Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিধায়ককে ঘিরে ক্ষোভ, শাস্তি নেত্রীর

দলের ধূপগুড়ি ব্লক নেতৃত্ব জানিয়েছেন, মহিলা নেত্রী মিতালি দত্ত সহ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল৷ ধূপগুড়িতে পুর নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছিল৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ০২:০৮
Share: Save:

বিধায়ককে ঘিরে বিক্ষোভ ও জেলা সহ সভাপতিকে হেনস্থা করায় ধূপগুড়িতে দলের মহিলা নেত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷

দলের ধূপগুড়ি ব্লক নেতৃত্ব জানিয়েছেন, মহিলা নেত্রী মিতালি দত্ত সহ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল৷ ধূপগুড়িতে পুর নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছিল৷ দল প্রার্থী না করায় ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডে দু’জন বিক্ষুব্ধ নির্দল হিসাবে নির্বাচনে দাঁড়ান৷ পরবর্তীতে জেলা নেতৃত্ব বুঝিয়ে ওই দুই নির্দল প্রার্থীকেই লড়াই থেকে বিরত করে৷

কিন্তু বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশের পর দেখা যায় ১৩ নম্বর ওয়ার্ডে জয় এলেও ১৫ নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী৷ ধূপগুড়ি হাই স্কুলে ভোটের ফল প্রকাশ হতেই সেখানে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ ১৫ নম্বর ওয়ার্ডের মহিলা নেত্রী মিতালি দত্ত সহ বেশ কয়েকজন অভিযোগ করেন, নির্দলকে লড়াই থেকে সরানোতেই ওই ওয়ার্ডে হারতে হয়েছে তাঁদের৷ ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের কর্মী-সমর্থকরা ওই ১৫ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা তথা ধূপগুড়ির দলীয় বিধায়ক মিতালি রায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পাশাপাশি দলের জেলা সহ সভাপতি দুলাল দেবনাথকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ৷

সূত্রের খবর, প্রথম দিকে তৃণমূল জেলা নেতৃত্ব আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলতে চেয়েছিলেন৷ কিংন্তু সংবাদ মাধ্যমে গোলমালের খবর প্রকাশিত হতেই বিক্ষোভ দেখানো দলের নেত্রী সহ অন্যান্য কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন তারা৷

তৃণমূলের ধূপগুড়ি ব্লক সভাপতি গোপাল মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ১৫ নম্বর ওয়ার্ডের নেত্রী মিতালী দত্ত সহ বেশ কয়েকজন দলের শৃঙ্খলাভঙ্গ করেছেন৷ মিতালিদেবী ছাড়াও বাকিদের চিহ্নিত করা হয়েছে৷ দলের জেলা শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷’’ নিতালি দত্তের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি৷

এ দিকে ধূপগুড়ি পুরভোটে বিজেপির জয়ী চার কাউন্সিলারের কেউ যেন প্রলোভনে পড়ে তৃণমূলে চলে না যায়, সেই আশঙ্কায় শুক্রবার বিজেপির রাজ্য সম্পাদক সুব্রত চট্যোপাধ্যায় জয়ী কাউন্সিলার ও নেতাদের নিয়ে বৈঠক করলেন। বিজেপি সুত্রে জানা গিয়েছে, তৃণমূল ইতিমধ্যে বিজেপি কাউন্সিলারদের কাউকে কাউকে দলে টানার প্রলোভন দিচ্ছে। সেই চেষ্টা যেন শুরুতেই বিনাস করা যায় তাই রাজ্য সম্পাদক এসেছেন।

বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক দেবাশিস চক্রবর্তী বলেন, “ধূপগুড়ি পুরসভার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চার জন প্রার্থী জিতেছেন। তৃণমূলের শত প্রলোভনেও কেউ বিজেপি ছেড়ে অন্য দলে যাবে না। শুক্রবার রাজ্য সম্পাদক এসে আগামি পরিকল্পনা ও জয়ীদের গাইডলাইন ঠিক করে দিতে বৈঠক করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC তৃণমূল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE