Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আনাজ বোঝাই সিকিমের গাড়ি আটকাল সমতলে

ধূপগুড়ির সুপার মার্কেট এলাকার স্থানীয় গাড়ি চালকদের অভিযোগ, দিন সাতেক ধরে সিকিম ও কালিম্পঙের উদ্দেশ্যে যাওয়ার সময় তাঁদের একাধিক আনাজ ভর্তি গাড়িতে ভাঙচুর করা হয়েছে৷

বাধা: আটকে রাখা হয়েছে

বাধা: আটকে রাখা হয়েছে

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ০২:৫০
Share: Save:

আনাজ নিতে আসা সিকিম নম্বর প্লেটের একটি গাড়িকে ঘিরে উত্তেজনা ছড়াল ধূপগুড়িতে৷ স্থানীয় চালকেরা ওই গাড়ি আটকে রাখেন। তাঁদের দাবি, সিকিম ও কালিম্পঙে গত কয়েকদিেন সমতলের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাই সিকিমের গাড়িকে তাঁরা আনাজ নিয়ে যেতে দেবেন না।

মঙ্গলবার রাত আটটা নাগাদ ধূপগুড়ি সুপার মার্কেট ও পুরানো ফিশ মার্কেট এলাকার ঘটনা৷ সিকিমের উদ্দেশ্যে যাওয়া একাধিক আনাজ বোঝাই গাড়ি ভাঙচুর হয়েছে, এই অভিযোগে ওই গাড়িটিকে আনাজ নিতে বাধা দেন স্থানীয়ে গাড়িচালকেরা৷ খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পরিস্থিতি শান্ত করতে সিকিমের নম্বর প্লেট লাগানো গাড়িটি-সহ তার চালক ও খালাসিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ৷

ধূপগুড়ির সুপার মার্কেট এলাকার স্থানীয় গাড়ি চালকদের অভিযোগ, দিন সাতেক ধরে সিকিম ও কালিম্পঙের উদ্দেশ্যে যাওয়ার সময় তাঁদের একাধিক আনাজ ভর্তি গাড়িতে ভাঙচুর করা হয়েছে৷ স্থানীয় সূত্রের খবর, এরই মধ্যে এদিন রাতে সিকিম নম্বর প্লেটের একটি পিক আপ ভ্যানকে আনাজ বোঝাই করতে দেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা৷ ওই ভ্যানের চালক ও খালাসির সঙ্গে বচসা বেধে যায় তাঁদের৷ ধূপগুড়ির চালকদের পাশে দাঁড়ান শ্রমিকেরা৷ পরিস্থিতি অন্যদিকে যেতে পারে বুঝতে পেরে পুলিশ যায়৷

ক্ষুব্ধ স্থানীয় চালকেরা বলেন, ‘‘আমাদের গাড়ি সিকিম বা কালিম্পঙে গেলে ভাঙচুর হবে, আর সিকিমের গাড়ি এসে আনাজ নিয়ে যাবে সেটা হতে পারেনা৷ আমরা কোনও অবস্থাতেই সিকিমের গাড়িকে এখান থেকে আনাজ নিতে দেব না৷’’

ধূপগুড়ি থানার এক পুলিশ কর্তা জানান, স্থানীয় চালক ও শ্রমিকরা বাধা দেওয়ায় ওই পিক আপ ভ্যানের চালক ও খালাসি আনাজ নামিয়ে ফেলেছেন৷ ওই পুলিশ কর্তা এও দাবি করেন, সিকিমের ওই চালক ও খালাসি ইতিমধ্যেই গাড়ি নিয়ে ধূপগুড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন৷ জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, সিকিমের নম্বর প্লেট লাগানো একটি গাড়িকে ঘিরে ধূপগুড়িতে একটা গোলমাল হয়েছে বলে শুনেছি৷ এখন পরিস্থিতি শান্ত রয়েছে৷ গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE