Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জল নিয়ে নালিশ আবাসনে

সরকারি আবাসনে সব জায়গায় আয়রন মিশ্রিত নোংরা জলের সরবরাহ হচ্ছে। এই অভিযোগে পূর্ত দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছিলেন শিলিগুড়ি বিচারক আবাসনের বাসিন্দারা। সেই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ না করায় সম্প্রতি মহকুমা আইনি পরিষেবা কমিটির দ্বারস্থ হন আবাসিকেরা।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৮
Share: Save:

সরকারি আবাসনে সব জায়গায় আয়রন মিশ্রিত নোংরা জলের সরবরাহ হচ্ছে। এই অভিযোগে পূর্ত দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছিলেন শিলিগুড়ি বিচারক আবাসনের বাসিন্দারা। সেই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ না করায় সম্প্রতি মহকুমা আইনি পরিষেবা কমিটির দ্বারস্থ হন আবাসিকেরা। গত মঙ্গলবার কমিটির চেয়ারম্যান তথা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অজয়কুমার দাস একটি নির্দেশ জারি করে আগামী ২২ ফেব্রুয়ারি পূর্ত দফতরের বাস্তুকারদের রিপোর্ট-সহ হাজিরার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি জেরে নড়েচড়ে বসেছেন পূর্ত দফতরের আধিকারিকেরা। বুধবার দুপুরে দফতরের বাস্তুকারেরা আবাসনে গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মহকুমা আইনি পরিষেবা কমিটির সদস্যরাও সেখানে গিয়ে সরজমিনে অবস্থা খতিয়ে দেখেন। আবাসিকদের অভিযোগ, গত বছরের নভেম্বর মাস থেকে গোটা আবাসনের জল খারাপ হয়ে গিয়েছে। তার জেরে তো নানা চর্মরোগ হচ্ছে বলেও তাঁদের দাবি। জল পরিশোধন করার মেশিনেও কাজ হচ্ছে না। এর জেরে প্রতিদিন দাম দিয়ে খাওয়ার জলও কিনতে হচ্ছে আবাসিকদের। পূর্ত দফতরের সহকারি বাস্তুকার সুজিত দাস জানান, জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপলাইনের জল সরবরাহের ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কাজ কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Iron Dirty Water Government Housing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE