।

প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবে মোর্চা

নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং

আলাদা রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে দিল্লিতে ন’দিনের ধর্না ছাড়াও প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। সোমবার, দার্জিলিঙের গোর্খারঙ্গ মঞ্চে দলের একটি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মোর্চার সহকারি সম্পাদক বিনয় তামাঙ্গ জানান, দিল্লির নয়দিনের ধর্না কর্মসূচি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। গোর্খাল্যান্ডের দাবির কথা বিজেপি’র লোকসভা ভোটের ইস্তাহারে ছিল। আমাদের তা নিয়ে আশ্বাসও দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভোটের প্রচারে শিলিগুড়িতে এসে গোর্খাদের এই স্বপ্ন, তাঁর স্বপ্ন বলেও উল্লেখ করেছিলেন। এখন আমরা ওই স্বপ্নকে যাতে বাস্তবায়িত করা হয়, তা দেখতে চাই। বিনয় তামাঙ্গ জানান, দিল্লিতে এখন বাজেট অধিবেশন চলছে। তাই ধর্নার সঙ্গেই দলের প্রতিনিধিরা বিজেপির কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন।

ফব-এ নতুন পদে মহানন্দ

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ফরওয়ার্ড ব্লকের শিলিগুড়ি লোকাল কমিটির নতুন সভাপতি হিসাবে মহানন্দ মণ্ডলের নাম ঘোষণা করা হল। সোমবার শিলিগুড়িতে দলের দার্জিলিং জেলা সম্পাদক অনিরুদ্ধ বসু মহানন্দবাবুকে পাশে বসিয়ে ওই ঘোষণা করেছেন। গত বছরের রামঘাটের বৈদ্যুতিক চুল্লির শিলান্যাস অনুষ্ঠানে মহানন্দবাবুকে চড় মারার অভিযোগ ওঠে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে। রামঘাট আন্দোলনে জড়িয়ে দুই দফায় গ্রেফতার হন মহানন্দবাবু। ১১ ফেব্রুয়ারি অনুগামীদের নিয়ে তিনি ফরওয়ার্ড ব্লকে যোগ দেন। সম্প্রতি মহানন্দবাবুর সঙ্গে দুই দফায় দেখা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তাঁকে তৃণমূল দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। যদিও মহানন্দবাবু জানিয়েছেন, তৃণমূলে যাওয়ার প্রশ্নই নেই।

স্থায়ী দফতর মালবাজারে

নিজস্ব সংবাদদাতা • মালবাজার

মহকুমা গঠনের ১৪ বছর পর স্থায়ী মহকুমাশাসকের দফতর পেল মালবাজার। সোমবার থেকে মালবাজার মহকুমাশাসকের দফতর ভাড়ার ভবন থেকে স্থায়ী দফতরে স্থানান্তরিত হয়েছে। মালবাজার শহরের বাসস্ট্যান্ড লাগোয়া জেলা পরিষদের ভবনে মহকুমাশাসকের দফতর ছিল। এখন মালবাজার পুর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ত দফতরের নাগরাকাটা ডিভিশনের দফতরটিই মহকুমাশাসকের দফতরে পরিণত হয়েছে। গত বছরের ৩১ অগস্ট পূর্ত দফতরের মালবাজারের নাগরাকাটা বিভাগটি তুলে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ পরিকল্পনা এবং নির্মাণ বিভাগটি স্থাপন করা হয়। মালবাজারে পূর্ত দফতরের প্রায় চার একরের জমি এবং দফতর ফাঁকা হয়ে যায়। সেখানেই মহকুমাশাসকদের দফতর স্থাপনের জন্যে প্রশাসনিক তত্‌পরতা শুরু হয়।

এ বার গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

দলের ধূপগুড়ি ব্লক সভাপতিকে অপসারণের ঘটনাকে ঘিরে প্রকাশ্যে এল জলপাইগুড়ি জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অপসারিত ব্লক সভাপতি সতীশ সরকার সোমবার দলের জেলা সভাপতি দীপেন প্রামাণিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। রবিবার দলের জেলা কমিটির পক্ষে নিজস্ব গোষ্ঠী তৈরি করে কাজ করার অভিযোগে সতীশবাবুকে অপসারণের কথা জানানো হয়। এ দিন অপসারিত ব্লক সভাপতি পাল্টা অভিযোগ করেন, দলের জেলা সভাপতি নিজে দুর্নীতিগ্রস্ত। জেলা বিজেপি সভাপতি দীপেন প্রামাণিক ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

বাস দুর্ঘটনায় জখম ৪৫

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

দুই বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কায় বাসের চালক-সহ ৪৫ যাত্রী জখম হয়েছেন। সোমবার বিকেলে মালদহের চাঁচলের মালতিপুর কাশীপাড়ায় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। তার জেরে সন্ধ্যা পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। আহতদের মধ্যে ১০ জন মহিলা ও আট শিশু রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

চাঁচলে বাস দুর্ঘটনায় আহত ৪৫ জন।

মালতিপুর হাসপাতালে প্রাথমিক চিকিত্‌সার পর যাত্রীদের ছেড়ে দেওয়া হলেও বাসের এক চালকের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘন্টা দুয়েক বাদে সন্ধেয় জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শুরু হচ্ছে গ্রেটার কোচবিহার মামলা

নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

আগামী ৯ মার্চ ফের গ্রেটার কোচবিহার মামলার শুনানি শুরু হচ্ছে কোচবিহার জেলা আদালতে। ওই শুনানি পর্ব চলবে ১১ মার্চ পর্যন্ত। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর পৃথক রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে। কোচবিহার দুই আন্দোলনকারী সহ পাঁচজন পুলিশ কর্মী মারা যান। তাঁদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। পুলিশ খুনের অভিযোগে দুটি মামলায় বংশীবদন বর্মন-সহ মোট অভিযুক্তের সংখ্যা ৪৩ জন।

স্কুলের গোলমালে বাস ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দু’টি সরকারি বাস ভাঙচুর করার অভিযোগ উঠল শিলিগুড়ির দুই স্কুল ছাত্রের বিরুদ্ধে। সোমবার মেডিক্যাল মোড়ে ঘটনাটি ঘটেছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে পুলিশ এবং প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। দুই স্কুলের ছাত্ররা দু’টি বাসে পরীক্ষা দিয়ে ফিরছিল। বাস দু’টি রাস্তায় পাশাাপশি এক জায়গায় দাঁড়ালে দুই স্কুলের পড়ুয়াদের মধ্যে গোলমাল বাধে। একে অপরের দিকে ঢিল ছুড়তে শুরু করে। তাতে উভয় বাসের জানলার কাচ ভেঙেছে। বাসের চালক জখম হয়েছেন।

যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • মালদহ

আমবাগান থেকে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল। সোমবার রাত দশটা নাগাদ কালিয়াচকের জালালপুরে একটি আমবাগানের মধ্যে সাহিদ আখতার(২৮) নামে ওই যুবকের দেহ মেলে। তাঁর বাড়ি কোথায় তা এখনও জানতে পারেনি পুলিশ। কী কারণে তাকে খুন করা হয়েছে তাও স্পষ্ট নয়। আমের মরসুমে এখন অনেক রাত পর্যন্ত বাগানে লোকজন থাকেন। তাঁরাই দেহটি দেখে পুলিশে খবর দেন।

চ্যাম্পিয়ন বস্কো নাইটস

ডন বস্কো স্কুল ময়দানে চলছে খেলা।— নিজস্ব চিত্র।

ডন বস্কো প্রাক্তনী আয়োজিত বাইসেন্টেনারি রি-ইউনিয়ন কাপে চ্যাম্পিয়ন হল বস্কো নাইটস। রবিবার ডন বস্কো স্কুল ময়দানে ফাইনালে তাঁরা টিম এসআরটিকে চার উইকেটে পরাজিত করেন। লিগ কাম নক আউট ভিত্তিতে এই প্রতিযোগিতায় অংশ নেয় ১২টি দল। প্রতিটি ম্যাচ ছিল ১০ ওভারের। দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করে খেলানো হয়। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলকে নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান পায় টিম মহাবীর। প্রতিযোগিতার সূচনা করেন ডন বস্কো স্কুলের শিলিগুড়ির অধ্যক্ষ ভি ডি জোশ। এই প্রতিযোগিতা থেকে অর্জিত অর্থ দুঃস্থ বাচ্চাদের সেবায় ব্যয় হবে বলে প্রাক্তনীরা জানান।

জাতীয় স্তরে শিলিগুড়ির ৮

ঊনচল্লিশতম মাস্টার্স জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০১৪-১৫ যোগ দিতে শিলিগুড়ি থেকে যোগ দিতে গেলেন আট খেলোয়াড়। ১ থেকে ৭ মার্চ হিমাচল প্রদেশের ধর্মশালায় এই প্রতিযোগিতা হবে। শিলিগুড়ি থেকে অংশ নেওয়া খেলোয়াড়েরা হলেন, সমীর কুমার দাস, বিপ্লব দাস, সাধন মণ্ডল, রঞ্জিত ঘোষ, অশ্বিনী অগ্রবাল, সুভাষ মৈত্র, তরুণ মিত্র এবং প্রসেনজিৎ সাহা।

সচেতনতা বাড়াতে ক্রেতা সুরক্ষা এবং উপভোক্ত বিষয়ক দফতর প্রচারের ব্যবস্থা করেছে।

অথচ প্রচার শিকেয় তুলে গাড়ি দাঁড় করিয়ে দিবানিদ্রায় মগ্ন দায়িত্বে থাকা কর্মী।

দফতরের উত্তরবঙ্গ আঞ্চলিক শাখার আধিকারিক গোপাল রায় জানান, বিষয়টি দেখা হচ্ছে।—নিজস্ব চিত্র।

বীরপাড়ার সিঙ্ঘানিয়া চা বাগান বন্ধ হয়েছে রবিবার।

শ্রমিকেরা সোমবার কাজে এসে বাগান বন্ধ দেখে ফিরে যাচ্ছেন। ছবি: রাজকুমার মোদক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story tukro khobor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE