Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অভিযান, দায়িত্ব পুলিশকে

মহানন্দা নদীর চরকে দখলমুক্ত করার বিষয় নিয়ে শিলিগুড়ি পুলিশের কোর্টেই বল ঠেলে দিলেন দার্জিলিঙের জেলাশাসক জয়সী দাশগুপ্ত। আগামী ২৬ মে পুলিশ প্রস্তুত হলেই অভিযান হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০২:৪৩
Share: Save:

মহানন্দা নদীর চরকে দখলমুক্ত করার বিষয় নিয়ে শিলিগুড়ি পুলিশের কোর্টেই বল ঠেলে দিলেন দার্জিলিঙের জেলাশাসক জয়সী দাশগুপ্ত। আগামী ২৬ মে পুলিশ প্রস্তুত হলেই অভিযান হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে পুরসভা, পূর্ত, এসজেডিএ-র সিইও-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক। তবে পুলিশের প্রতিনিধি ছিলেন না।

মহানন্দাকে দূষণের হাতে থেকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের গ্রিন ট্রাইবুনালের মামলার পরিপ্রেক্ষিতে পুরসভাকে হলফনামা দিতে বলা হয়। জেলা প্রশাসনের কাছেও সরকারি তরফে রিপোর্ট তলব হয়। এর আগে দলখদারদের সরাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল পুরসভা। তাই অতিরিক্ত পুলিশ বাহিনী ছাড়া অভিযানের পক্ষপাতি নয় পুরসভা ও প্রশাসন। কিন্তু প্রয়োজনীয় পুলিশ না থাকায় অভিযানের দিন পিছিয়ে চলেছে। তাই আগামী ২৬ মে অভিযান হবে কি না সেই প্রশ্নও উঠে গেল।

পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেন, ‘‘কমিশনারেটের ফোর্স নানা দিকে কাজে থাকে। আমাদের সশস্ত্র বাহিনী, ব্যাটেলিয়ান থেকে ফোর্স আনাতে হবে। তা পেলেই অভিযান হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police Expedition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE