Advertisement
২৬ এপ্রিল ২০২৪

২০ মিনিটের ঝড়ে জেলা জুড়ে ক্ষতি

শুক্রবার রাতে মাত্র ২০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হল আলিপুরদুয়ার শহর এবং আলিপুরদুয়ার ২ ব্লকের চাপরেরপাড় ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অন্তত ২০০টি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ২০০টি বাড়ি। দু’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৬০ বিঘা জমিতে ভুট্টা, বরো ধান, সুপারি ও কলা চাষে ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ৮টি স্কুলবাড়ির চাল উড়ে গিয়েছে।

আলিপুরদুয়ারে ঝড়ের তাণ্ডব। ছবি: রাজু সাহা।

আলিপুরদুয়ারে ঝড়ের তাণ্ডব। ছবি: রাজু সাহা।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ০১:২৫
Share: Save:

শুক্রবার রাতে মাত্র ২০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হল আলিপুরদুয়ার শহর এবং আলিপুরদুয়ার ২ ব্লকের চাপরেরপাড় ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অন্তত ২০০টি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ২০০টি বাড়ি। দু’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৬০ বিঘা জমিতে ভুট্টা, বরো ধান, সুপারি ও কলা চাষে ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ৮টি স্কুলবাড়ির চাল উড়ে গিয়েছে। সব মিলিয়ে অন্তত দেড় হাজার আম, কাঁঠাল, সুপারি গাছ ভেঙে গোটা এলাকার বিদ্যুৎ ও টেলিফোন পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের দাপটে উপরে গেছে প্রায় দেড়শো বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি। এর ফলে শনিবার রাত থেকে আলিপুরদুয়ার পুর এলাকা, বীরপাড়া, চাপরেরপারের বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ ও টেলিফোন পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। আলিপুরদুয়ারের বীরপাড়া, চৌপথী ও পোস্ট অফিসের সামনে দু’টি বড় গাছ রাস্তার উপর ভেঙে পড়ায় এ দিন রাত থেকে শনিবার সকাল প্রায় ১১টা পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হয়।

প্রশাসন সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত আড়াইটে নাগাদ মাত্র ২০ মিনিটের ঝড় বয়ে যায়। এতে আলিপুরদুয়ার ১ ব্লকের বীরপাড়া এবং ২ ব্লকের চাপরেরপাড় ১ গ্রাম পঞ্চায়েতের চন্ডিরঝার, চ্যাংপাড়া, শোভাগঞ্জ এবং চাপরেরপাড় ২ গ্রাম পঞ্চায়েতের পলাশতলি, চালনিরপাক, বড়চৌকি এলাকা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আলিপুরদুয়ার পুর এলাকার ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৮ নম্বর ওয়ার্ডে ৪০০টি বাড়ির ক্ষতি হয়েছে। আলিপুরদুয়ারের মহকুমা শাসক সমীরণ মণ্ডল বলেন, “বিডিও-র কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। দ্রুত ত্রাণ বিলির উদ্যোগ নেওয়া হচ্ছে”।

জেলার বিদ্যুৎ বন্টন দফতর ডিভিশনাল ম্যানেজার দীপককুমার দাস জানান, প্রচুর খুঁটি ভেঙে পড়ায় আলিপুরদুয়ার পুর এলাকার বীরপাড়া ও চাপরেরপাড় এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিষেবা স্বাভাবিক করতে দ্রুত গতিতে মেরামতির কাজ শুরু করা হয়েছে। শনিবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গেছে, শনিবারের রাতের ঝড়ে জেলার বিভিন্ন এলাকার আটটি প্রাথমিক বিদ্যালয় একটি শিশু শিক্ষা কেন্দ্র ও একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের চাল উড়ে গিয়েছে।

এর মধ্যে সাতবাকি এসসি নিউ প্রাথমিক বিদ্যালয়ের ঘরের চাল উড়ে যাওয়ায় মিড ডে মিলের দেড় বস্তা চাল বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়েছে। ডিপিএসসি চেয়ারম্যান সমীর নার্জিনারী জানান, “ক্ষতিগ্রস্ত স্কুলগুলি পরিদর্শন করে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE