Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দুর্যোগে মৃত ১, জখম ৩

পাহাড় সমতল জুড়ে টানা সাত ঘন্টা ধরে চলল জোর ঝড় বৃষ্টি। ঝড়ের সময় ট্রাকের উপরে গাছ পড়ে মারা গিয়েছেন এক চালক। বাড়িতে বাজ পড়ে জখম হয়েছেন এক শিশু-সহ তিন জন।

ভয়াবহ: মেল্লিতে চালক-সহ ট্রাকের উপরে ভেঙে পড়েছে গাছ। উদ্ধারে ব্যস্ত স্থানীয়রা। ছবি: বিশ্বরূপ বসাক

ভয়াবহ: মেল্লিতে চালক-সহ ট্রাকের উপরে ভেঙে পড়েছে গাছ। উদ্ধারে ব্যস্ত স্থানীয়রা। ছবি: বিশ্বরূপ বসাক

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০২:৩৪
Share: Save:

পাহাড় সমতল জুড়ে টানা সাত ঘন্টা ধরে চলল জোর ঝড় বৃষ্টি। ঝড়ের সময় ট্রাকের উপরে গাছ পড়ে মারা গিয়েছেন এক চালক। বাড়িতে বাজ পড়ে জখম হয়েছেন এক শিশু-সহ তিন জন।

মঙ্গলবার সকালে প্রথম ঘটনাটি ঘটে সিকিমের মেল্লি চেকপোস্টের অদূরে ১০ নম্বর জাতীয় সড়কে। এর কিছুক্ষণ পর সমতলের নকশালবাড়ির অটল চা বাগানের উড়িয়া লাইনে বাজ পড়ে তিনজন গুরুতর জখম হন। এ দিন ভোর ৪টা থেকে ১১টা পর্যন্ত কমবেশি টানা বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় ঝড়ো হাওয়ায় হোর্ডিং, ফ্লেক্সও ছিড়ে পড়ে। টানা বৃষ্টিতে তাপমাত্রাও অনেকটাই নেমেছে।

মেল্লির ঘটনার জেরে ঘন্টা দু’য়েক সিকিম-বাংলার মধ্যে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ প্রশাসনের উদ্যোগে গাছ কেটে প্রায় গুড়িয়ে যাওয়া ট্রাক থেকে দেহটি উদ্ধার করা হয়। সিকিম পুলিশের তরফে জানানো হয়েছে, সিকিমে ঢোকার সময় রাস্তার দুই ধারে বেশ কিছু পুরনো গাছ রয়েছে। এরমধ্যে কয়েকটি বয়সের ভারে ঝুঁকে পড়েছে। তেমনিই একটি গাছ উপড়ে ট্রাকের উপর পড়ায় চালক মারা যান।

ঘন্টা দু’য়েক মধ্যে দ্বিতীয় বিপত্তি ঘটে নকশালবাড়িতে। বাজ পড়ে অটল চা বাগানের শ্রমিক বস্তির দু’টি বাড়ি পুড়ে যায়। পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় জখম হন কৌশল্যা বিশ্বকর্মা, তার ছোট মেয়ে অন্তরা বিশ্বকর্মা এবং পাশের আবাসনের বাসিন্দা সুনীতা বেহরা। অন্তরা এবং সুনীতাকে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কৌশল্যা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। ঘটনার পর ব্লক প্রশাসনের লোকজন এলাকায় যান। অটল চা বাগান কতৃর্পক্ষের তরফে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। শিলিগুড়ির মহকুমা শাসক পানিক্কর হরিশঙ্কর জানান,বাজ পড়ে জখমদের চিকিৎসার বিষয়টি দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Disaster Death Storm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE