Advertisement
১৮ এপ্রিল ২০২৪

দলত্যাগীদের ওয়ার্ডে প্রার্থী দিল কংগ্রেস

রায়গঞ্জ পুরসভার ১৯, ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। শুক্রবার দুপুরে রায়গঞ্জে দলের উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে দলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। তারপরই ওই তিন প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০২:১৯
Share: Save:

রায়গঞ্জ পুরসভার ১৯, ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। শুক্রবার দুপুরে রায়গঞ্জে দলের উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে দলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। তারপরই ওই তিন প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

১৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে বিশ্বজিত চৌধুরীকে। ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন যথাক্রমে কৃষ্ণচন্দ্র মজুমদার ও মনোরঞ্জন সরকার। পুর নির্বাচনের জন্য কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর গত একসপ্তাহে বিদায়ী ও প্রাক্তন কাউন্সিলর মিলিয়ে দলের পাঁচজন প্রার্থী তৃণমূলে যোগ দেন। ফলে ওই ওয়ার্ডগুলিতে নতুন করে প্রার্থী খুঁজতে আসরে নামেন মোহিতবাবু ও দলের জেলা সাধারণ সম্পাদক পবিত্র চন্দ। দলের কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত নিয়ে নতুন প্রার্থী চুড়ান্ত করেন।

১৯ এপ্রিল ১৯ নম্বর ওয়ার্ডের ঘোষিত প্রার্থী বিমলজ্যোতি সিংহ তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দেন ৪ নম্বর ওয়ার্ডের ঘোষিত প্রার্থী আদেশ মাহাতো ও ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী দীনদয়াল কল্যাণী। তার আগে ১৬ এপ্রিল দল ছাড়েন ২৩ নম্বর ওয়ার্ডে দলের ঘোষিত প্রার্থী সন্দীপ বিশ্বাস। গত বৃহস্পতিবারই আদেশবাবু ও দীনদয়ালবাবুর জায়গায় কংগ্রেসের প্রার্থী হিসেবে অরুণ চন্দ ও প্রসেনজিত সাহার নাম ঘোষণা করেন মোহিতবাবু। ওই দিনই আবার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোষিত প্রার্থী অসীম অধিকারী শাসকদলে যোগ দেন।

গত ১৪ এপ্রিল বামফ্রন্টের তরফে ৯টি ও ১৫ এপ্রিল কংগ্রেসের তরফে ১৮টি ওয়ার্ডের প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। বাম ও কংগ্রেসের তরফে বেশির ভাগ ওয়ার্ডের প্রার্থীদের নামও ঘোষণা করে দেওয়া হয়েছিল। একে একে কংগ্রেসের ওই পাঁচ প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় দলের নেতা ও কর্মীরা হতাশ হয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে গত ১৮ এপ্রিল রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি জেলা কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন। মোহিতবাবু বলেন, ‘‘দলের একাধিক প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় প্রাথমিকভাবে ধাক্কা মনে হলেও সুবিধাবাদীরা তৃণমূলে যোগ দেওয়ায় দলের শুদ্ধিকরণ হয়েছে। শুক্রবার কংগ্রেস প্রার্থীরা ১৮টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’’

সিপিএমের রায়গঞ্জ জোনাল সম্পাদক উত্তম পালের বক্তব্য, এ দিন ৯টি ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ করেছেন। জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, ‘‘উন্নয়নের স্বার্থে কংগ্রেসের শুভবুদ্ধিসম্পন্ন প্রার্থীদের একাংশ স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের পুরসভা দখল করা এখন সময়ের অপেক্ষা।’’

এ দিকে শুক্রবার রাতে কলকাতার ভবানীপুরে দলীয় কার্যালয়ে গিয়ে তৃণমূলে যোগ দিলেন ৪, ১৯ ও ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের তিন বিদায়ী কাউন্সিলর আদেশ মাহাতো, বিমলজ্যোতি সিংহ ও অসীম অধিকারী। যোগ দেন ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর দীনদয়াল কল্যাণীও। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের উত্তর দিনাজপুর জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এর আগে ১৬ এপ্রিল কলকাতায় তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা সন্দীপ বিশ্বাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raiganj Municipality Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE