Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিয়ে করব বলে ধর্ষণ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল পাহাড়পুরের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে৷অভিযোগ, অন্তঃসত্ত্বা ওই তরুণী শনিবার ওই অঞ্চল সভাপতির বাড়িতে গেলে তার পরিবারের লোকজন যুবতীকে মারধরও করে৷

উত্তেজিত: বিক্ষোভের মুখে পুলিশ। ছবি: সন্দীপ পাল

উত্তেজিত: বিক্ষোভের মুখে পুলিশ। ছবি: সন্দীপ পাল

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ মে ২০১৭ ০২:৪৫
Share: Save:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল পাহাড়পুরের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে৷

অভিযোগ, অন্তঃসত্ত্বা ওই তরুণী শনিবার ওই অঞ্চল সভাপতির বাড়িতে গেলে তার পরিবারের লোকজন যুবতীকে মারধরও করে৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে যায়৷ ওই নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী৷

অভিযুক্ত তৃণমূল নেতার নাম মোবারক হোসেন৷ বাড়ি পাহাড়পুরের ছোট চৌধুরীপাড়া এলাকায়৷ যদিও তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, ইতিমধ্যেই অঞ্চল সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছে সে৷ একই দাবি করেছে মোবারক নিজেও৷

জানা গিয়েছে, অভিযুক্ত মোবারক হোসেনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে৷ বছর দুয়েক আগে তার স্ত্রীর মৃত্যু হয়৷ ছোট চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ওই যুবতীর অভিযোগ, স্ত্রী মারা যাওয়ার পর থেকে মোবারক তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে থাকে৷ কিন্তু তিনি তা প্রত্যাখান করেন৷ ওই ব্যক্তি যুবতীর বাবা-মায়ের কাছে গেলে তাঁরাও প্রথমে রাজি হননি৷ পরে তার মিথ্যা আশ্বাসে রাজি হয়ে যান৷ ওই যুবতীর কথায়, ‘‘খুব শীঘ্রই আমাকে স্ত্রীর মর্যাদা দেবে বলে আশ্বাস দিয়ে সে আমার সঙ্গে সম্পর্ক করে৷ এবং আমার ইচ্ছার বিরুদ্ধে গত সাত মাস ধরে বিভিন্ন দিন ধর্ষণ করে৷ যার জেরে এই মুহূর্তে আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা৷’’

যুবতীর এক মামা বলেন, ‘‘মোবারক বিয়ের কথা বলার পরেও বারবার দিন পিছিয়ে দিতে থাকে৷ তারপর দিন কয়েক আগে আমরা আচমকাই জানতে পারি আমার ভাগ্নি অন্তঃসত্ত্বা৷ তারপরও সে বিয়ে করতে রাজি হয়নি৷’’ স্থানীয় সূত্রের খবর, বিষয়টি নিয়ে একাধিকবার এলাকায় সালিসি সভা হলেও মোবারক বিয়েতে রাজি না হওয়ায় এ দিন ওই যুবতী মোবারকের বাড়ির উদ্দেশ্যে রওনা হন৷ অভিযোগ সেই সময় মোবারকের বাড়ির লোক তাকে মারধর করে৷

ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়, ডিএসপি (হেডকোয়ার্টার) মানবেন্দ্র দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

মোবারকের অবশ্য দাবি, ‘‘আমি ষড়যন্ত্রের শিকার৷ ওই যুবতীর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই৷ পারিবারিক কারণে আমি দিন কয়েক আগে দলের পদ থেকেও ইস্তফা দিয়েছি৷’’ জলপাইগুড়ির তৃণমূল সাংসদ বিজয় বর্মন বলেন, ‘‘আমিও শুনেছি সে দলের পদ থেকে পদত্যাগ করেছে৷ তবে সে যদি দোষ করে থাকে তবে অবশ্যই আইন অনুযায়ী শাস্তি পাবে৷’’ জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ‘‘যুবতীর ডাক্তারি পরীক্ষা হবে। ঘটনার তদন্ত চলছে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Rape Pregnant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE