Advertisement
২০ এপ্রিল ২০২৪

ইসলামপুরে ফের জয়ী কানাইয়ালাল

শিলিগুড়ির মতই, বোর্ড গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পেলেও ইসলামপুর পুরসভার চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করে লড়াই-এ নামে তৃণমূল। এবং প্রত্যাশামতই ভোটাভুটিতে জিতে আরেক দফায় পুর চেয়ারম্যান হলেন কংগ্রেসের কানাইয়ালাল অগ্রবাল। তিনি ৯-৩ ভোটে হারিয়ে দেন তৃণমূলের সংঙ্ঘমিত্রা দেব পাল চৌধুরীকে।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০২:৫০
Share: Save:

শিলিগুড়ির মতই, বোর্ড গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পেলেও ইসলামপুর পুরসভার চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করে লড়াই-এ নামে তৃণমূল। এবং প্রত্যাশামতই ভোটাভুটিতে জিতে আরেক দফায় পুর চেয়ারম্যান হলেন কংগ্রেসের কানাইয়ালাল অগ্রবাল। তিনি ৯-৩ ভোটে হারিয়ে দেন তৃণমূলের সংঙ্ঘমিত্রা দেব পাল চৌধুরীকে।

বিজেপি এবং নির্দল কাউন্সিলররা উপস্থিত থাকলে ভোটাভুটিতে অংশ নেননি। এবার ইসলামপুর পুরসভার ১৭টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ১০টি আসন, বিজেপি ৩টি, নির্দল ১টি ও তৃণমূল পেয়েছে ৩টি আসন। ১৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর জ্যোতি দত্তকে এদিনের সভার সভাপতি করা হয়েছিল। ভোটে জেতার পরই চেয়ারম্যান হিসাবে শপথ নেন কানাইয়ালালবাবু। ইসলামপুরের মহকুমা শাসক বিভু গোয়েল বলেন, ‘‘সম্পূর্ণ প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে।’’

নতুন চেয়ারম্যান বলেন, ‘‘তৃণমূল যে ক’টি আসনে জিতেছিলেন সেই ক’টি ভোটই পেয়েছে। এলাকায় ধারাবাহিক উন্নয়ন হয়েছে বলেই মানুষ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। সংখ্যা না থাকলেও ভোটে দাঁড়ানো নিয়ে কী আর বলব। আমরা শহরের উন্নয়নের জন্য কাজ করব। প্রথম কাজই হবে, বর্ষার মুখে নিকাশি ব্যবস্থা ঠিক রাখা।’’ তিনি জানান, দ্রুত ভাইস চেয়ারম্যান-সহ অন্য পদগুলির দায়িত্ব কাদের দেওয়া হবে, তা ঠিক করা হবে।

তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি তথা ইসলামপুরের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য বিজয়ী কাউন্সিলর মেহেতাব চৌধুরী বলেন, ‘‘আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনেই ভোটে লড়েছি। সরকারপক্ষ এবং এলাকার উন্নয়নের কথা ভেবে আমরা আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেছিলাম। তা হয়নি। আমরা কাউন্সিলর হিসাবেই কাজ করব।’’ এদিন কানাইয়ালাল অগ্রবাল চেয়ারম্যান হওয়ার পরেই উল্লাসে ফেটে পড়ে কংগ্রেসের নেতা-কর্মীরা। এলাকায় মিছিলও করে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE