Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অনশন ভাঙল না

অনশন তুলে নিতে প্রাক্তন কেএলও সদস্য ও লিঙ্কম্যানদের অনুরোধ করলেন টম অধিকারী, পবিত্র সিংহ, অনন্ত রায়, হৃদয় রায়রা৷ মঙ্গলবার জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গিয়ে অনশনরত প্রাক্তন কেএলও সদস্য ও লিঙ্কম্যানদের সঙ্গে দেখা করেন তাঁরা৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০২:৪৮
Share: Save:

অনশন তুলে নিতে প্রাক্তন কেএলও সদস্য ও লিঙ্কম্যানদের অনুরোধ করলেন টম অধিকারী, পবিত্র সিংহ, অনন্ত রায়, হৃদয় রায়রা৷ মঙ্গলবার জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গিয়ে অনশনরত প্রাক্তন কেএলও সদস্য ও লিঙ্কম্যানদের সঙ্গে দেখা করেন তাঁরা৷ তবে আন্দোলনকারীরা অবশ্য এখনও নিজেদের অবস্থানে অনড়৷

চাকরিতে স্থায়ীকরণের দাবিতে সোমবার থেকে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে মুখ্য স্বাস্থ্য অধিকর্তার দফতরের সামনে অনশন শুরু করেছেন ১৪ জন প্রাক্তন কেএলও সদস্য ও লিঙ্কম্যান৷ তাঁদের অভিযোগ, ২০০৪ সালে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে স্বাস্থ্য দফতরে গাড়ি চালক হিসেবে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু এখনও তাঁদের স্থায়ী করা হয়নি। তাঁদের বেতন নিয়েও চলছে চূড়ান্ত বৈষম্য৷ বারবার প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও কোনও কাজ হয়নি। তারপরে বাধ্য হয়েই তাঁরা অনশনে বসেছেন৷

অনশনে শুরু করার পরে সোমবার রাতেই তিন জন অসুস্থ বোধ করেন৷ রাতেই চিকিৎসকেরা তাঁদের পরীক্ষা করেন৷ যদিও অনশন প্রত্যাহার করা হয়নি। সোমবার রাতে জলপাইগুড়ির প্রশাসনিক কর্তারাও অনশনকারীদের সঙ্গে দেখা করেন৷ তাঁদের দাবি খতিয়ে দেখার আশ্বাসের পাশাপাশি দাবি পূরণের আগে প্যাকেজ সিস্টেমে তাদের বেতন দেওয়া যায় কিনা সে ব্যাপারটিও খতিয়ে দেখার আশ্বাস দেন৷ বিনিময়ে আন্দোলনকারীদের অনশন তুলে নিতে অনুরোধ করেন৷ কিন্তু অনশনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকেন৷

এই পরিস্থিতিতে এ দিন দুপুরে টম-অনন্তরা তাদের সঙ্গে দেখা করেন৷ তাঁরা প্রায় ৪৫ মিনিট সেখানে থেকে অনশনকারীদের সঙ্গে কথা বলেন৷ সেখান থেকে যাওয়ার আগে টম বলেন, ‘‘আন্দোলনকারীরা দীর্ঘ দিনের ভুক্তভোগী৷ বাধ্য হয়েই অনশনে বসেছেন৷ তবে এ টুকু বলব, অনশন করে সব সময় দাবি আদায় করা যায় না৷’’ তিনি জানান, দাবি আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা প্রয়োজন৷ অনশনকারীদের তিনি বলেছেন, যে হেতু মুখ্যমন্ত্রী এই মুহুর্তে উত্তরবঙ্গেই রয়েছেন, তাই জেলাশাসকের মাধ্যমে তাঁর কাছে একটি স্মারকলিপি পাঠিয়ে নিজেদের দাবি আদায়ের সময়সীমা দিয়ে অনশন তুলে নেওয়া যেতে পারে৷

যদিও টমের এই পরামর্শের পরও অবশ্য নিজেদের অবস্থানে অনড় অনশনকারীরা৷ প্রাক্তন কেএলও সদস্য সতীপ্রসাদ রায় বলেন, ‘‘টম আমাদের অনশন তুলে নিতে বলেছেন ঠিকই, কিন্তু এত বছর ধরে পরিবার-পরিজনদের নিয়ে আমরা কী ভাবে চলছি, সেটা ওরা বুঝতে পারছেন না৷ তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবেই৷’’

জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য অধিকর্তা জগন্নাথ সরকার বলেন, ‘‘অনশনকারীদের সঙ্গে আমরাও সহমর্মী৷ সে জন্যই ওদের দাবি যথাস্থানে পাঠানো হয়েছে৷ আমাদের অনুরোধ তাঁরা অনশন তুলে নিন৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hunger Strike KLO Linkman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE