Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

প্রতিমা বিসর্জনের জন্য আগামী ৪ এবং ৬ অক্টোবর নির্দিষ্ট করল শিলিগুড়ি পুলিশ। সোমবার শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ দিন শিলিগুড়িতে একটি বেসরকারি ভবনে পুজোর দিনগুলিতে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বৈঠক হয়। পুজোর চার দিন প্রতিমা দর্শনে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য অতিরিক্ত বাহিনী থাকছে।

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩১
Share: Save:

বিসর্জন ৪ ও ৬ই অক্টোবর

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

প্রতিমা বিসর্জনের জন্য আগামী ৪ এবং ৬ অক্টোবর নির্দিষ্ট করল শিলিগুড়ি পুলিশ। সোমবার শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ দিন শিলিগুড়িতে একটি বেসরকারি ভবনে পুজোর দিনগুলিতে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বৈঠক হয়। পুজোর চার দিন প্রতিমা দর্শনে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য অতিরিক্ত বাহিনী থাকছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায় আজ মঙ্গলবার থেকে পুলিশ সহায়তা কেন্দ্র চালু হচ্ছে। থাকবে ‘কুইক রিঅ্যাকশন টিম’-ও। কমিশনার বলেন, “পুজোর চারদিন শহরের প্রধান রাস্তা হিলকার্ট রোড নির্ধারিত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে যানজট নিয়ন্ত্রণের জন্য। দার্জিলিং মোড় থেকে হাসমিচক পর্যন্ত বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে চারদিন।” ওই চারদিন বিকেলের পরে কোর্ট মোড় ও তেনজিং নোরগে বাস টার্মিনাসের সমস্ত বাস দার্জিলিং মোড় থেকে ছাড়া হবে।

কালিয়াগঞ্জে ডাকাতিতে ধৃত

নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

গত শনিবার গভীর রাতে কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকার একটি অলঙ্কারের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে রবিবার বিকালে মালদহের কালিয়াচক থানার পাথরপুর এলাকা থেকে আতাউর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি ওই এলাকাতেই। সোমবার ধৃতকে রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দোকানের সাটার ভেঙে ভিতরে ঢুকে দুই কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে লক্ষাধিক টাকার সামগ্রী লুঠ করে পালায় দুষ্কৃতীরা।

বেতন না পেয়ে পথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

চলতি মাসের বেতন ও পুজোর বোনাসের টাকা না পেয়ে শতাধিক আইসিডিএস কর্মী ব্যাঙ্ক এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। সোমবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের থানাপাড়া এলাকার ঘটনা। ট্রেজারি থেকে কুশমন্ডির ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ব্লকের সমস্ত অঙ্গনওয়ারি কর্মীর জন্য সেপ্টেম্বর মাসের বেতন বাবদ মাথাপিছু ৪,৪১৩ টাকা এবং বোনাসের ৩,০০০টাকা পাঠানো হলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কর্মীদের পরে আসতে বলেছেন বলে অভিযোগ। ব্যাঙ্কের শাখা ম্যানেজার রাজশ্রী অধিকারী অবশ্য অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।

জঙ্গি হানা রুখতে কড়া নিরাপত্তা কোচবিহারে

নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

জঙ্গি দৌরাত্ম্য এড়াতে কোচবিহারে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সোমবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। জেলা পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “পুজোয় জেলা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। জেলায় মোট ২৬টি পুলিশ সহায়তা কেন্দ্র হচ্ছে। শিশুদের নাম ঠিকানা লিখে পুজোয় বেরনোর জন্য ‘চিলড্রেন কার্ড’ করা হয়েছে। বিএসএফের সঙ্গে সীমান্ত এলাকায় যৌথ নজরদারি শুরু হয়েছে। সম্প্রতি জঙ্গিদের সঙ্গে যোগসাজস রয়েছে, এমন দু’জনকে ধরা হয়েছে।” পুলিশ জানায়, জেলায় তিন শতাধিক মহিলা পুলিশকর্মী সাদা পোশাকে বিভিন্ন মণ্ডপে নজরদারি চালাবেন। রাখা হচ্ছে মোটরবাইক মোবাইল টিম, অ্যান্টি ক্রাইম স্কোয়াডের পুলিশ কর্মীদেরও।

এ বারও বিসর্জনে ঘাট সহায়ক থাকবে রায়গঞ্জে

নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

বিসর্জন পর্ব নির্বিঘ্ন করতে এ বছরেও ঘাট সহায়ক থাকছে রায়গঞ্জে। দশমীতে রায়গঞ্জের খরমুজাঘাট ও কুলিক নদী ঘাটে ঘাট সহায়ক নিয়োগের সিদ্ধান্ত বহাল রেখেছে রায়গঞ্জ পুরসভা।২০০৩ সাল থেকে শহরের দুটি নদী ঘাটে ঘাট সহায়ক নিয়োগ করা হচ্ছে। পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত বলেন, “বিসর্জন চলাকালীন দুর্ঘটনা রুখতেই ঘাট সহায়ক রাখার সিদ্ধান্ত।” এ বছর রায়গঞ্জ পুর এলাকায় পারিবারিক ও সর্বজনীন মিলিয়ে ১৪৫টি দুর্গাপুজো হচ্ছে। দশমীর দুপুর থেকে গভীর রাত পর্যন্ত খরমুজাঘাট ও কুলিক নদীর ঘাটে সমস্ত প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পুরসভা সূত্রের খবর, এ বছর দশমীতে শহরের দুই নদীঘাটে ৩৫ জন করে ৭০ জন ঘাট সহায়ক নিয়োগ করা হচ্ছে। বেলা ১টা থেকে বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত থাকবেন তাঁরা। পুরসভার তরফে ঘাট তাঁ দের পাঁচশো টাকা করে মজুরি, পোশাক ও খাবারের ব্যবস্থা হয়েছে। নদীঘাটের একশো মিটার আগেই পুজো উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিমা নিয়ে সাতপাক ঘুরিয়ে নদীতে বিসর্জন দেবেন তাঁরা।

শোকের আবহে পুজোর আনন্দ ম্লান চাঁচলে

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

একজন ছিলেন পুজো কমিটির উদ্যোক্তা, আইএনটিইউসির ব্লক সভাপতি ও নাগরিক মঞ্চের আহ্বায়ক, অন্যজন চাঁচল ব্যবসায়ী সমিতির সম্পাদকের স্ত্রী। আচমকা দু’জনের মৃত্যুতে চাঁচলের পুজোর আনন্দ এবার ম্লান। দু’ সপ্তাহ আগে মোটরবাইক থেকে পড়ে গিয়ে জখম হয়েছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপঙ্কর রামের স্ত্রী অনুরাধা রাম(৩৫)। মহালয়ার আগের দিন তাঁর মৃত্যু হয়। অনুরাধাদেবীর শ্বশুরবাড়ির গা ঘেঁষেই চাঁচল বারোয়ারি পুজোর মণ্ডপ। এবার উদ্যোক্তারা সিদ্ধান্ত নিয়েছেন মণ্ডপে মাইক বাজবে না। খাওয়াদাওয়াও বাতিল হয়েছে। চাঁচল দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গোৎসব এ বার বড় বাজেটে করার পরিকল্পনা নেন উদ্যোক্তারা। মূল উদ্যোক্তা ছিলেন কংগ্রেস নেতা দেবব্রত ভোজ ওরফে বাপি (৪৩)। শনিবার রাতে হৃদরোগে মৃত্যু হয় তাঁর। পুজোর মণ্ডপ তৈরির কাজ পুরোপুরি হয়নি এখনও। অসম্পূর্ণ মণ্ডপেই পুজো হবে। জ্বলবে শুধু একটি আলো। কমিটির তরফে অমিতেশ পান্ডে বলেন, “দু’টি পুজোর উদ্যোক্তারা পুজোর ক’টা দিন কালো ব্যাজ পরে থাকবেন। জাতীয় সড়কের দু’পাশে থাকবে কালো পতাকা।” চাঁচলের বিবেকানন্দ স্মৃতি সংসদ ও হাসপাতাল পাড়া নবীনসঙ্ঘের পুজো উদ্যোক্তারাও পুজোয় আড়ম্বর করবেন না বলে জানান।

পার্কিং নিয়ে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

শহরের একাধিক রাস্তায় যত্রতত্র পার্কিং-এর জেরে পুজোর মুখে নাকাল হচ্ছেন ইসলামপুরের বাসিন্দারা। অভিযোগ, মহকুমার আর শহরের বাজার মূল রাস্তা ৩১ নম্বর জাতীয় সড়কের দু’পাশে থাকায় নিয়ম ভেঙে পার্কিং-এ আরও দুর্ভোগ বাড়ে। মহকুমাশাসক ভিভু গোয়েল বলেন, “এলাকার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছি। পুজোর সময় বাসিন্দারা যাতে সমস্যায় না পড়েন, দেখা হবে।”

চাঁদার ‘জুলুম’

নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

চাঁদার জুলুমবাজির অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ট্রাক চালকেরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রুপাহার কালীবাড়ি এলাকায়। এদিন শতাধিক ট্রাক চালক প্রায় দুইঘন্টা ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

নয়া চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

আজ, মঙ্গলবার আলিপুরদুয়ার পুরসভায় তৃণমূলের নতুন চেয়ারম্যান হতে চলেছে। তবে কে চেয়ারম্যান হচ্ছেন তা নিয়েও সোমবার রাত অবধি দলের তরফে কোনও ঘোষণা করা হয়নি। জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, সোমবার রাতে কাউন্সিলর ও জেলা নেতৃত্বের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পোশাক বিলি

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চের উদ্যোগে দুঃস্থ বাসিন্দাদের মধ্যে পুজোয় নতুন পোশাক বিলি করা হল। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে কর্মকর্তাদের তরফে অন্তত ১৫০ বাসিন্দাদের মধ্যে শাড়ি, ধুতি বিলি করা হয়। সংস্থার কর্মকর্তা রতন বণিক, সুনীল সরকাররা জানান, সমাজে পিছিয়ে থাকা বাসিন্দারা যাতে নতুন পোশাক পরে পুজোর আনন্দে সামিল হতে পারেন সে জন্যই এই উদ্যোগ।

ট্যাক্সি ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

সিকিম প্রশাসনের সঙ্গে ট্যাক্সি চালকদের মতানৈক্যের জেরে আজ, মঙ্গলবার সিকিমে ট্যাক্সি ধর্মঘট ডাকা হয়েছে। এতে ষষ্ঠীর দিন পুজোয় সিকিমে যাতায়াতকারী পর্যটকদের ভোগান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রাইভেট নম্বরের গাড়ি নিয়ে গেলে কোনও সমস্যা হবে না বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

চাঁদার ‘জুলুম’, পথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

চাঁদার জুলুমবাজির অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ট্রাক চালকেরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রুপাহার কালীবাড়ি এলাকায়। এদিন শতাধিক ট্রাক চালক প্রায় দুইঘন্টা ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

দুর্ঘটনায় মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর পঁচিশের অজ্ঞাতপরিচয় এক যুবকের। সোমবার ভোরে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE