Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

অনুপ্রবেশ রুখতে সীমান্ত চুক্তি বাস্তবায়নের দাবিতে সরব হল ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। শুক্রবার কোচবিহার শহরের স্টেশন মোড়, কাছারি মোড়, পুরাতন পোস্ট অফিস পাড়া, বাসস্ট্যান্ড, পঞ্চরঙ্গি মোড় সহ অন্তত ৩০টি জায়গায় এই দাবিতে ব্যানার লাগিয়েছে কমিটি। অধিকাংশ ব্যানার লেখা হয়েছে বাংলায়।

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ০২:২৭
Share: Save:

সীমান্ত চুক্তি বাস্তবায়নের দাবি বাড়ছে

নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

অনুপ্রবেশ রুখতে সীমান্ত চুক্তি বাস্তবায়নের দাবিতে সরব হল ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। শুক্রবার কোচবিহার শহরের স্টেশন মোড়, কাছারি মোড়, পুরাতন পোস্ট অফিস পাড়া, বাসস্ট্যান্ড, পঞ্চরঙ্গি মোড় সহ অন্তত ৩০টি জায়গায় এই দাবিতে ব্যানার লাগিয়েছে কমিটি। অধিকাংশ ব্যানার লেখা হয়েছে বাংলায়। বাকিগুলি ইংরেজিতে লিখে টাঙানো হয়েছে। কমিটি সূত্রের খবর, দিনহাটা, বামনহাট, নাজিরহাট, চ্যাংরাবান্ধা, হলদিবাড়ি, মাথাভাঙার বিভিন্ন এলাকাতেও কমিটির উদ্যোগে ব্যানার লাগানো হয়। কমিটির সহকারী সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “অনুপ্রবেশ বন্ধের দাবিতে বিজেপি আন্দোলনের কর্মসূচির কথা বলেছে, আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু সীমান্ত চুক্তি রূপায়ণ না করে অনুপ্রবেশ বন্ধের আন্দোলন আখেরে গাছের গোড়া কেটে পাতায় জল দেওয়ার মতো কাজ হবে।” কমিটির দাবি, পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, ত্রিপুরা, মেঘালয়ের মধ্যে দিয়েও অনুপ্রবেশ হয়।এটা শুধু একটি রাজ্যের সমস্যা নয়। তাই আগে ওই চুক্তি বাস্তবায়িত করা দরকার। কমিটির বক্তব্য, ১৯৫৮, ১৯৭৪, ১৯৯২ ও ২০১১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একাধিকবার সীমান্ত চুক্তি স্বাক্ষর করা হয়। যদিও সেই চুক্তি রূপায়িত হয়নি বলে কমিটি সূত্রে জানানো হয়েছে। আজ, শনিবার বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ তিনদিনের সফরে কোচবিহারে আসছেন। তার আগে ছিটমহল বিনিময় কমিটির ওই ব্যানার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিজেপির কোচবিহার জেলা সভাপতি হেমচন্দ্র বর্মন বলেন, “অনুপ্রবেশ বন্ধ করতে কেন্দ্রীয়ভাবে আমরা আন্দোলন করছি। রাজ্য সভাপতি নিজেও চ্যাংরাবান্ধা এলাকায় সভা করে শনিবার অনুপ্রবেশ বন্ধের বিষয়ে দলের অবস্থান জানাবেন। সীমান্ত চুক্তির সঙ্গে অনুপ্রবেশের সম্পর্ক নেই।”

পুরসভা নিয়ন্ত্রণে সচেষ্ট তৃণমূল

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

বামেদের ধাঁচেই বালুরঘাট পুরসভায় দলীয় নিয়ন্ত্রণ কায়েম করতে আসরে নামল তৃণমূলও। সম্প্রতি বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ দলীয় অনুষ্ঠানে ঘোষণা করেছেন, দলের তরফে বালুরঘাট পুরসভার কথা মাথায় রেখে একটি ‘জন অভিযোগ সেল’ গড়ার সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল যুব জেলা সভাপতি সুনির্মল জ্যোতি বিশ্বাসকে ওই সেল-এর আহ্বায়ক করা হয়েছে। কংগ্রেস ও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, বামেরা যে ভাবে ‘সাব কমিটি’ গড়ে পুরসভার উপরে নিরঙ্কুশ কতৃত্ব কায়েম করতেন, সে পথেই হাঁটল তৃণমূল। যদিও তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেছেন, “পুরসভার নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে ওই সেল। সমস্যার সমাধানের রাস্তায় ত্বরাণ্বিত করবে। উন্নয়নের ব্যাপারে পুর কর্তৃপক্ষকে সঠিক পতে চলায় সাহায্য করবে। কাউন্সিলরদের মধ্যে বিরোধ মিটিয়ে একসঙ্গে সকলকে নাগরিক উন্নয়নে কাজ করতে হবে।” সুনির্মলজ্যোতি বাবু জানান, দলের তরফে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা তিনি পালন করবেন। বালুরঘাট পুরসভায় তৃণমূলের কোন্দলের ঘটনা নতুন কিছু নয়। কিছু দিন আগে দলের অধিকাংশ কাউন্সিলর পুর চেয়ারপার্সন চয়নিকা লাহাকে অপসারণের দাবিতে প্রকাশ্যে সরব হন। দলের অন্দরে বিস্তর গোলমাল, মারপিট, থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। তা জানতে পারেন তৃণমূলের প্রদেশ নেতৃত্ব। দলনেত্রীর নির্দেশে বালুরঘাট পুরসভায় দলীয় অন্তর্কলহ মেটানোর প্রক্রিয়া শুরু হয়। জেলা নেতৃত্ব সম্প্রতি গঙ্গারামপুরে কাউন্সিলারদের নিয়ে বিপ্লব ও মন্ত্রী শঙ্করবাবু বৈঠকও করেন। তাতে চেয়ারম্যান পদে কাকে বসানো হতে পারে তা নিয়ে আলোচনাও হয় বলে দল সূত্রের খবর। তা অবশ্য চূড়ান্ত হয়নি। এই অবস্থায়, পরিস্থিতির রাশ ধরে রাখতে দলের তরফে পৃথক সেল খোলার সিদ্ধান্ত হয় বলে তৃণমূলের এক জেলা নেতা জানিয়েছেন।

অনলাইন ব্যবসা নিয়ে ফোসিনের স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

অনলাইনে কেনাবেচার ব্যবসায় কর ফাঁকির অভিযোগ তুলে কেন্দ্রীর বাণিজ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি তুললেন ব্যবসায়ীরা। শুক্রবার দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ই-মেলে স্মারকলিপি পাঠাল উত্তরবঙ্গের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ফোসিন। তাদের দাবি, অনলাইন ব্যবসার প্লাটফর্ম থেকে গোটা দেশে ব্যবসা করা হচ্ছে। অথচ কেবলমাত্র একটি রাজ্যে দফতর খুলে সেখানেই কেবলমাত্র সংস্থাগুলি কর দিচ্ছে। উল্টোদিকে, প্রতিটি এলাকায় ছোট ব্যবসায়ী থেকে শপিংমলের প্রত্যেক ব্যবসায়ীকে নানা ধরণের কর এবং সরকারি নিয়মকানুন মানতে হচ্ছে। তা ছাড়া অনলাইনে যেভাবে অত্যন্ত কম দামে মালপত্র বিক্রি করা হচ্ছে, তাতে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। ফোসিনের সাধারণ সম্পাদক বিশ্বজিত্‌ দাস জানান, এই ব্যবসাগুলি ঠিক কী ভাবে চলছে, কোথা থেকে বিনিয়োগ হচ্ছে তা দেখা দরকার। তিনি বলেন, “কর এড়িয়ে যাওয়ার প্রবণতা মারাত্মক। তা রাজ্য ও কেন্দ্রের রাজস্বের ক্ষতি করছে। সেইজন্য তদন্তের পাশাপাশি একটি সরকার নিয়ন্ত্রিত কোনও সংস্থা থাকা প্রয়োজন। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সেই দাবিই জানিয়েছি।” এই প্রসঙ্গে দার্জিলিঙের বিজেপির সাংসদ বলেন, “ফোসিনের চিঠি পেয়েছি। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাও করব। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীকে অবশ্যই বিষয়টি জানাব।”

শিশুবাড়ি কাণ্ড, পুলিশের উপরে হামলায় অভিযুক্ত ১০

নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া

পুলিশের উপর হামলার ঘটনায় দশ জনের নামে অভিযোগ দায়ের করল মাদারিহাট থানা। ওই ঘটনায় অবশ্য শুক্রবার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আলিপুরদুয়ার জেলা পুলিশের এক কর্তা জানান, অভিযুক্তরা নানা সময়ে অপরাধমূলক কাজে জড়িত বলে জানা গিয়েছে। মঙ্গলবার মাদারিহাট থানার শিশুবাড়ি গ্রামের বাসিন্দা মহম্মদ মানিক নামে এক যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। গুরুতর জখম ওই যুবককে উদ্ধার করে স্থানীয় লোকজন বীরপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে ফরিদুল ইসলাম নামে গ্রামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। এরপরেই ফরিদুলকে আটক করে বৃহস্পতিবার গণধোলাই দেয় বাসিন্দারা। বিষয়টি জানার পর শিশুবাড়ি গ্রামে পৌঁছে মারমুখী লোকজনের হাত থেকে পুলিশ ওই অভিযুক্তকে উদ্ধার করে। সে সময় পুলিশের হাত থেকে কয়েকজন ফরিদুলকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালায় বলে অভিযোগ। জনতার মারে জখম ফরিদুলকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে উত্তেজিত জনতা। ইটের ঘায়ে জখম হন চার পুলিশ কর্মী। গণপিটুনিতে জখম ফরিদূলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বীরপাড়া হাসপাতালের চিকিত্‌সকরা তাকে জলপাইগুড়ি জেলা সদরে পাঠিয়েছে।

কার্নিভ্যালের সাইট উদ্বোধন হবে আজ

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

আজ, শনিবার প্রস্তাবিত শিলিগুড়ি কানির্ভ্যালের ওয়েবসাইটের সূচনা হবে। পুরভবনে সাইটটি উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি কার্নিভ্যালের মুখ্য পৃষ্ঠপোষক। আগামী ১৫-২১ ডিসেম্বর শিলিগুড়ি কার্নিভ্যালের আয়োজন করা হচ্ছে। ওয়েবসাইট উদ্বোধনের পাশাপাশি কার্নিভ্যালের ‘ম্যাসকট’-এর আনুষ্ঠানিক প্রকাশ হবে এ দিন। শুক্রবার কার্নিভ্যালের প্রস্তুতি নিয়ে বিকেলে পুরসভায় বৈঠকও হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং এবং জলপাইগুড়ির জেলাশাসক, বেঙ্গডুবি সেনা ছাউনি ১১১ নম্বর সাব-এরিয়ার কর্ণেল, সীমান্ত রক্ষিবাহিনীর উত্তরবঙ্গের আইজি’র দফতরের প্রতিনিধি, পর্যটন বিভাগের যুগ্ম অধিকর্তা, শিলিগুড়ির মহকুমাশাসক, বিভিন্ন পর্যটন সংস্থা এবং তাদের সংগঠনের প্রতিনিধিরা, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রিজের উত্তরবঙ্গের কর্মকর্তাদের একাংশ। গায়ক নচিকেতা ‘কার্নিভ্যালের থিম সং’ রচনা করছেন। কার্নিভ্যালে পর্যটন উত্‌সবও হবে। পুরনো শিলিগুড়ি প্রেক্ষাপটে ছবির প্রদর্শনীর কথাও ভাবা হয়েছে।

মধু চা বাগান খুলতে বৈঠক

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

বন্ধ মধু চা বাগান খুলতে আগামী শনিবার ফের বৈঠক ডাকল শ্রম দফতর। বাগানের অচলাবস্থা কাটাতে এদিন সকাল ১১টায় আলিপুরদুয়ারের মহকুমা শাসকের দফতরে বৈঠক করবেন সহকারী শ্রম আধিকারিক। গত ২৩ সেপ্টেম্বর কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় মধু চা বাগান বন্ধ হয়ে যায়। এর আগে শ্রম দফতর বাগান খোলার জন্য চারবার বৈঠক ডাকলেও কোনও সমাধান সূত্র মেলেনি। বোনাসের দাবিতে বাগান মালিকের বাড়ি ঘেরাও করে গত ২৩ সেপ্টেম্বর বিক্ষোভ দেখিয়েছিলেন শ্রমিকরা। তারপরেই হাসিমারা ফাঁড়িতে গিয়ে বাগানে ‘সাসপেনশন অফ ওয়ার্কে’র নোটিশ দিয়ে বাগান ছেড়ে কর্তৃপক্ষ চলে যান। আলিপুরদুয়ারের সহকারী শ্রম আধিকারিক বিশ্বজিত্‌ মুখোপাধ্যায় বলেন, “বন্ধ মধু চা বাগান খোলা নিয়ে মহকুমা শাসকের দফতরে বৈঠক ডাকা হয়েছে।” চা বাগানটি বন্ধ হওয়ার পর শ্রমিক আবাসনে জলের সমস্যা দেখা দিয়েছে। সে বিষয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

গঙ্গারামপুরে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে মিলল এক ব্যবসায়ীর দেহ। শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার প্রাণসাগর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সুপার শীষরাম ঝাঝারিয়া জানান, নিহত ব্যক্তির দেহে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দেহের পাশেই পড়ে ছিল তার মোটর বাইক, মোবাইল ও টাকা। পুলিশ সুপার জানান, ওই ব্যক্তি তাঁর অসুস্থ বাবাকে রাতে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করিয়ে বাইকে ফিরছিলেন। তখনই ঘটনাটি ঘটেছে। খুনের কারণ স্পষ্ট নয়। তিনি বলেন, “তবে কিছু সূত্র মিলেছে। শীঘ্রই আততায়ীরা ধরা পড়বে।” এলাকার তৃণমূল বিধায়ক মাহমুদা বেগম বলেন, “ওই ব্যক্তি আমাদের ভাল কর্মী ছিলেন।

বিচারকের বাড়িতে চুরি, ধৃত

নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

বিচারকের বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ইসলামপুর ও গোয়ালপোখর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ বেলাল ও জুনাতন খাতুন। প্রথমজনের বাড়ি গোয়ালপোখর থানার হারিয়ান এলাকায়। ইসলামপুরের চোপড়াঝাড় এলাকায় বাড়ি জুনাতনের। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ইসলামপুর থানার নিউটাউন এলাকায় ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের এক বিচারকের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই চুরির চক্রের দু’জনের খোঁজ পায়।

চ্যাম্পিয়ন চণ্ডীপুর

রাজীব গাঁধী খেল অভিযান প্রতিযোগিতায় ফুটবলে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লক চ্যাম্পিয়ন হল চণ্ডীপুর হাইস্কুল। শুক্রবার হরিশ্চন্দ্রপুর হাইস্কুল মাঠে ওই প্রতিযোগিতা হয়। হরিশ্চন্দ্রপুর হাইস্কুলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয়ী হয়েছে চণ্ডীপুর হাইস্কুল। নক আউট ওই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ব্লকের সাতটি স্কুল। ফুটবলের পাশাপাশি এ দিন ভলিবল ও কবাডি প্রতিযোগিতাও ছিল। ভলিবলে মহেন্দ্রপুর হাইস্কুলকে হারিয়ে জয়ী হয়েছে পিপলা হাইস্কুল। আর কবাডিতে কনুয়া হাইস্কুলকে হারিয়ে ব্লক স্তরে চ্যাম্পিয়ন হরিশ্চন্দ্রপুর হাইস্কুল। ব্লক প্রশাসনের উদ্যোগে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে ওই প্রতিযোগিতার আয়োজন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

বিজেপি-র বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

পাড়ুইয়ের মাখড়া গ্রামে বিজেপি প্রতিনিধি দলকে ঢুকতে পুলিশের বাধা এবং নেতাদের গ্রেফতারির প্রতিবাদে শিলিগুড়িতেও বিক্ষোভ দেখাল বিজেপি। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়িতে দু’টি ধিক্কার সভা করে বিজেপি। বিজেপির জেলা সভাপতি রথীন বসু সহ অনান্য জেলা নেতারা এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

রেল লাইনের পাশ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে নিউ ময়নাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। রেল পুলিশ জানায়, মৃতের নাম অমল দত্ত (৫৫)। তিনি কাঁঠালগুড়ি গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি লাইন পারাপারের সময় ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়েন।

হোমগার্ডের ঝুলন্ত দেহ

নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

শুক্রবার সকালে ইসলামপুর থানার কলেজ পাড়া এলাকায় বাড়ি থেকে একজন হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ওই পুলিশ কর্মীর নাম এতোয়া ওঁরাও (৫৪)। তাঁর বাড়ি ইসলামপুর থানার কলেজপাড়া এলাকায়। তিনি ইসলামপুর থানায় হোমগার্ড পদে কর্মরত ছিলেন। এদিন সকালে বাড়িতে তাঁর দেহ মেলে।

থানায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি করে এলাকা দখল এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তুলে থানা এবং বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বিজেপি সমর্থকরা। শুক্রবার জলপাইগুড়ি ও ময়নাগুড়িতে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই বিক্ষোভ আন্দোলন হয়। এদিন দলের তরফে পথসভাও করা হয়।

নিখোঁজ ছাত্র

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ছটপুজোর বিকেলে বন্ধুর বাড়ি যাওয়ার কথা বলে নিখোঁজ হয়ে গিয়েছে সপ্তম শ্রেণির ছাত্র। বুধবার বিকেলে প্রধাননগরের মহানন্দা সেতু লাগোয়া গুরুঙ্গবস্তি এলাকার ঘটনা। ওই ছাত্রের নাম সম্রাট মুখোপাধ্যায়। বাড়ি আদর্শনগর কলোনিতে।

ফালাকাটা ব্লকে দু’বছর আগে ভেঙে পড়েছিল প্রধানপাড়া পাকা সেতু।
সেই থেকেই সমস্যায় ভূটানিরহাট, জয়চাঁদপুর,ক্ষীরেরকোটের বাসিন্দারা। বাজারে ফসল
নিয়ে যেতে রীতিমত হিমশিম এই এলাকার কৃষকরা। ছবিটি তুলেছেন রাজকুমার মোদক।

প্রথা মেনে শুক্রবার শ্রীকৃষ্ণের গোষ্ঠের শোভাযাত্রা রায়গঞ্জের বিভিন্ন রাস্তা পরিক্রমা করল।
বন্দর এলাকায় গোষ্ঠ মন্দির থেকে বের হয়ে গোশালায় শেষ হয় এই শোভাযাত্রা। ছবি: তরুণ দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE