Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

সোমবার বিকেলে ফের ভূমিকম্পের জেরে কাঁপল দক্ষিণ দিনাজপুর। সন্ধে ৬টা ৮মিনিট নাগাদ দু’বার ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে বালুরঘাট। ঘরবাড়ি ছেড়ে আতঙ্কে শহরবাসীর একাংশ রাস্তায় নেমে পড়েন। সকলের চোখেমুখে আতঙ্ক। শহরের চকভবানী এলাকার সরকারি কর্মী অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘‘শনিবার ও রবিবারের পর এ দিনের কম্পন বেশি ক্ষণ ধরে না হলেও বাড়ির শিশুরা খুব ভয়ে রয়েছে।’’

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৫ ০২:০৪
Share: Save:

ফের কাঁপল বালুরঘাটও

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

সোমবার বিকেলে ফের ভূমিকম্পের জেরে কাঁপল দক্ষিণ দিনাজপুর। সন্ধে ৬টা ৮মিনিট নাগাদ দু’বার ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে বালুরঘাট। ঘরবাড়ি ছেড়ে আতঙ্কে শহরবাসীর একাংশ রাস্তায় নেমে পড়েন। সকলের চোখেমুখে আতঙ্ক। শহরের চকভবানী এলাকার সরকারি কর্মী অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘‘শনিবার ও রবিবারের পর এ দিনের কম্পন বেশি ক্ষণ ধরে না হলেও বাড়ির শিশুরা খুব ভয়ে রয়েছে।’’ বালুরঘাট শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা এ দিন বিপর্যয় মুক্তির জন্য প্রার্থনায় বসে। ভূমিকম্পে নিহত মানুষের প্রতি মোমবাতি জ্বালিয়ে শোকপালন করে পড়ুয়ারা। এ দিন আনন্দবাগান পাড়ার বধূ মিলি সরকার বলেন, ‘‘সন্ধেবাতি দিতে তুলসীতলায় যেতেই ঘরবাড়ি দুলে ওঠে। প্রদীপ নামিয়ে বাচ্চাকে কোলে নিয়ে একছুটে রাস্তায় চলে আসি।’’ চার দিকে শঙ্খধ্বনি ও পাখির ছোটাছুটিকে ছাপিয়ে সন্ধের পর থেকেই বাসিন্দাদের মনে ভূমিকম্পের আতঙ্ক ক্রমশ চেপে বসেছে। শহরের কংগ্রেসপাড়ার বাসিন্দা উদয়শঙ্কর দাস একটি বেসরকারি গ্রন্থাগার চালান। তাঁর কথায়, ‘‘ওই সময় লাইব্রেরিতে ছিলাম। পাঠক ছিলেন দু’জন। হঠাৎই বার দুয়েকের ঝাঁকুনিতে চার দিক দুলে উঠতেই সকলে ঘর ছেড়ে বেরিয়ে পড়ি। বাড়ি ফিরে যাওয়ার জন্য ঘনঘন ফোন আসতে থাকে।’’ পর পর ভূমিকম্পের জেরে একটানা বাড়ি ছেড়ে বাইরে কাটাতেও কেউ সাহস করছেন না। কখন ফের কম্পন শুরু হয়। কম্পনের মাত্রা ও স্থায়িত্ব যদি বেড়ে যায়। মুখে মুখে এই প্রচার শহর থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে। এ দিন দুপুরে আকাশ কালো করে ঘণ্টা খানেক মাঝারি ধরনের বৃষ্টি হয়।

পাশে দার্জিলিং পাহাড়

নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং

নেপালে ভূমিকম্পে দুর্গতদের সাহায্য করতে উদ্যোগী হল দার্জিলিঙের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আগামী বুধবার তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দুর্গত বাসিন্দাদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ করতে চান। দার্জিলিং জেলা প্রশাসনের তরফে আজ, মঙ্গলবার পানিটাঙ্কি থেকে নেপালের কাঠমাণ্ডুতে গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নেপালে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আটকে পড়া দার্জিলিং জেলার মানুষদের ফিরিয়ে আনতে দার্জিলিং জেলা প্রশাসনের তরফে গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। যে বাসিন্দাদের আত্মীয় পরিজনেরা নেপালে রয়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে বাসিন্দাদের দাজির্লিং জেলা ত্রাণ দফতর বা শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরে যোগাযোগ করতে বলা হয়েছে। সংস্থার এখানকার দায়িত্বে থাকা ডিরেক্টর অঞ্জু গ্যালে বলেন, ‘‘দুর্গতদের সাহায্য করতে শুকনো খাবার, ত্রিপল, মোমবাতি, টর্চ, খাবার জল এ সব দেওয়ার জন্য বাসিন্দাদের আহ্বান করা হচ্ছে। হেডেন হল এবং গ্লেনারি বেকারিতে সে সব ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে শিবির করা হচ্ছে। কেউ আর্থিক সাহায্য করতে চাইলে তার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছে।’’

বাড়ির উঠোন থেকে সরানো হল সেই ট্রেন

রেল লাইনের ব্যারিকেড ভেঙে আচমকাই বাড়ির উঠোনের কাছে চলে এসেছিল ট্রেনের ইঞ্জিন। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় আলিপুরদুয়ার পল্লিমঙ্গল এলাকায়। ঘটনায় কোনও জখম হওয়ার খবর নেই। সোমবার ঘটনাস্থল থেকে ট্রেনটিকে সরানো হয় রেল দফতর সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জংশন স্টেশনে একটি ফাঁকা প্যাসেঞ্জার ট্রেনকে ইয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য চলছিল শান্টিংয়ের কাজ। সেই সময়ে লাইনের শেষে থাকা ব্যারিকেড ভেঙে ট্রেনের ইঞ্জিনটি চলে যায় সামনে থাকা একটি বাড়ির উঠোনে। অভিযোগ, ঘটনার প্রায় ঘণ্টা দেড়েক পরে এলাকায় পৌঁছন রেলের আধিকারিকেরা। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম বোনিফেস লাকড়া বলেন, “ঘটনা কী ঘটেছিল তা দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ট্রেনের চালক গোপাল কুজুরকে সাসপেন্ড করা হয়েছে। সঙ্গে থাকা পয়েন্টসম্যানকে কারণ দর্শাতে বলা হবে। সোমবার বেলার দিকে ট্রেনটিকে লাইনে তুলে নিয়ে আসা হয়।”

ভূমিকম্পে ছাত্রাবাসে ফাটল, অতিথি নিবাসে আবাসিকরা

ভূমিকম্পে ছাত্রাবাস ভবনে ফাটল তৈরি হওয়ায় আবাসিকদের অতিথি নিবাসে রাখার বন্দোবস্ত করল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভূমিকম্পের জেরে মেঘনাদ সাহা ছাত্রাবাসের ছাদ ও দেওয়ালের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে ফাটল ধরেছে। ঘটনার জেরে ওই ছাত্রাবাসের এমএসসি বিভাগের ছাত্র ও পিইচডি-র আবাসিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ফের ভূমিকম্প হলে বড় বিপদের আশঙ্কা এড়াতে অনেকেই বিকল্প জায়গায় থাকার ব্যবস্থা করার দাবি জানান। পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় ওই বিশ্ববিদ্যালয় চত্বরে তৈরি অতিথি নিবাসের ঘরে ওই আবাসিকদের থাকার বিকল্প বন্দোবস্ত করা হয়। সোমবার আবাসিকরা সেখানে ওঠেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার বিভাগের ডিন অমৃত তামাং বলেন, “আমরা ঝুঁকি নিতে চাই না।”

পথ অবরোধ

ঝড়ে মালদহ জেলার হবিবপুরে ছাষবাসে ব্যাপক ক্ষতি হয়েছিল। ক্ষতিপূরণের দাবিতে সোমবার সকাল ৯টা থেকে হবিবপুরের বুলবুলচন্ডীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল ক্ষতিগ্রস্থ চাষিরা। এদিন ঘন্টা দুয়েক ধরে চলে অবরোধ। ফলে মালদহ-নালাগোলা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানযটের সৃষ্টি হয়। নিত্য যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা গিয়ে আশ্বাস দেওয়ায় অবরোধ উঠে যায়।

রাস্তা তৈরি শুরু

রাজ আমলের ইতিহাস বিজড়িত দু’টি পাকা রাস্তা তৈরির কাজের সূচনা হল কোচবিহারের নাটাবাড়িতে। সোমবার রাজ্যের পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ রাস্তা দু’টির কাজের সূচনা করেন। পূর্ত দফতর রাস্তা দু’টি তৈরি করছে। দফতর সূত্রে জানা গিয়েছে, নাটাবাড়ি চৌপথী এলাকা থেকে মল্লিখোলা পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা তৈরিতে ১ কোটি ১১ লক্ষ টাকা ও পানিশালা বটতলা থেকে কালজানি ঘাটপাড় পর্যন্ত প্রায় ১ কিমি রাস্তা তৈরিতে ৩৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।

বদলিতে ক্ষোভ

বিকল্প ছাড়াই কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির এক ইংরেজি শিক্ষিকাকে বদলির নির্দেশ দেওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ২৪ এপ্রিল ইমেলে শিক্ষা দফতর থেকে ওই শিক্ষিকাকে ইন্দিরা দেবী গার্লস হাইস্কুলে বদলির নির্দেশ দেওয়া হয়। সোমবার ওই শিক্ষিকা নতুন স্কুলে কাজে যোগ দেন। ঘটনাটি জানাজানি হতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ একদল অভিভাবক স্কুলে গিয়ে ক্ষোভের কথা জানান। সুনীতি অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মণিদীপা নন্দী বিশ্বাস বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই শিক্ষিকা নতুন স্কুলে যোগ দিয়েছেন।” ওই ইস্যুতে ক্ষুব্ধ বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক নিখিলরঞ্জন দে বলেন, “পরিবর্তন ছাড়া বদলির প্রতিবাদে আন্দোলন হবে।”

নির্বাচন দাবি

এক মাস আগে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি পদত্যাগ করেছেন। তারপর এক মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করার কথা। কিন্তু হলদিবাড়িতে পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচন নিয়ে সময় চাচ্ছে বামেরা। তৃণমূল কংগ্রেসের তাতে আপত্তি রয়েছে। তাদের বক্তব্য মহিলাদের জন্য সংরক্ষিত এই পদে একমাসের বেশি কোনও পুরুষ সদস্য কাজ চালাতে পারে না। এই নিয়ে ক্ষোভ। বামেরা সময় চেয়ে আবেদন করেছেন। তৃণমূল আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে। মেখলিগঞ্জের মহকুমাশাসক রঞ্জন ঝা বলেন, “দু’টি চিঠিই জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে। নির্দেশ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনা, পুড়ল গাড়ি

পিকআপ ভ্যানের ধাক্কায় সোমবার সকালে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের জখম হওয়ায় উত্তেজনা ছড়াল রায়গঞ্জ থানার বোগ্রাম এলাকার রায়গঞ্জ-বালুরঘাট ১০(এ) নম্বর রাজ্য সড়কে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ফেলে চালক ও খালাসি পালিয়ে যায়। উত্তেজিত জনতা পিক আপভ্যানটিতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটির একাংশ পুড়ে যায়। পুলিশ গিয়ে বাসিন্দাদের সহযোগিতায় আগুন নেভায়। পুলিশ জানিয়েছে, জখম ওই কিশোরের নাম কিরণ দেবনাথ।

গণধর্ষণ, ধৃত ২

চা বাগানের আদিবাসী যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁর প্রতিবেশী এক যুবক ও তার বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি থানার আইভিল এবং নাগেশ্বরী চা বাগানের সীমানায়। পুলিশ দুই যুবককেই গ্রেফতার করেছে। গ্রেফতার দুই যুবকের নাম বিকাশ মাঝি ও প্রীতম রবিদাস। গত ১৩ এপ্রিল ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE