Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শ্বেতা পুলিশি হেফাজতেই

একইসঙ্গে এ দিন উত্তমবাবুর স্ত্রী লিপিকা মোহান্ত ও চিকিৎসক ধনঞ্জয় চতুর্বেদীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ০১:৫৬
Share: Save:

উত্তম মোহান্ত খুনের অভিযোগে ধৃত তাঁর মেয়ে শ্বেতাকে ফের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত৷ এ দিন জলপাইগুড়ির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দেবপ্রিয় বসু এই নির্দেশ দেন৷ একইসঙ্গে এ দিন উত্তমবাবুর স্ত্রী লিপিকা মোহান্ত ও চিকিৎসক ধনঞ্জয় চতুর্বেদীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত৷

গত ২৯ জুন এলআইসি-র ডেভলপমেন্ট অফিসার উত্তম মোহান্তের মৃত্যু হয় ৷ তাকে খুন করার অভিযোগে পরেরদিনই গ্রেফতার করা হয় তার স্ত্রী লিপিকাকে৷ ঘটনার তিনদিন পর গ্রেফতার হন চিকিৎসক ধনঞ্জয় চতুর্বেদী৷ কিন্তু এই ঘটনায় অন্যতম অভিযুক্ত লিপিকার প্রেমিক অনির্বাণ রায় এখনও পলাতক৷ গোটা ঘটনা নয়া মোড় নেয় গত বৃহস্পতিবার৷ ওইদিন গ্রেফতার করা হয় শ্বেতাকে৷

পাঁচদিন পুলিশ হেফাজত শেষ হওয়ার পর এ দিন শ্বেতাকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ৷ অনির্বাণকে খুঁজে বের করার উদ্দেশ্যে পুলিশ ফের ন’দিনের জন্য শ্বেতাকে হেফাজতে চায়৷ কিন্তু তাঁর আইনজীবী সন্দীপ দত্ত এর তীব্র বিরোধীতা করেন৷ সম্প্রতি প্রকাশ পাওয়া উত্তমবাবুর দেহের ময়না তদন্ত রিপোর্টের প্রসঙ্গও আদালতে তুলে ধরেন তিনি৷ সন্দীপবাবুর দাবি, ময়নাতদন্তের রিপোর্টে বিষের কথা উল্লেখ করা হয়নি৷ যার অর্থ, প্রাথমিকভাবে একে খুনের ঘটনা বলা যায় না৷ পাশাপাশি, কোনও এক অভিযুক্তকে খুঁজে বের করার জন্য অন্য এক অভিযুক্তকে পুলিশ কখনই হেফাজতে নিতে পারে না বলে দাবি করেন তিনি। আর তাই শ্বেতার পুলিশ হেফাজতের আর্জির বিরোধিতা করেন তিনি৷

তবে সরকারি আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় অবশ্য সন্দীপবাবুর এই আর্জির বিরোধিতা করেন৷ আদালতে তিনি বলেন, ‘‘এই মামলার মূল আসামী অনির্বাণ ধরা না পড়ায় তদন্ত ব্যাহত হচ্ছে৷ তাই তাকে ধরতে শ্বেতাকে হেফাজতে নেওয়া প্রয়োজন৷ ময়না তদন্তের রিপোর্টে চিকিৎসক তাঁর মতামত এখনও জানাননি। ফলে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়নি সেটাও বলা যাবে না৷’’

দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক শ্বেতাকে আটদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন৷ পাশাপাশি লিপিকা ও চিকিৎসক ধনঞ্জয় চতুর্বেদীর জামিনের আবেদনও তিনি এ দিন খারিজ করে দেন৷ এই ঘটনায় অনির্বাণ এখনও ধরা না পড়ায় উত্তমবাবুর বাড়ির লোকেরা এ দিন ফের সিআইডি তদন্তের দাবি জানানোর হুঁশিয়ারি দিয়েছেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Murder জলপাইগুড়ি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE