Advertisement
১৭ এপ্রিল ২০২৪

শিশুকে সামনে আনতে নির্দেশ

সিডব্লিউসি-র অনুমতি ছাড়া শিশুকে ছেড়ে দেওয়ার ঘটনায় চাপ বাড়ল জলপাইগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষের৷ আগামী মঙ্গলবার দুপুরের মধ্যে ওই শিশুকে সিডব্লিউসি-র সামনে হাজির করানোর জন্য এ দিন হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল৷ যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০১:৫৪
Share: Save:

সিডব্লিউসি-র অনুমতি ছাড়া শিশুকে ছেড়ে দেওয়ার ঘটনায় চাপ বাড়ল জলপাইগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষের৷ আগামী মঙ্গলবার দুপুরের মধ্যে ওই শিশুকে সিডব্লিউসি-র সামনে হাজির করানোর জন্য এ দিন হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল৷ যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷

সিডব্লিউসি সূত্রের খবর‍, ২০১৬ সালের ৯ অক্টোবর জলপাইগুড়ির ইন্দিরা কলোনির এক বাসিন্দা ১৮ দিনের শিশুটিকে নিয়ে জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য যান৷ কিন্তু ওই ব্যক্তিকে দেখে চিকিৎসকদের সন্দেহ হয়৷ হাসপাতাল থেকে বিষয়টি জলপাইগুড়ি সিডব্লিউসি-কে জানান হয়৷ সিডব্লিউসি জানিয়েছে, পরেরদিনই তারা হাসপাতালে যান৷ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশুটিকে হাসপাতালে রেখে দিতে বলেন৷

বৃহস্পতিবার সিডব্লিউসি-র এক সদস্য আচমকাই টেলিফোনে শিশুটির ব্যাপারে খোঁজ নিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে জানান, সুস্থ হওয়ার পুলিশ রিপোর্টের ভিত্তিতে তারা শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দিয়ে দিয়েছেন৷ এই ঘটনায় স্বাভাবিকভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ সিডব্লিউসি৷

সিডব্লিউসি-র চেয়ারপার্সন বেবি উপাধ্যায় বলেন, ‘‘আগামী মঙ্গলবার দুপুরের মধ্যে শিশুটিকে সিডব্লিউসি-তে হাজির করানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে৷’’ তিনি জানান, শনিবার, ছুটির দিন থাকায় হাসপাতালের কেউ এ দিন চিঠিটি নিতে চাননি৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিটি মেল করে দিয়েছি৷

বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার গয়ারাম নস্করের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি৷ এসএমএসেরও উত্তর দেননি৷ তবে সিএমওএইচ জগন্নাথ সরকার দাবি করেন, তিনি বিষয়টি জানেননা৷ খোঁজ নিয়ে দেখবেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health CWC Jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE