Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বৃষ্টিতেও ঠাসা ভিড়

এয়ারভিউ মোড় হয়ে বর্ধমান রোড ধরে মিছিল যত এগিয়েছে, আরও অনেকে বাইক নিয়ে তাতে সামিল হন। নৌকাঘাট মোড়, তিনবাত্তি হয়ে র‌্যালি যাওয়ার সময় জোরাল স্লোগানে গলা মিলিয়েছেন অংশগ্রহণকারীরা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ০৪:২১
Share: Save:

ফের বাংলাভাগের বিরুদ্ধে মিছিলে বার্তা দিল সমতল। এ বার মিছিল হল বাইকে।

বৃষ্টি মাথায় নিয়েই শিলিগুড়ির রাজপথে শুরু হয়েছিল বাইক মিছিল। বাঘাযতীন পার্ক থেকে মিছিলের মাথা যখন হাসমিচক পৌঁছেছে, তখন তুমুল বৃষ্টি নামে। তবু বাইকের লাইন ভাঙেনি। জাতীয় পতাকায় নিয়ে সারি দিয়ে এগিয়েছে কয়েক’শো বাইক। মিছিলে ছিলেন তরুণী-যুবতীরাও। হেলমেট মাথায় কেউ স্কুটি চালিয়ে মিছিলে গিয়েছেন, কেউ বা পিছনে সওয়ার হয়ে হাতে জাতীয় পতাকা ধরেছেন। শিলিগুড়িতে আগের মিছিলগুলির মতো এ দিনের মিছিলের ডাক এসেছিলে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল, বাইক নিয়ে বাঘাযতীন পার্কে আসার আহ্বান। তাতেই রবিবার দুপুরে কয়েকশো বাইক জড়ো হয় বাঘাযতীন পার্কে। মিছিলের ঢের আগে থেকে ভিড় বাড়তে থাকায় ওই এলাকা দিয়ে যান চলাচলই বন্ধ হয়ে যায়।

বৃষ্টির মধ্যেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে, জাতীয় পতাকা তুলে মিছিল এগিয়েছে। তরুণীরাও স্কুটার নিয়ে সামিল হয়েছিলেন অনেকে। হাসমিচক, নিউ জলপাইগুড়ি নেতাজি মোড় সহ বিভিন্ন জায়গায় র‌্যালি দাঁড় করিয়ে স্লোগান তোলা হয় বাংলাভাগের চেষ্টার বিরুদ্ধে। মোর্চার নেতাদের বিরুদ্ধেও স্লোগান ওঠে।

এয়ারভিউ মোড় হয়ে বর্ধমান রোড ধরে মিছিল যত এগিয়েছে, আরও অনেকে বাইক নিয়ে তাতে সামিল হন। নৌকাঘাট মোড়, তিনবাত্তি হয়ে র‌্যালি যাওয়ার সময় জোরাল স্লোগানে গলা মিলিয়েছেন অংশগ্রহণকারীরা। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রদীপ দাশগুপ্ত, সায়নদীপ রায়, শঙ্কর দাস, রাজ চৌধুরী, শ্যামল ভৌমিকদের মতো অনেকেই। প্রদীপবাবু বলেন, ‘‘কোনও ভাবেই বাংলা ভাগের চেষ্টা মেনে নেওয়া হবে না। এর জন্য যত দূর যেতে হয়, যা কিছু করতে হয় আমরা করতে প্রস্তুত। পাহাড়কে অশান্ত করে তোলা হয়েছে। এর বিরুদ্ধে আমাদের মিছিল, বাইক র‌্যালি লাগাতার চলবে।’’ তাঁদের অভিযোগ, পাহাড়ের সব ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। আগুন লাগানো হচ্ছে। সমতলে এসে খুকুরি উঁচিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এ সব বরদাস্ত করা হবে না বলে মিছিল থেকে স্লোগান দেওয়া হয়েছে। রাজ্য ভাগ রুখতে, উস্কানিমূলক আচরণের প্রতিবাদে শীঘ্রই তাঁরা সই সংগ্রহ অভিযানেও নামবেন বলে জানানো হয়েছে। সই সংগ্রহ করে তা মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানান।

প্রদীপবাবুদের উদ্যোগে এদিন বাইক মিছিলকে ঘিরে সকাল থেকেই উৎসাহ ছিল তুঙ্গে। গত কয়েক দিন ধরেই হোয়াটসঅ্যাপে, মোবাইল মেসেজের মাধ্যমে উৎসাহীদের খবর দেওয়া হয়। এ দিন বেলা সাড়ে ১০টা থেকেই সেই মতো বাইক নিয়ে র‌্যালির জন্য তাঁরা আসতে শুরু করেন। একটি ছোট ম্যাটাডরে মাইক বাঁধা হয়, বাংলা ভাগের চেষ্টার বিরুদ্ধে এই র‌্যালির ব্যানার লাগানো হয়। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বাইক আরোহীরা যেন নিয়ম মেনে হেলমেট পড়েন। প্রত্যেকের হাতে জাতীয় পতাকা নিতে বলা হয়। পুলিশের তরফে র‌্যালিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। শিলিগুড়ি থানার আইসি গাড়িতে করে র‌্যালির সঙ্গেই শুধু থেকে শেষ পর্যন্ত ঘুরেছেন।

তিনবাত্তি থেকে গেটবাজার, নিউ জলপাইগুড়ি থানা মোড়, এনজেপি নেতাজি মোড়, এনটিএস মোড়, টিকিটাপাড়া, উড়ালপুল হয়ে হাসমিচকে পৌঁছয়। সেখানে কিছুক্ষণ দাড়িয়ে স্লোগান চলে। সেখান থেকে ফের বাঘা যতীন পার্কে গিয়েই র‌্যালি শেষ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE