Advertisement
১৯ এপ্রিল ২০২৪

র‌্যালির সাফল্য দেখে বাড়ছে উৎসাহ

উদ্যোক্তারা জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাই বাঘা যতীন পার্ক থেকেই তা করতে চান। সেখান থেকে বাইক র‌্যালি হিলকার্ট রোড, সেবক রোড, চেকপোস্ট মোড়, চম্পাসারি, মাটিগাড়া হয়ে বাগডোগরা পর্যন্ত করতে পরিকল্পনা হচ্ছে।

শিলিগুড়ি শহরে বাংলাভাগের বিরুদ্ধে বাইক মিছিলে বাসিন্দারা। ছবি: বিশ্বরূপ বসাক

শিলিগুড়ি শহরে বাংলাভাগের বিরুদ্ধে বাইক মিছিলে বাসিন্দারা। ছবি: বিশ্বরূপ বসাক

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ০৪:২৩
Share: Save:

বাংলা ভাগের চেষ্টার বিরুদ্ধে রবিবার বাইক র‌্যালিকে ঘিরে উদ্দীপনা দেখে আরও বড় আকারে তা করার উদ্যোগ শুরু হয়েছে।

বিশেষ করে তরুণ প্রজন্মের উৎসাহ দেখে শিলিগুড়ি শহরই শুধু নয়, মাটিগাড়া, বাগডোগরার বাসিন্দাদেরও পরবর্তী র‌্যালিতে সামিল করাতে উদ্যোক্তারা সচেষ্ট হয়েছেন। তাতে সব মিলে ৫ হাজার বাইক সামিল করানোর চেষ্টা হচ্ছে বলে জানান।

বাংলা ভাগের চেষ্টার বিরুদ্ধে ওই র‌্যালি থেকে ফের বার্তা দিতে চান তাঁরা। তা ছাড়া প্রতিদিনই রাতের দিকে ছোট আকারে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বাইক নিয়ে পাহাড়ের আন্দোলনের বিরোধিতা, বাংলা ভাগের চেষ্টার বিরুদ্ধে র‌্যালি করার কথাও জানানো হয়েছে।

উদ্যোক্তারা জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাই বাঘা যতীন পার্ক থেকেই তা করতে চান। সেখান থেকে বাইক র‌্যালি হিলকার্ট রোড, সেবক রোড, চেকপোস্ট মোড়, চম্পাসারি, মাটিগাড়া হয়ে বাগডোগরা পর্যন্ত করতে পরিকল্পনা হচ্ছে। রবিবার রাতে তা নিয়ে একপ্রস্থ বৈঠকও হয়েছে।

র‌্যালি বড় হলে তার নিয়ন্ত্রণও যেন ঠিক থাকে সে দিকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও উঠেছে। কেন না, এ দিনও র‌্যালিতে নিয়ম মেনে হেলমেট পড়তে সকলকে জানানো হয়েছিল। জানিয়ে দেওয়া হয়েছিল একটি বাইকে চালক ছাড়া আর একজন আরোহী বসতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও কিছু যাঁরা গিয়েছিলেন, তাঁদের অনেকের হেলমেট ছিল না বলে অভিযোগ।

উদ্যোক্তাদের অন্যতম প্রদীপ দাশগুপ্ত বলেন, ‘‘শান্তির পরিবেশ বজায় রেখেই বাইক মিছিল করা হবে। অন্তত ৫ হাজার বাইককে সামিল করানোর লক্ষ্য নেওয়া হয়েছে। নিয়ম মেনে সকলেই যাতে চলেন তা নিশ্চয়ই দেখা হবে।’’

এ দিন মিছিলে পুলিশের যেমন কড়া নজরদারি ছিল তেমনই উদ্যোক্তাদের তরফেও সে দিকে খেয়াল রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে কিছু যুবক হেলমেট ছাড়া র‌্যালিতে বাইক নিয়ে সামিল হয়ে যে ঠিক করেননি তা জানানো হয়।

উদ্যোক্তারা জানান, ইতিমধ্যেই মাটিগাড়া, বাগডোগরা এলাকায় পাহাড়ে অশান্তি তৈরির বিরোধিতায় মিছিল হয়েছে। ওই সমস্ত মিছিলের উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। বাইক মিছিলে তাদের সামিল করানো হবে।

উদ্যোক্তাদের কয়েক জন বলেন, ‘‘পাহাড়ে আলাদা রাজ্যের দাবি নিয়ে আন্দোলন হবে, আর আমরা বাংলা ভাগের চেষ্টা দেখে চুপ করে বসে থাকব সেটা ভাবার কোনও কারণ নেই। তা ছাড়া সমতলেও পাহাড়ের আন্দোলনের আঁচ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা সেই চেষ্টা করছেন তাদের সতর্ক করতেই লাগাতার মিছিল, র‌্যালি চলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE