Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কেবল কেটে বিপত্তি ফোনে

গত শুক্রবার একটি চা বাগানের সমস্যা নিয়ে ওসি তপন পালের সঙ্গে আলোচনা করতে নকশালবাড়ি থানার ল্যান্ডলাইনে ফোন করেন শাসক দলের নেতা নির্জল দে।

কৌশিক চৌধুরী
শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০২:১৬
Share: Save:

গত শুক্রবার একটি চা বাগানের সমস্যা নিয়ে ওসি তপন পালের সঙ্গে আলোচনা করতে নকশালবাড়ি থানার ল্যান্ডলাইনে ফোন করেন শাসক দলের নেতা নির্জল দে। থানার ফোন বেজে গেলেও ওপাশ থেকে সাড়াশব্দ না পেয়ে শেষে গাড়ি নিয়ে তিনি হাজির হন থানায়। সেখানে শোনেন, গত বুধবার সকাল থেকে থানার ফোন বিকল। মোবাইলও কাজ করছে না। অফিসারদের অন্য সংস্থার মোবাইলগুলি দিয়ে থানার কাজ চালাতে হচ্ছে।

থানার থেকেও খারাপ অবস্থা নকশালবাড়ি ব্লক অফিসের। সেখানে সম্বল দুটি ল্যান্ডলাইন। দু’টিই বসে গিয়েছে। ব্রডব্যান্ড বন্ধ। অনলাইনে নানা রিপোর্ট বা মেল পাঠানোর কাজ রয়েছে। সে সব ছাড়াও সোমবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন জেলা সফরে। তার নানা কাজ রয়েছে। সবই কোনওমতে বেসরকারি সংস্থার ব্রডব্যান্ড আর মোবাইল দিয়ে কাজ চালাতে হচ্ছে।

সরকারি দফতরই বা থানা নয়, গত বুধবার থেকে শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের বিএসএনএল পরিষেবা কার্যত বন্ধ হয়ে রয়েছে। মোবাইল, ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড বেশির ভাগ সংযোগই বন্ধ। দিনে অন্তত ৫০টি করে অভিযোগ বিএসএনএলে জমাও পড়ছে। শনিবার সন্ধ্যায় তাতে ব্লকের কিছু কিছু এলাকায় পরিষেবা ঠিক হলেও বেশিরভাগ পরিষেবা বন্ধ।

সংস্থা সূত্রের খবর, মঙ্গলবার রাতে বাগডোগরা থেকে নকশালবাড়ি যাওয়ার জাতীয় সড়কে এশিয়ান হাইওয়ের কাজের সময় মাটির নিচের বিএসএনএলের একাধিক আন্ডার গ্রাউন্ড কেবল এবং ফাইবার অপটিক কেবল কেটে যাওয়ায় এই বিপত্তি। ফলে নকশালবাড়ি ব্লকের বিএসএনএল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্লকের বিডিও কিংশুক মাইতি বলেন, ‘‘সাঙ্ঘাতিক অবস্থার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে। বারবার অভিযোগ করে এখনও কিছু হয়নি।’’

পুলিশ-প্রশাসনের মত বিপাকে ব্যবসায়ীরাও। নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি অনিল সাহা বা প্রাক্তন কর্তা দেবপ্রসাদ ভৌমিক জানান, ১২০০ উপর ব্যবসায়ী সদস্য রয়েছে। অর্ধেকের উপর ব্যবসায়ীর বিএসএনএল মোবাইল, ল্যান্ডলাইন সংযোগ। গত কয়েকদিনে যা চলছে তাতে ব্যবসা তুলে দেওয়ার জোগাড়। অন্য নম্বর দিতে কোনওমতে কাজ করতে হচ্ছে। উত্তরবঙ্গের ব্যবসায়ীদের অন্যতম ফোসিনের সম্পাদক বিশ্বজিৎ দাস বলেছেন, ‘‘সরকারি পরিষেবার উপর তো আর ভরসাই রাখা যাচ্ছে। গোটা ব্লক স্তব্ধ, বিএসএনএলের অফিসারেরা কী করছেন, বুঝতে পারছি না।’’

যদিও সোমবারের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, বিএসএনএলের শিলিগুড়ি টেলিকম ডিস্ট্রিক্ট-এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার শেরিং ডুকপা। তিনি বলেন, ‘‘এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। মেরামতি শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE