Advertisement
২০ এপ্রিল ২০২৪

সিআইডি জেরার সামনে আরেক স্বাস্থ্যকর্তা

গত ১০মে জলপাইগুড়ি থেকে স্নেহাশিস চক্রবর্তী নামের এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার হয়৷ নভেম্বর মাসে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের অধীনে স্নেহাশিস চক্রবর্তীকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করে স্বাস্থ্য দফতর৷ বানারহাট থানার অধীন ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছিল সে৷

হানা: জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরে সিআইডি আধিকারিকেরা। ছবি: সন্দীপ পাল

হানা: জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরে সিআইডি আধিকারিকেরা। ছবি: সন্দীপ পাল

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০৪:২৭
Share: Save:

ভুয়ো চিকিৎসক কাণ্ডে এ বার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে হানা দিল সিআইডি৷

বুধবার চার আধিকারিকের ওই দলটি জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে যায়৷ চিকিৎসক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য তাঁরা খতিয়ে দেখেন৷ ভুয়ো নথি থাকা সত্ত্বেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ধরা পড়া দুই চিকিৎসকের নিয়োগ কী ভাবে হল, কেন সেই সময় তাঁদের শংসাপত্র পরীক্ষা করা হল না, তাদের নিয়োগের সময় কোনও রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছিল কি না, এ সমস্ত বিষয়ে সিএমওএইচকে জিজ্ঞাসাবাদ করেন তারা৷

গত ১০মে জলপাইগুড়ি থেকে স্নেহাশিস চক্রবর্তী নামের এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার হয়৷ নভেম্বর মাসে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের অধীনে স্নেহাশিস চক্রবর্তীকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করে স্বাস্থ্য দফতর৷ বানারহাট থানার অধীন ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছিল সে৷ ওই ঘটনার ঠিক আগে আলিপুরদুয়ার জেলা থেকে খুশিনাথ হালদারকে গ্রেফতার করে সিআইডি।

এ দিন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে আসার আগে সিআইডির দলটি স্নেহাশিস যেখানে কাজ করতো সেই ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও যান৷ কী ভাবে সেখানে সে চিকিৎসা করতো তা খতিয়ে দেখেন তারা৷ তারপর তারা যান সিএমওএইচ জগন্নাথ সরকারের দফতরে৷ দুই ঘণ্টারও বেশিক্ষণ সিএমওএইচের সঙ্গে কথা বলেন তাঁরা৷

দুপুর দু’টো নাগাদ লাটাগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান সিএমওএইচ৷ তারপর‌ও বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন সিআইডি কর্তারা৷ স্বাস্থ্য দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমকে কিছু বলতে চাননি তাঁরা৷ তবে সিএমওএইচ বলেন, ‘‘স্নেহাশিস চক্রবর্তীর নামে আমরা এফআইআর করেছিলাম৷ এ দিন সেই কাগজ ও তার নিয়োগ সংক্রান্ত কাগজগুলি খতিয়ে দেখেন সিআইডির কর্তারা৷ পাশাপাশি খুশিনাথ হালদার ও স্নেহাশিস চক্রবর্তীর নিয়োগ কী ভাবে হয়েছে, সেই সব বিষয়ে সিআইডি আধিকারিকরা আমার কাছে জানতে চান৷ আমি তার উত্তর দিয়েছি৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE