Advertisement
১৬ এপ্রিল ২০২৪

৭ জনের রক্তে ডেঙ্গির জীবাণু

মাস দু’য়েক আগে আটিয়াবাড়ি চা বাগানে প্রায় ৩০০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল। ডুয়ার্সের কালচিনি ব্লক ও আলিপুরদুয়ার শহরে এই সময়ে ম্যালেরিয়ার প্রভাব দেখা দেয় প্রতি বছর।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ০২:৩৮
Share: Save:

গত পনেরো দিনে সাত জনের রক্তে ডেঙ্গির জীবাণু ধরা পড়েছে আলিপুরদুয়ার জেলায়। জয়গাঁ এলাকায় সাত দিন আগে ছয় জনের শরীরে মিলেছে ডেঙ্গির জীবাণু। পনেরো দিনে জেলা শহর আলিপুরদুয়ারে মিলেছে একজনের শরীরে ডেঙ্গির জীবাণু। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গি ও জ্বর বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা।

মাস দু’য়েক আগে আটিয়াবাড়ি চা বাগানে প্রায় ৩০০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল। ডুয়ার্সের কালচিনি ব্লক ও আলিপুরদুয়ার শহরে এই সময়ে ম্যালেরিয়ার প্রভাব দেখা দেয় প্রতি বছর।

আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা জানান, আলিপুরদুয়ার পুরসভা এলাকায় এক জনের শরীরে ডেঙ্গি ধরা পড়েছিল দিন পনেরো আগে। জয়গাঁয় ছয় জনের শরীরে ডেঙ্গি ধরা পড়ে। তবে কেউ হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্যকর্মীরা মাসে দু’বার বাড়ি বাড়ি গিয়ে জ্বর আক্রান্তদের দেখছেন। রক্তের নমুনা নেওয়া হচ্ছে। তবে ব্যাপক আকারে ডেঙ্গি বা জ্বর এই দুই জায়গায় দেখা দেয়নি। স্বাস্থ্য কর্মীরা নিয়মিত এলাকায় নজরদারি চালাচ্ছেন। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার বংশবৃদ্ধি যাতে না হয়, তার পরামর্শ দেওয়া হচ্ছে।

আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও দিন দিন বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যা। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন জানান, জেলা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশ ভাইরাল ফিভারে আক্রান্ত। তবে মাঝে মধ্যে দুই একটি ম্যালেরিয়ার আক্রান্ত রোগীও ভর্তি হচ্ছে। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান আশিস দত্ত জানান, ‘‘শহরে এক জনের ডেঙ্গি ধরা পড়েছিল। তবে শুনেছি একজন কলকাতা থেকে জ্বর নিয়ে এসেছিলেন। পুরকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা করছেন। তাছাড়া মশা নিয়ন্ত্রনে কাজ হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dengue Alipurduar আলিপুরদুয়ার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE