Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ভরসন্ধ্যায় এক মহিলার সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠল দুই মোটরবাইক আরোহীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শালুগাড়ায়। ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে ভক্তিনগর থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ০১:৫৮
Share: Save:

মোটরবাইক থেকে হার ছিনতাই

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ভরসন্ধ্যায় এক মহিলার সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠল দুই মোটরবাইক আরোহীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শালুগাড়ায়। ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে ভক্তিনগর থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। শিলিগুড়ি পুলিশের ডিসি ওজি পাল বলেন, “অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা। এ দিন সন্ধ্যায় শিলিগুড়ি থেকে বাজার করে ফিরছিলেন শালুগাড়ার বাসিন্দা এক মহিলা ও তাঁর স্বামী। অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে তাঁরা যখন রাস্তা পার হচ্ছিলেন, তখন সেবকের দিক থেকে আসা একটি কালো বাইকে চড়ে দু’জন এসে দ্রুত গতিতে গলা থেকে সোনার হার ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, হারটি তিন ভরি ওজনের ছিল বলে দাবি করা হয়েছে। শালুগাড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক কাশী লামা অভিযোগ করেন, “এলাকায় নেশাগ্রস্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চুরি ও ছিনতাই। পুলিশ অবিলম্বে ব্যবস্থা না নিলে আন্দোলন করব।”

অভিযুক্তকে না ধরায় ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া

নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কর্মীকে শুক্রবার পর্যন্ত গ্রেফতার করতে পারল না পুলিশ। গত ২৭ জুলাই অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ধামা চাপা দিতে স্থানীয় এক তৃণমূল নেতা উদ্যোগী হয় বলে বাসিন্দাদের একাংশের অভিযোগ। নাবালিকার পরিবারের অভিযোগও থানায় প্রথমে নিতে চাওয়া হয়নি বলে দাবি। এর জেরেই বীরপাড়া থানার ওসিকে বদলি করে দেওয়া হয় বলে প্রশাসনের একাংশের দাবি। শুক্রবার পুলিশ অভিযুক্তের খোঁজে বেশ কয়েকটি এলাকায় হানা দেয়। অভিযুক্তের বাবা-মাকেও জেরা করা হয়। যদিও, ওই যুবক দলের কর্মী নন বলে দাবি এলাকার তৃণমূল নেতা প্রশান্ত নাহার। স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে তাঁরা তদন্ত করছেন বলে জানিয়েছেন।

চন্দন কাঠ পাচার, ধৃত

নিজস্ব সংবাদদাতা • মাদারিহাট

দুই কোটি পঁচিশ লক্ষ টাকা মূল্যের চন্দন কাঠ সহ একজনকে গ্রেফতার করল মাদারিহাট থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শিশুবাড়ি গ্রামের একটি বাড়িতে মজুত করে রাখা দুই কুইন্টাল দুশ কিলোগ্রাম ওজনের কাঠ উদ্ধার করে পুলিশ। সেগুলিকে চন্দন কাঠ বলে সন্দেহ করা হয়। রাতেই বন দফতরের অফিসাররা এসে পরীক্ষা করে সেগুলিকে চন্দন কাঠ বলে চিহ্নিত করেন। পুলিশের দাবি, মাদারিহাট হয়ে ওই কাঠগুলি ভুটানে পাচার করার উদ্দেশ্য ছিল। দক্ষিণ ভারত থেকে চন্দন কাঠ এনে ভুটান হয়ে কয়েকটি দেশে পাচার করার ছক হয়েছিল বলে জানানো হয়েছে।

স্বামী অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা

গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামী, শাশুড়ি সহ মোট তিন জনের নামে থানায় অভিযোগ দায়ের করল মৃতার বাবা। গত মঙ্গলবার ফালাকাটা থানা এলাকার ভুটনিরঘাটে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহত ওই গৃহবধূর নাম জয়ন্তী শিকদার (৩০)। দশ বছর আগে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হয়। গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে গত বৃহস্পতিবার রাতে বধূর বাবা বক্সিরহাটের ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।

কিশোরী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

মোবাইলে মিসড কলের সূত্র ধরে ১৬ বছরের কিশোরীর সঙ্গে আলাপ হয়েছিল ২৫ বছর বয়সী যুবকের। ফোনেই ঘনিষ্ঠতা আরও বাড়ে। বালুরঘাট থেকে যুবকটি ফোনে মেয়েটিকে শিলিগুড়ির তিনবাতি মোড়ে গিয়ে দেখা করার প্রস্তাব দেন। সেই মতো শুক্রবার সকালে সেখানে পৌঁছে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল ওই কিশোরী। এলাকার লোকজনের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। কিশোরীটি অসংলগ্ন কথা বলতে পুলিশে খবর দেন বাসিন্দারা। শিলিগুড়ি পুলিশের ডিসি ওজি পাল বলেন, “পরিবারের লোকজনের হাতে ওকে তুলে দেওয়া হবে।”

জিএনএলএফ থেকে মোর্চায়

নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং

জিএনএলএফ-এর কেন্দ্রীয় কমিটির নেত্রী শিরিং দহেল গোর্খা জনমুক্তি মোর্চায় যোগ দিলেন। শুক্রবার সকালে সুকনার বাসিন্দা শিরিং তাঁর অনুগামীদের নিয়ে মোর্চায় যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গের হাত থেকে পতাকা নেন শিরিং। জিএনএলএফের দার্জিলিং শাখার আহ্বায়ক এম জি সুব্বা বলেন, “আমাদের দল যেমন চলছিল চলবে।”

অসমে আলু পাঠাতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি

ভিন রাজ্যে আলু পাঠানোর অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পঠালেন হিমঘর মালিকেরা। শুক্রবার আলিপুরদুয়ারে নর্থবেঙ্গল কোল্ড স্টোরেজ ওর্নাস অ্যাসোসিয়েশনের একটি বৈঠক হয়। তার পরে অসমে আলু পাঠানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি তাঁরা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর হাতে। সংগঠনের আলিপুরদুয়ার শাখার সম্পাদক শিশির দাস জানান, গত ২৮ জুলাই রাজ্য সরকার একটি নির্দেশ জারি করে। তাতে জানানো হয়, খুচরো বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না। এত সমস্যায় পড়েছেন হিমঘর মালিকরা। নভেম্বরে খেত থেকে নতুন আলু তোলা শুরু হবে। সেই সময় উত্তরপ্রদেশ ও পঞ্জাব থেকেও আলু ঢুকবে রাজ্যে। বর্তমানে উত্তরবঙ্গের হিমঘরগুলিতে ৪৯ লক্ষ কুইন্টাল আলু মজুত রয়েছে। উত্তরবঙ্গে অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে ১২ লক্ষ কুইন্টাল আলুর চাহিদা রয়েছে। আলু বাইরে পাঠানোর নির্দেশ না দিলে স্থানীয় বাজারে আলুর চাহিদা মেটানোর পর বাকি আলু নিয়ে কী হবে, কেউ বুঝতে পারছেন না।

মাছের চারা বিলিতে দলবাজির অভিযোগ

মাছের চারা বিলিতে দলবাজির অভিযোগ তুলল তৃণমূল এবং এসইউসি। শুক্রবার হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি থেকে ১৫ জনকে মাছের চারা দেওয়া হয়। প্রত্যেককে ৭ কেজি পোনা, ৪০ কেজি মাছের খাদ্য, ২৫ কেজি চুন ও একটি হাঁড়ি দেওয়া হয়। গত সপ্তাহে একই ভাবে ৩৩ জনকে ১০ কেজি পোনা এবং ২৫ কেজি চুন দেওয়া হয়েছিল। এসইউসির হলদিবাড়ি ব্লকের সম্পাদক রহুল আমিন জানান, বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিবিগঞ্জ ও বটেরডাঙায় ১৫০ জন মৎস্যজীবী পরিবার থাকেন। তাঁদের পোনা দেওয়া হয়নি। তৃণমূলের হলদিবাড়ি ব্লক সভাপতি গোপাল রায় বলেন, “মাছের চারা বিলি নিয়ে দলবাজি করা হচ্ছে।” বাম পরিচালিত হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সাহিনুর সরকার বলেন, “নানা এলাকায় যাঁরা পুকুর খুঁড়েছিলেন তাঁদের তালিকা পঞ্চায়েত সমিতির ১৫ সদস্যের থেকে নেওয়া হয়। সেই তালিকা অনুসারে মাছের চারা বিলি করা হয়েছে। কোনও রকম দলবাজি হয়নি।”

বিতর্কিত জমি খুঁড়ে পরিখা চা বাগিচায়

এলেনবাড়ি চা বাগানের বিতর্কিত ১৫০ বিঘা জমিতে সীমানা পরিখা কাটলেন বাগান কর্তৃপক্ষ। শুক্রবার মালবাজার পুলিশের উপস্থিতিতে এই জমিতে পে-লোডার দিয়ে সীমানা নির্ধারণ করেন বাগান কর্তৃপক্ষ। বাগানের ৩০টিরও বেশি পরিবার ওই জমিতে চাষ করে সংসার চালান। তাই দীর্ঘদিন ধরেই ওই জমিতে চা বাগান না থাকায় জমির মালিকানা শ্রমিকেরা দাবিও করে আসছিলেন। প্রশাসনিক স্তরে জানিয়ে সমস্যা না মেটায় তাঁরা মে মাসে মুখ্যমন্ত্রী মংপং বনবাংলোয় থাকার সময়ে সেখানে গিয়ে স্মারকলিপি দেন। কিন্তু ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে জমিটি বাগানের নামেই নথিভুক্ত থাকায় শ্রমিকেরা বিপাকে পড়েন। এ দিন বাগান কর্তৃপক্ষ নির্বিঘ্নেই সীমানা পরিখা কেটে নিলেও শ্রমিক অসন্তোষ মেটেনি। ইউনাইটেড টি ওয়ার্কার্স প্ল্যানটেশনের আহ্বায়ক অনুরাধা তলোয়ার বলেন, “শ্রমিকেরা এই জমিতে ৯০ বছর ধরে চাষ করছিলেন। এ ভাবে বাগান কর্তৃপক্ষ জমি নিয়ে নিতে পারেন না।” এ দিকে বাগান কর্তৃপক্ষের তরফে ওই ১৫০ বিঘায় নতুন করে চা গাছ লাগানো হবে বলে জানানো হয়েছে।

বৈঠকে বিজেপি

শিলিগুড়িতে পুরসভা ও মহকুমা পরিষদের ভোটে আসন সমঝোতা নিয়ে উত্তরবঙ্গের এনডিএ শরিকদের সঙ্গে আলোচনা শুরু করল বিজেপি। শুক্রবার দুপুরে শিলিগুড়িতে ওই বৈঠকে ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। পুরসভায় অন্তত ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। তবে কোথায়, কোন দলের কতটা সংগঠন রয়েছে তার উপরেই সব চূড়ান্ত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতৃত্ব।

ঝুলন্ত দেহ উদ্ধার

নিখোঁজ ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার কুমারগ্রামের পাখরিগুড়ি গ্রাম থেকে। মৃত যুবকের নাম গণেশ দাস (২৮)। গ্রামের একটি বাঁশঝোপে মৃতদেহটি দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশে খবর দেন। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

স্কুলভিত্তিক দাবা

দার্জিলিং জেলা দাবা সংস্থার আয়োজনে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা শুরু হল শুক্রবার। পানিট্যাঙ্কির রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্ঘের হলে প্রতিযোগিতা চলবে ৩ অগস্ট পর্যন্ত। বিজয়ীরা জেলা দলে এবং রাজ্য স্তরে খেলারা সুযোগ পাবে বলে জানান সংস্থার সম্পাদক নান্টু পাল।

মাছের খোঁজে। বালুরঘাটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE