Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

মহাভারতের যুদ্ধ থেকে ইভটিজিং রোধে সচেতনতা। থিমের বৈচিত্র আর আলোর রোশনাইয়ে কালীপুজো দর্শনে মাতলো দক্ষিণ দিনাজপুর। শুক্রবার বিকেল থেকে বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার খেয়ালী সঙ্ঘের মণ্ডপ থেকে মিলন সঙ্ঘ, সাড়ে তিন নম্বর মোড় থেকে শ্মশানকালীর মণ্ডপে প্রতিমা দেখতে মানুষের ঢল নামে।

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৪ ০১:৪৪
Share: Save:

উৎসব দক্ষিণ দিনাজপুরে

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

মহাভারতের যুদ্ধ থেকে ইভটিজিং রোধে সচেতনতা। থিমের বৈচিত্র আর আলোর রোশনাইয়ে কালীপুজো দর্শনে মাতলো দক্ষিণ দিনাজপুর। শুক্রবার বিকেল থেকে বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার খেয়ালী সঙ্ঘের মণ্ডপ থেকে মিলন সঙ্ঘ, সাড়ে তিন নম্বর মোড় থেকে শ্মশানকালীর মণ্ডপে প্রতিমা দেখতে মানুষের ঢল নামে। নানা ছবির মাধ্যমে ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আবেদ জানিয়েছে খেয়ালী সঙ্ঘ। কালীমূর্তিও ওই থিমেই। সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের মণ্ডপটি তৈরি হয়েছে রথের আদলে। প্লাই ও হোগলাপাতার কারুকার্যের সঙ্গে গোটা এলাকা জুড়ে আলোর তোরণ। পাশেই বালুরঘাট ক্লাবের মণ্ডপ। চত্বরটিকে মহাভারতের যুদ্ধক্ষেত্রের আদলে গড়ে তোলা হয়েছে। ভীষ্মের শরশয্যা থেকে যুদ্ধের নানা দৃশ্য ছবি ও মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাসস্ট্যান্ড এলাকার যুবশ্রী সঙ্ঘ আবার আলোকসজ্জার উপর বেশি জোর দিয়েছে। রঘুনাথপুর এলাকার মিলন সঙ্ঘের মন্ডপে এ বারের চমক কাঁসা-পিতলের বাসন ব্যবহার। কলেজ স্কোয়্যারের পুজোমণ্ডপ বাঁশের কারুকার্যখচিত মন্দিরের আদলে। এ ছাড়া প্রিন্স ক্লাব, রামকৃষ্ণপল্লী, সুভাষ কর্নার, খিদিরপুর, শ্মশানকালীর মতো শহরের বড় পুজো মণ্ডপেও রাত পর্যন্ত ছিল দর্শনার্থীদের ভিড়। বালুরঘাটের সঙ্গে পাল্লা দিয়ে তপনের করদহ ও গঙ্গারামপুরের বড় বাজেটের কালীপুজো মণ্ডপগুলিতেও ছিল মানুষের ঢল।

ধর্ষণে ধৃত জওয়ান

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ ও অত্যাচারের অভিযোগে সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক জওয়ানকে পুলিশ গ্রেফতার করল। শুক্রবার দুপুরে শিলিগুড়ি থানার পুলিশ রানিডাঙা থেকে ওই যুবককে ধরেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সব্যসাচী দা। তার বাড়ি পেলকুজোত এলাকায়। তিনি রানিডাঙায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনার জেরে এসএসবি-র তরফে তাকে সাসপেন্ড করা হয়েছে। এদিনই ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, জওয়ানের বাড়িতে কাজ করার সময় নাবালিকার উপর শারীরিক অত্যাচার করা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন বলেন, “ধৃতকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।” যদিও অভিযোগ ভিত্তিহীন বলে ধৃতের আইনজীবী সম্পিতা সান্যাল দাবি করেছেন। তিনি জানান, মাস তিনেক আগে মেয়েটি জওয়ানের বাড়িতে কাজ ছেড়ে দিয়েছে। আর সম্প্রতি শিলিগুড়িতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। কয়েকদিন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হেফাজতে মেয়েটি ছিল। তার পরে অভিযোগ হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই জওয়ানকে ফাঁসানো হয়েছে।

তিন বছরেও হয়নি দমকল

নিজস্ব সংবাদদাতা • বারবিশা

তিন বছর কেটে গেলেও এখনও শেষ হয়নি কুমারগ্রাম ব্লকের বারবিশায় দমকল কেন্দ্র তৈরির কাজ। সরকারি সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনের আগে কুমারগ্রাম ব্লকের বারবিশায় দমকল কেন্দ্রের কাজের শিলান্যাস হয়েছিল। ২০১১ সালের জানুয়ারিতে কুমারগ্রাম রোডে বারবিশা ব্যবসায়ী সমিতির দেওয়া দুই বিঘা জমির উপর বারবিশা দমকল কেন্দ্র গড়ার জন্য পূর্ত দফতর কাজ শুরু করে। প্রায় ৬৪ লক্ষ টাকা বরাদ্দ হয়। দমকল কেন্দ্রের মূল ভবন তৈরির কাজ শেষ হলেও টাকার অভাবে বিদ্যুৎ, সীমানা প্রাচীর, রং ও মূল দরজা তৈরি হয়নি। দমকল দফতর সূত্রে জানা গিয়েছে, বারবিশার ওই দমকল কেন্দ্রের বাকি কাজের জন্য দ্বিতীয় দফায় আরও ২২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পূর্ত দফতরের কামাখ্যাগুড়ির সহকারি বাস্তুকার সঞ্জয় ভকত বলেন, “কাজের দরপত্র ডেকে ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে। আসা করছি, আগামী তিনমাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।” বাসিন্দাদের অভিযোগ, কুমারগ্রাম, বারবিশা, কামাখ্যাগুড়ি ও কুমারগ্রাম সহ গোটা এলাকায় কোনও অগ্নিকাণ্ড হলে ৪০ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার থেকে দমকলকর্মীরা আসেন। বেশিরভাগ সময়ই দমকল আসার আগে সব পুড়ে ছাই হয়ে যায়। সমস্যা দূর করতে গত কয়েক দশক ধরে বারবিশায় একটি দমকল কেন্দ্র স্থাপনের দাবিতে সরব হন বারবিশা ব্যবসায়ী সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল-সহ এলাকার বাসিন্দার। সেই মত কাজও শুরু হয়। কিন্তু তা চালু না হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কুমারগ্রামের আরএসপি বিধায়ক মনোজকুমার ওঁরাও বলেন, “দমকল কেন্দ্রটি দ্রুত চালু করা জরুরি। আমরা বিভিন্ন মহলে কথা বলছি।” বারবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা বলেন, “গত এক বছরে কুমারগ্রাম ব্লকে অন্তত ২০টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আলিপুরদুয়ার শহর থেকে দমকল পৌঁছানোর আগেই বেশিরভাগ ক্ষেত্রে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। দ্রুত ওই কেন্দ্রটি চালু করা দরকার।” আলিপুরদুয়ারের সাংসদ দশরথ তিরকে বলেছেন, “দমকল মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই ওই দমকলকেন্দ্রটি চালু করা হবে।”

দুর্ঘটনায় মৃত দুই, জখম ২৬

নিজস্ব সংবাদদাতা • মালদহ

একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ২৬ জন যাত্রী। বৃহস্পতিবার রাত এগারো’টা নাগাদ কালিয়াচক থানার মোথাবাড়ি এলাকার বিরামপুরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে নিহতের নাম ইজরাইল মোমিন (১৩), মইনুল শেখ (৩০)। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্য ছ’জনের অবস্থায় আশঙ্কাজনক। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াচকের জালালপুর এলাকার ৪০ জন বাসিন্দা একটি পিকআপভ্যান ভাড়া করে জলসা শুনতে গিয়েছিলেন। গান শুনে ওই পিকআপ ভ্যানেই সবাই বাড়ি ফিরছিলেন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আতাউর রহমান বলেন, গাড়ির চালক প্রচন্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়।

বামেদের বিক্ষোভ-ডাক

নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভের ডাক দিল বামফ্রন্ট। শুক্রবার কোচবিহারে জেলা পার্টি অফিসে শরিক দলের নেতাদের পাশে বসিয়ে ওই কর্মসূচির কথা জানালেন সিপিএমের জেলা সম্পাদক তারিণী রায়। তিনি জানান, আগামী ৩০ অক্টোবর বেলা ১টা থেকে ৩১ অক্টোবর বেলা ১ টা পর্যন্ত অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। কোচবিহারের শহিদবাগে ওই অবস্থান বিক্ষোভ হবে। ৩০ অক্টোবর বিকাল চারটেয় জন সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সাংসদ মহম্মদ সেলিম সহ বাম নেতারা। কোচবিহারে সরকারি মেডিক্যাল কলেজ তৈরি, উত্তরবঙ্গে এইমস তৈরি, নিউ ময়নাগুড়ি-যোগীঘোপা রেল প্রকল্পের কাজ দ্রুত রুপায়নের দাবিও তোলা হবে ওই অবস্থানে।

ব্যবসায়ীর বাড়িতে লুঠ

নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

কালীপুজোর রাতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে দুই লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে চাকুলিয়ায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চাকুলিয়া বাজারের বাসিন্দা পেশায় ব্যবসায়ী ও একটি টিভি চ্যানেলের সাংবাদিক তাঁর গ্রামের বাড়ি হরিপুরে গিয়েছিলেন। সেই সময় এক দল দুষ্কৃতী বাড়ির তালা ভেঙে তাঁর বাড়িতে ঢোকে। বাড়ির আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। এই ঘটনার খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শুক্রবার সকালে চাকুলিয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। বিষয়টি নিয়ে চাকুলিয়া থানার ওসি পলাশ মোহান্ত বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।” ওই ব্যবসায়ীর দাবি, ৬০ হাজার টাকা নগদ ও ছ’ভরি সোনার গয়না নিয়ে গিয়েছে।

চ্যাম্পিয়ন অশোক

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রবীণদের বিশ্ব পাওয়ার লিফটিং ও বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন শিলিগুড়ির বাসিন্দা অশোক চক্রবর্তী। লাগ ভেগাস থেকে অশোকবাবু আগামী ২৬ অক্টোবর শিলিগুড়ি শহরে পৌঁছবেন। এই খেতাব জয়ের জন্য তাঁকে দার্জিলিং জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। শুক্রবার এ কথা জানান সংগঠনের যুগ্ম সম্পাদক শ্যামল বিশ্বাস। শ্যামলবাবু এ দিন দাবি করেন, “ভারতের প্রথম কেউ বিশ্ব বেঞ্চ প্রেস চ্যাম্পিয়ন হলেন।

‘গণধর্ষণ’ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

চাকুলিয়ায় গণধর্ষণের ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে চাকুলিয়া থানার পাগলপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গত ৩ অক্টোবর চাকুলিয়া থানার পাগলপুরের বাসিন্দা এক নাবালিকা এলাকার তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। ১৭ সেপ্টেম্বর রাতে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তাদের মধ্যে এক জনের সঙ্গে পরে তাঁর বিয়েও হয়। এর পরে গত ৩ অক্টোবর চাকুলিয়া থানায় পাগলপুরের বাসিন্দা দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ কালু ও মহম্মদ তাহের। তাদের বাড়ি চাকুলিয়ার পাগলপুর এলাকায়।

নভেম্বরে নৈশ ফুটবল

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হচ্ছে কিরণ চন্দ্র নৈশ ফুটবল। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের আয়োজনে ফ্লাড লাইটে এই টুর্নামেন্ট আয়োজন হয়। এই নিয়ে দ্বিতীয় বার ফ্লাড লাইটে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। ক্রীড়া পরিষদ সচিব অরূপরতন ঘোষ বলেন, “এবার মোট ১০ টি দলকে নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। এর মধ্যে সাতটি শিলিগুড়ির দল চূড়ান্ত হয়ে গিয়েছে। এর মধ্যে একটি মণিপুরের রাজ্য দলের আসাও পাকা। বাকি দুটি দল কারা হবে তা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে।

সেতুতে কাজ করার সময়ে শ্রমিককে গুলি

কোকরাঝাড়ের বালদিয়া বাথান গ্রামের একটি নির্মীয়মাণ সেতুতে শ্রমিকের কাজ করা যুবক শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন জঙ্গিদের ছোঁড়া গুলিতে তিনি জখম হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পেশায় রাজমিস্ত্রি এক যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আলোচনা বিরোধী এনডিএফবি (সংবিজিত) গোষ্ঠীর সদস্যরা ওই ঘটনায় জড়িত বলে পুলিশের সন্দেহ। এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া ওই যুবকের নাম প্রহ্লাদ সরকার। তিনি ধুবুরি জেলার গোলকগঞ্জ থানা এলাকার তরকাপারা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বালদিয়া বাথান গ্রামে হেল নদীর ওপর একটি নির্র্মীয়মান সেতুতে কাজ করছিলেন ওই যুবক। বিকেল ৩টে নাগাদ ২টি বাইকে আসা ৪ জন সশস্ত্র সন্দেহভাজন জঙ্গি মুখে কালো কাপর বেধে ওই গ্রামে ঢুকে নির্মাণ কাজের ঠিকাদারকে খোঁজে। ঠিকাদারকে না পেয়ে ওই যুবকের পা লক্ষ করে গুলি চালায় বলে অভিযোগ। দু’টি গুলি যুবকের পায়ে লাগে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর অভিযুক্তরা জঙ্গলের দিকে পালিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ওই যুবককে কোকরাঝার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুরজিত সিং পানেস্বর দাবি করে বলেন, “ঘটনার সঙ্গে আলোচনা বিরোধী এনডিএফবি (সংবিজিত) গোষ্ঠীর সদস্যরা জড়িত বলে মনে হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।”

জলপাইগুড়িতে জামিন নামঞ্জুর দেবযানীর

জলপাইগুড়ি আদালত চত্বরে দেবযানী মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

সারদা কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের আবেদন নাকচ হল জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানায় এক আমানতকারীর রুজু করা মামলার শুনানিতে এদিন তাঁকে আদালতে তোলা হয়। দেবযানীর আইনজীবী শান্তনু ভৌমিক জামিনের আবেদন জানালে জেএম থার্ড কোর্টের বিচারক সমরজিৎ রায় নামঞ্জুর করে ফের তাঁকে ৭ নভেম্বর আদালতে হাজির করানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ভক্তিনগর এলাকার লক্ষ্মী সাহা গত ১৩ এপ্রিল সারদা’র সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্ত এবং কুণাল ঘোষের বিরুদ্ধে ১ লক্ষ ২৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রুজু করেন। পুলিশ চারজনের বিরুদ্ধে ৪২০, ৪০৬ এবং ১২০ (বি) ধারায় মামলা করে। ওই মামলায় দুই অভিযুক্ত কুণাল ঘোষ এবং সোমনাথ দত্ত গত ১১ জুলাই জামিন পেয়ে যান। দেবযানী মুখোপাধ্যায়কে এ দিন প্রথম আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সিন্ধু রায় বলেন, “অভিযুক্তকে প্রথম এই আদালতে তোলা হল। মামলার সব দিক খতিয়ে দেখা প্রয়োজন। সেই কারণে জামিনের আবেদনের বিরোধিতা করেছি। বিচারক মেনে নেন”। আলিপুর সংশোধনাগার থেকে দেবযানীকে জলপাইগুড়িতে এনে আদালতে আনা হয়। অভিযুক্তকে দেখার জন্য আদালতে ভিড় জমে। আদালতের শুনানিতে নিজেও হাজির ছিলেন তিনি। হাজত থেকে বার হয়ে আইনজীবীর সঙ্গে সোজা চলে যান আদালতে। প্রায় পৌনে একঘণ্টা শুনানি চলে। আদালত থেকে বার হয়ে তিনি বলেন, “যা বলার আমার আইনজীবী বলবেন।” আর কোনও প্রশ্নের উত্তর দেননি দেবযানী।

তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

তৃণমূলের পতাকা, দলনেত্রীর ছবি পোড়ানো এবং দলীয় কার্যালয়ের দরজা ভাঙার চেষ্টার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি শহরের টেম্পল স্ট্রিটে দীপাবলির রাতে ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে দফতর খুলতে এসে দলের কর্মীরা তা দেখেন। পরে আইএনটিটিইউসি নিয়ন্ত্রিত রাজ্য নির্মাণ কর্মী সংগঠন পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। নির্মাণ কর্মী সংগঠন ছাড়াও ১৯৯৮ সালে তৈরি তৃণমূল ভবন নামে পরিচিত ওই অফিস থেকে সাংগঠনিক কাজ পরিচালনা করেন দলের দলের প্রদেশ সম্পাদক কল্যাণ চক্রবর্তী এবং সংখ্যালঘু সেলের নেতৃত্ব। কল্যাণবাবু বলেন, “সমাজ বিরোধীরা দলীয় দফতরে ঢুকে যেভাবে তাণ্ডব চালিয়েছে। সেটা আগে এই শহরে কোনওদিন হয়নি। পুলিশকে পুরো ঘটনা জানানো হয়েছে।” জলপাইগুড়ির পুলিশ সুপার কুনাল অগ্রবাল বলেন, “দুষ্কৃতীদের খোঁজ চলছে।” ঘটনার পিছনে অবশ্য কোনও গোষ্ঠী রাজনীতি নেই বলে দাবি করেন নির্মাণ কর্মী সংগঠনের জেলা সভাপতি বিকাশ মালাকার। তিনি বলেন, “যে ভাবে পোস্টার ও পতাকা পোড়ানো হয়েছে। সেটা দুষ্কৃতী ছাড়া অন্য কেউ করতে পারে না।” পুলিশ জানিয়েছে, দলীয় দফতরের সামনে বাঁশের মাথায় থাকা দলীয় ঘাসফুল পতাকা নামিয়ে পোড়ানো হয়েছে। নষ্ট করা হয়েছে তৃণমূল নেত্রীর ছবিও। অফিসের দরজা খোলার চেষ্টাও করা হয়েছে। জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “পুলিশকে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করতে বলেছি।”

দুই ‘জঙ্গি’র জেল হেফাজত

অসমের কোকরাঝাড়ে ধৃত সন্দেহভাজন দুই কেএলও জঙ্গিকে ময়নাগুড়ি থানার পুলিশ দশ দিনের জন্য নিজেদের হেফাজতে নিল। শুক্রবার অভিজিৎ সিংহ ওরফে আপেল এবং জ্যোতিষ রায় ওরফে হাজং নামে দুই সন্দেহভাজনকে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সিন্ধু রায় বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য ওই দুজনকে বিচারক দশ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।” পুলিশ জানায়, দু’বছর আগে কেএলও জঙ্গিরা ফোনে ময়নাগুড়ির এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করে। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নেমে শিলিগুড়ির খড়িবাড়ি এলাকার বাসিন্দা অভিজিৎ এবং ময়নাগুড়ির হুসলুরডাঙা এলাকার জ্যোতিষের নাম সামনে আসে। পরে অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুজোর আগে কোকরাঝাড় পুলিশ দুজনকে গ্রেফতার করে। জলপাইগুড়ির পুলিশ সুপার কুনাল অগ্রবাল বলেন, “ওই জঙ্গিদের খোঁজা হচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”

শিক্ষকের বাড়ি লক্ষ করে বোমা

এক স্কুল শিক্ষকের বাড়ি লক্ষ্য করে শক্তিশালী বোমা ছুঁড়ল সন্দেহভাজন দুষ্কৃতীরা। বোমার আঘাতে ওই শিক্ষকের বাড়ির সীমানার দেওয়ালের কিছু অংশ ভেঙে গিয়েছে। একটি পাকা ঘরের সামনের দিকের কিছু অংশের সামান্য ক্ষতিও হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা নাগাদ ধুবুরি জেলার ফকিরগঞ্জ থানার সোনারপারা গ্রামে ঘটনাটি ঘটে। ওই শিক্ষক, ফয়জাল হক চৌধুরীর বাড়ি ধুবুরি জেলার ফকিরগঞ্জ থানার সোনারপারা গ্রামে। তিনি ধুবুরির পোরারভিটা-জামাদারহাট জনতা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। গত ১০ অক্টোবর বিকেলে ওই শিক্ষকের কাছে মাওবাদী সংগঠনের নামে হুমকি দিয়ে ১৫ লক্ষ টাকা দাবি করা হয় বলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন। ভয় দেখাতেই ওই শিক্ষকের বাড়িতে বোমা ছোড়া হয় বলে পুলিশের সন্দেহ। ধুবুরি জেলার পুলিশ সুপার মৃদুলান্দ শর্মা জানান, ধুবুরি জেলায় মাওবাদী সংগঠনের কোন অস্তিত্ব এখনও ধরা পড়েনি। ওই সংগঠনের নামে কোনও দুষ্কৃতী হুমকি দিয়ে টাকা দাবি করেছে বলে মনে হচ্ছে।

বাগানে গেট মিটিং

মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আগামী ৩ এবং ৪ নভেম্বর ডুয়ার্সের চা বাগানগুলোতে গেট মিটিং করবে তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠন তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনের সহ সভাপতি শুকরা মুন্ডা বলেন দীর্ঘদিন ধরেই মজুরি বৃদ্ধির বিষয়টি ঝুলে রয়েছে। দ্রুত নিষ্পত্তি চেয়েই আমরা গেট মিটিঙ করার সিদ্ধান্ত নিয়েছি। শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করে এ নিয়ে আর্জি জানানো হবে বলেও শুক্রা মুন্ডা জানান। উল্লেখ্য ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আগামী ১১ এবং ১২ নভেম্বর উত্তরবঙ্গের চা বাগানগুলোতে এবং ১২ নভেম্বর উত্তরবঙ্গের চা অধ্যুষিত জেলাগুলোতে আগেই ধর্মঘট ঘোষনা করেছে ২২ টি চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ।

জুয়া রুখতে

কুমারগ্রাম ও শামুকতলা থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে কালীপুজোর রাতে ১৩ জন জুয়ারি কে গ্রেফতার করেছে পুলিশ। জুয়ার বোর্ড থেকে উদ্ধার হয়েছে প্রায় পাঁচ হাজার টাকা। ধৃতদের শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE