Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মাথাভাঙায় শুরু ভাষা ল্যাবরেটরি

এ বার ‘ভাষা ল্যাবরেটরি’ চালু হচ্ছে কোচবিহারের প্রত্যন্ত এলাকা মাথাভাঙার খেতি হাইস্কুলে। স্কুল সূত্রে গিয়েছে, ইংরেজি শেখার আগ্রহ বাড়াতে ওই পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০৩:০৮
Share: Save:

এ বার ‘ভাষা ল্যাবরেটরি’ চালু হচ্ছে কোচবিহারের প্রত্যন্ত এলাকা মাথাভাঙার খেতি হাইস্কুলে। স্কুল সূত্রে গিয়েছে, ইংরেজি শেখার আগ্রহ বাড়াতে ওই পরিকল্পনা নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, রাজ্যের কোনও স্কুলে প্রথম ‘ভাষা ল্যাবরেটরি’ তাঁরাই চালু করছেন। আজ শুক্রবার ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, সাংসদ পার্থপ্রতিম রায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। সাংসদ পার্থবাবু বলেন, “ভাল উদ্যোগ। এতে অন্য স্কুলগুলিও এমন উদ্যোগে উৎসাহিত হবে।” খেতি হাইস্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, “ইংরেজি নিয়ে উৎসাহ বাড়াতে ওই পরিকল্পনা। রাজ্যের কোনও স্কুলে এমন ল্যাবরেটরি প্রথম চালু হচ্ছে।”

কী থাকছে ওই ল্যাবরেটরিতে? কী ভাবেই বা চলবে ভাষা শেখার পাঠ? স্কুল সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় ভুগোল, বিজ্ঞানের মতো বিষয়ের ল্যাবরেটরির মতো একটি পৃথক ঘর থাকছে। তাতে রাখা হবে ন্যূনতম ১০টি কম্পিউটার। যা একটি সার্ভারের মাধ্যমে যুক্ত থাকবে। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির ইংরেজি পাঠ্যক্রম ‘অডিও ভিস্যুয়াল এফেক্টের’ মাধ্যমে তুলে ধরা হবে। শিক্ষক তার সূচি অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। মনিটরে তা দেখা, হেডফোনের মাধ্যমে শুনতে পারবে পড়ুয়ারা। স্কুলের এক শিক্ষক জানান, ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত স্কুলে পড়ুয়ার সংখ্যা ১৬৬৫ জন। স্থায়ী শিক্ষক ২১ জন। নির্মল বিদ্যালয়, শিশুমিত্র পুরস্কার, যামিনী রায় পুরস্কারের মত নানা সম্মান তাঁদের ঝুলিতে রয়েছে।

এ ছাড়াও নির্দিষ্ট সফ্‌টওয়্যারের মাধ্যমে প্যারাগ্রাফ শোনা, তার শব্দচয়ন দেখে উচ্চারণ করে রেকর্ডিং করে ভুল শোধরানোর পাশাপাশি প্রশ্নোত্তরের সুযোগও মিলবে। যে বেসরকারি সংস্থা ওই কাজের দায়িত্বে রয়েছে তাদের প্রতিনিধি কৃশানু দে বলেন, “প্রত্যন্ত এলাকাগুলিতেও মেধাবী পড়ুয়া বাংলা মাধ্যমেও অসংখ্য। কিন্তু ইংরেজিতে সড়গড় না হওয়ায় তাদের অনেকেই নানা সমস্যায় পড়তে হয়। ভাষা ল্যাবরেটরি ওই সমস্যা কাটাতে সাহায্য করবে।” তুফানগঞ্জের মুগাভোগ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ ঝা বলেন, “আমাদের স্কুলেও এমাসের দ্বিতীয় সপ্তাহে ওই ল্যাবরেটরি চালুর চেষ্টা চলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Language Laboratory
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE