Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কালিয়াচকে ফের বোমাবাজি, নিহত ১

ফের দুষ্কৃতীদের বোমাবাজিতে কেঁপে উঠল মালদহের কালিয়াচক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চারটি বোমার আঘাতে উত্তাল হল কালিয়াচকের জালালপুর। বোমাবাজির পরে গুলি করে এবং হাঁসুয়া দিয়ে আঘাত করে এক জমি ব্যবসায়ীকে হত্যা করল কালো কাপড়ে মুখ ঢাকা চার জন দুষ্কৃতী।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ১২:১৬
Share: Save:

ফের দুষ্কৃতীদের বোমাবাজিতে কেঁপে উঠল মালদহের কালিয়াচক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চারটি বোমার আঘাতে উত্তাল হল কালিয়াচকের জালালপুর। বোমাবাজির পরে গুলি করে এবং হাঁসুয়া দিয়ে আঘাত করে এক জমি ব্যবসায়ীকে হত্যা করল কালো কাপড়ে মুখ ঢাকা চার জন দুষ্কৃতী।

পুলিশ জানিয়েছে, হাইতুল শেখ নামে ওই জমি ব্যবসায়ী এ দিন সকালে জালালপুরের একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময়ে কালো কাপড়ে মুখ ঢাকা চার জন দুষ্কৃতী মোটরবাইকে করে সেখানে এসে হাজির হয়। পর পর চারটি বোমা ফেলে তারা ছত্রভঙ্গ করে দেয় আতঙ্কিত জনতাকে। এর পরে তারা হাইতুল শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির আঘাতে হাইতুল লুটিয়ে পড়লে হাঁসুয়া দিয়ে তারা কোপাতে থাকে তাঁকে। স্থানীয়রা বাধা দিতে ছুটে এলে তারা পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় হাইতুলকে নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে রওনা দেন স্থানীয়রা। পথে তাঁর অবস্থার অবনতি হতে থাকলে দেরি না করে তাঁকে ভর্তি করা হয় সুজাপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই হাইতুলের মৃত্যু হয়েছে।

ঘটনাটি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। কথায় কথায় বোমাবাজি, গুলির চলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও বোমাবাজির পর এখন জালালপুরের ওই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। দুষ্কৃতীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kaliachak group clash police malda blast
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE