Advertisement
২৪ এপ্রিল ২০২৪

স্কুলের মুচলেকা, সিসি ক্যামেরা কাণ্ডে অভিযোগ প্রত্যাহার

সিসি ক্যামেরা কাণ্ডে মুচলেকা দিল স্কুল কর্তৃপক্ষ। রবিবার সকালে মহিলা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে সিসি ক্যামেরার ফুটেজ ফরম্যাট করে দেয় স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে মুচলেকা দেওয়ায়, অভিযোগ তুলে নেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০২:০৩
Share: Save:

সিসি ক্যামেরা কাণ্ডে মুচলেকা দিল স্কুল কর্তৃপক্ষ। রবিবার সকালে মহিলা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে সিসি ক্যামেরার ফুটেজ ফরম্যাট করে দেয় স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে মুচলেকা দেওয়ায়, অভিযোগ তুলে নেওয়া হয়। শুক্রবার আলিপুরদুয়ার শহরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগ দিতে এসে একটি বেসরকারি স্কুলের ক্লাসঘরে থেকেছিলেন প্রতিনিধিরা। অভিযোগ, ক্লাসঘরগুলিতে সিসি ক্যামেরা চালু থাকায় মহিলা প্রতিনিধিদের সম্মানহানি হয়েছে। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় হইচই। থানায় অভিযোগও দায়ের হয়। পরে পুলিশ ক্যামেরা ও টিভি বাজেয়াপ্ত করে।

রবিবার সকালে সিসি ক্যামেরার যন্ত্রপাতি নিয়ে মহিলা পুলিশ আধিকারিকরা ওই স্কুলে যান। সেখানে অভিযোগকারীদের সামনে রেকর্ডিং চালানো হয়। তাতে মহিলারা যেই ঘরে ছিলেন সেই ঘরের রেকর্ডিংও ধরা পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ তা ফরম্যাট করে দেয়। ফের ওই যন্ত্রপাতি নিয়ে আসা হয় আলিপুরদুয়ার থানায়। আলিপুরদুয়ারের পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ জানান, অভিযোগকারীরা অভিযোগ তুলে নিয়েছেন। ২১ অক্টোবর থেকে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলের ১৯ তম রাজ্য সম্মেলন। সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েকশো প্রতিনিধি এতে যোগ দেন। সিউড়ি ও কলকাতার প্রতিনিধিদের শহরের মধ্যে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে রাখার ব্যবস্থা করেন উদ্যোক্তারা। স্কুলের ক্লাসঘরগুলিতে সিসি ক্যামেরা ছিল। প্রতিনিধিরা জানিয়েছেন, দিনের বেলায় তা দেখলেও তাঁরা ভেবেছিলেন সেগুলি বন্ধ করা রয়েছে। কিন্তু রাতে ঘরের আলো নিভতেই সিসিটিভির আলো জ্বলতে দেখে বুঝতে পারেন সেগুলি চালু রয়েছে। এরপরেই প্রতিবাদে সরব হন তাঁরা।

সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধি সন্তোষ ঘোষ জানান, এ দিন পুলিশ ওই ফুটেজ দেখেছে। তাতে রেকর্ডিং মিলেছে। তবে এটা অনিচ্ছাকৃত ভুল বলে মুচলেকা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যে মহিলা প্রতিনিধি অভিযোগ দায়ের করেছিলেন তিনি বলেন, ‘‘শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু সিসিটিভিতে রেকর্ড ছিল। তবে স্কুল কর্তৃপক্ষ পুলিশের উপস্থিতিতে তা ফরম্যাট করেছে। আমাদের মুচলেকা দিয়ে জানিয়েছে ওই ফুটেজের দায়ও তাঁদের। তাই অভিযোগ তুলে নেওয়া হয়েছে।’’

স্কুল কর্তৃপক্ষের আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ বলেন, “সিসিটিভি চালু ছিল স্কুলের নিরাপত্তার জন্য। আর প্রতিনিধিরা যে ঘরগুলিতে ছিলেন তার যে ছবি রেকর্ড হয়েছে তা পুরোটাই অনিচ্ছাকৃত। এ দিন ফুটেজগুলি ফরম্যাট করা হয়েছে। পুলিশ যন্ত্রপাতি নিজেদের হেফাজতে রেখেছে। তাই অভিযোগ তুলে নিয়েছেন অভিযোগকারিনী।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CCTV SCHOOL ACCUSED
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE