Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মারধর, হুমকির অভিযোগে ধৃত বাম প্রার্থীর স্বামী

তৃণমূল কর্মীদের মারধর ও ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক সিপিএম প্রার্থীর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ভক্তিনগর থানার ৪১ এবং ৪২ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। ওই প্রার্থীর স্বামী নিজেও এাকার এলকজন সিপিএম নেতা। তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে তার জামিন নামঞ্জুর করেন বিচারক।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৫ ০২:০৮
Share: Save:

তৃণমূল কর্মীদের মারধর ও ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক সিপিএম প্রার্থীর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ভক্তিনগর থানার ৪১ এবং ৪২ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। ওই প্রার্থীর স্বামী নিজেও এাকার এলকজন সিপিএম নেতা। তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে তার জামিন নামঞ্জুর করেন বিচারক। পুলিশ জানিয়েছে ধৃতের নাম বীরভদ্র ওরফে মঞ্জয় সিংহ। তার বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি সম্পূর্ণ সাজানো ও মিথ্যা বলে দাবি করেন ধৃতের স্ত্রী তথা এবারের ৪৩ নম্বর ওয়ার্ডের সিপিএমের বিদায়ী কাউন্সিলর রাগিণী সিংহ। গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে সকাল থেকে রাগিনীদেবীর নেতৃত্বে সিপিএম কর্মীরা ভক্তিনগর থানা ঘেরাও করেন। ঘন্টাখানেক ঘেরাও চলে। পুলিশ জানিয়েছে, মঞ্জয়বাবুকে আগামী ৪ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ৫ মে ফের তাঁকে আদালতে তোলা হবে। ঘটনায় জেরে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। অশোকবাবু অভিযোগ করেন, ‘‘মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইভাবে হেনস্থা করা হচ্ছে। পুলিশ একেবারেই নিরপেক্ষ নয়।’’ বিক্ষোভের সময় সেখানে যান, সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকারও।

যদিও শিলিগুড়ি পুলিশের এসিপি (পূর্ব) পিনাকী মজুমদার বলেন, ‘‘অভিযোগ অনুযায়ী পদক্ষেপ হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে ৪২, ৪৩ নম্বর ওয়ার্ডে জটলা তৈরি করে এলাকায় জমা হয়েছিলেন সিপিএম ও তৃণমূল কর্মী-সমর্থকেরা। ৪২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে সিপিএমের সমর্থকেরা কটুক্তি করেন বলে অভিযোগ। তার পরেই তাঁদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। সেই তর্কাতর্কি থেকে মারামারি হয়। সেখানে গিয়ে ৪৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীর স্বামী ধৃত মঞ্জয়বাবু এক তৃণমূল কর্মীকে মারধর করেন বলে অভিযোগ। তাঁর মাথা ফেটে গিয়েছে। ওই তৃণমূল অভিযোগের ভিত্তিতেই পুলিশ ধৃতের বিরুদ্ধে ৩০৭ ধারায় জামিন অযোগ্য মামলা করেছে।

ধৃতের বিরুদ্ধে ৪৩ নম্বর ওয়ার্ডের আরেক তৃণমূল কর্মীকে মোবাইলে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম প্রার্থী তথা ধৃতের স্ত্রী রাগিনীদেবী। তিনি বলেন, ‘‘আমার স্বামী পাড়া ছেড়ে কোথাও যায়নি। পুলিশ মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা সাজিয়েছে। কোনও তদন্ত করেনি। বরং রাতে ঘুম থেকে তুলে আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে অশালীন আচরণ করেছে পুলিশ কর্মীরা।’’

এদিন সকালে ভক্তিনগর থানায় একটি পাল্টা অভিযোগ দায়ের করেছেন রাগিনীদেবী। এ বিষয়ে তৃণমূলের তরফে দলের অন্যতম জেলা কার্যকরী সভাপতি কৃষ্ণ পাল বলেন, ‘‘কোথায় কী হয়েছে আমার জানা নেই। তবে এমন ঘটনা ঘটলে পুলিশ দেখবে। অপরাধ করে কেউ ছাড় না পায় সেটা পুলিশকে দেখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE