Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আমের শুল্ক কমাতে দাবি

আমের মরসুমেই তিন দিনের জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে আশায় বুক বেঁধেছেন মালদহের আম চাষিরাও।

অভিজিৎ সাহা
মালদহ শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ০২:৫৭
Share: Save:

আমের মরসুমেই তিন দিনের জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে আশায় বুক বেঁধেছেন মালদহের আম চাষিরাও। ফের বাংলাদেশে আম রফতানিতে মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়ে দ্বারস্থ হবেন জেলার ব্যবসায়ীরা।

সেই সঙ্গে, জেলাতে আবার আম নিয়ে শিল্প গড়ে তোলারও দাবি জানানো হবে বলে জানিয়েছেন মালদহ মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের সম্পাদক উজ্জ্বল সাহা। তিনি বলেন, বাংলাদেশ আমের উপর প্রতি কেজিতে ৫০ টাকা করে আমদানি শুল্ক বাড়িয়েছে। এমন অবস্থায় আম রফতানি বন্ধ হয়ে গিয়েছে।

মহদিপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে বাংলাদেশে আম রফতানি হত। সেই সময় বাংলাদেশে আমদানি শুল্ক ছিল মাত্র ১০ টাকা। তবে বিগত পাঁচেক ধরে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা আমদানি শুল্ক ৫০ টাকা বাড়িয়ে দেওয়ায় মাত্র এক কেজি আম রফতানি করতে খরচ হবে ৬০ টাকা। এ ছাড়া পরিবহণ, শ্রমিকের খরচ রয়েছে। তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সংগঠন গুলি। আম ব্যবসায়ী উজ্জ্বল চৌধুরী, সুব্রত সরকার প্রমুখেরা বলেন, বাংলাদেশ সরকার আমদানি শুল্ক কমালে আমকে কেন্দ্র করে মালদহের অর্থনৈতিক উন্নয়ণ ঘটবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করার দাবি জানাব আমরা।

উজ্জ্বলবাবু জানান, অন্য রাজ্যে আম রফতানির ক্ষেত্রে পরিবহণ খরচও অনেক বেশি। তাই রফতানির বিষয়টি তাঁরা মুখ্যমন্ত্রীর নজরে আনব। সেই সঙ্গে জেলাতে আমের উপরে শিল্প গড়ে তোলারও দাবি জানানো হবে মুখ্যমন্ত্রীকে।

মালদহের আম মূলত ত্রিপুরা, অসম, দিল্লিতে বেশি যায়। তবে পরিবহণ খরচ অনেক বেশি পড়ে যায় বলে দাবি ব্যবসায়ীদের। ফলে ভিন রাজ্যে আম গেলেও তেমন লাভের মুখ দেখতে পান না তাঁরা। তাই বাংলাদেশে আম রফতানিতে আগ্রহ বেশি ব্যবসায়ী ও চাষিদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Farmers Mango
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE