Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Dengue

ডেঙ্গি তুঙ্গে, কেন বন্ধ ফগিং

কিছু দিন আগে জলপাইগুড়ি পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পারিষদ সৈকত চট্টোপাধ্যায়ের আট বছরের শিশুকন্যা ডেঙ্গিতে আক্রান্ত হয়৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ০২:১৩
Share: Save:

শহরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ৷ অথচ চার দিন ধরে জলপাইগুড়ি শহরে পুরসভা ফগিং বন্ধ করেছে। তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ স্প্রে-র কাজ সর্বত্র সঠিক ভাবে হচ্ছে না বলেও অভিযোগ৷ তাতে ক্ষোভ বাড়তে শুরু করেছে বিভিন্ন মহলে৷ কালীপুজোর ঠিক আগে জেলার জলপাইগুড়ি, মালবাজার ও ধূপগুড়ির পুর কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন জেলাশাসক রচনা ভকত৷ ডেঙ্গি রুখতে ওই বৈঠক থেকেই পুর কর্তাদের ফগিং, স্প্রে ও সাফাই অভিযান জোরকদমে চালিয়ে যেতে প্রশাসনের কর্তারা নির্দেশ দেন৷ তার পরেও পুরসভার গা ছাড়া মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

কিছু দিন আগে জলপাইগুড়ি পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পারিষদ সৈকত চট্টোপাধ্যায়ের আট বছরের শিশুকন্যা ডেঙ্গিতে আক্রান্ত হয়৷ তার পরই শহরে ডেঙ্গির প্রকোপ ছড়ানো নিয়ে হইচই শুরু হয়। জানা যায়, জানুয়ারি থেকে এই পর্যন্ত শহরে ৪০ জনের বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন৷ শুধু তাই নয়, এই মুহূর্তেও শহরের কেউ কেউ ডেঙ্গি সন্দেহে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলেও অভিযোগ৷ এই পরিস্থিতিতে ফগিং, স্প্রে বন্ধ হলে রোগ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকদের অনেকে।

অভিযোগ, কালীপুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ফগিং বন্ধ জলপাইগুড়ি শহরে৷ স্প্রে হচ্ছে নামমাত্র৷ যদিও জলপাইগুড়ি পুরসভার স্যানিটারি বিভাগের কর্তাদের দাবি, সন্ধ্যার পর প্রচুর মানুষ প্রতিমা দর্শনে বের হচ্ছেন বলেই ফগিং বন্ধ রাখতে হয়েছে৷ তবে প্রতিদিন বিভিন্ন এলাকা স্প্রে জারি রয়েছে৷

যদিও ফগিং বন্ধ হওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা৷ তাঁদের অভিযোগ, শহরে ডেঙ্গির প্রভাব বাড়ছে৷ এই সময় ফগিং-এর মাত্রা আরও বৃদ্ধি করা উচিত৷ অথচ, ফগিং বন্ধ করে রেখে দিয়েছে পুরসভা৷ এ জন্য সরাসরি পুরকর্তাদের দায়ী করেছেন তাঁরা৷ জলপাইগুড়ি পুরসভার কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সির অভিযোগ, পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে তাঁর পারিষদদের সবাই ব্যস্ত উৎসবে৷ ততে স্যানিটারি বিভাগকে দিয়ে ঠিক মতো কাজই করাতে পারছেন না তাঁরা৷ তাই এই হাল৷ শুধু বিরোধীরাই নন৷ নাম প্রকাশে অনিচ্ছুক শাসকদলের কাউন্সিলরদের কয়েক জন বলেন, ‘‘ডেঙ্গি পরিস্থিতিতে চার দিন ধরে ফগিং-টা বন্ধ রাখা উচিত হয়নি৷’’

পুর চেয়ারম্যান মোহন বসু অবশ্য বলেন, ‘‘কিছু বিরোধী কাউন্সিলর ভিত্তিহীন অভিযোগ তুলছেন৷ তাঁরা ভুলে যাচ্ছেন যে, ফগিংটা করতে হয় সন্ধেয়৷ অথচ, সেই তখন প্রচুর মানুষ কালী পুজো দেখতে বের হচ্ছেন৷ ফলে সেই সময় ফগিং হলে তাঁরা সমস্যায় পড়বেন৷’’ বিরোধীরা ওই যুক্তি মানতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Jalpaiguri municipality fogging
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE