Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রফা নিয়ে উল্টো সুর

আসন্ন রায়গঞ্জ পুরসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও রফায় না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। তবে যে সমস্ত ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দেবে না, সেইসব ওয়ার্ডে বিজেপি ও তৃণমূল বিরোধী রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য বাসিন্দাদের আবেদন জানানো হবে বলে জানালেন জেলা বামফ্রন্ট তথা সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০২:১০
Share: Save:

আসন্ন রায়গঞ্জ পুরসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও রফায় না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। তবে যে সমস্ত ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দেবে না, সেইসব ওয়ার্ডে বিজেপি ও তৃণমূল বিরোধী রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য বাসিন্দাদের আবেদন জানানো হবে বলে জানালেন জেলা বামফ্রন্ট তথা সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল। বুধবার রায়গঞ্জে সিপিএমের উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে জেলা বামফ্রন্টের বৈঠক হয়। ওই বৈঠকের পর এ কথা জানান তিনি।

আগামী ১৪ মে পুরসভার ২৭টি ওয়ার্ডে নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে বামফ্রন্টের বিভিন্ন শরিক দলের মধ্যে আসন ভাগাভাগি ও কংগ্রেসের সঙ্গে পাশাপাশি চলার ব্যাপারে অবস্থান চূড়ান্ত করতে এ দিন জেলা বামফ্রন্টের বৈঠক হয়। ওই বৈঠকে সিপিএম, সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদকরা সহ জেলা স্তরের একাধিক নেতা উপস্থিত ছিলেন। বামফ্রন্ট সূত্রের খবর, রাজ্য নেতৃত্বও চাইছেন না নির্বাচনে একসঙ্গে লড়ুক বাম-কংগ্রেস। অপূর্ববাবুর বক্তব্য, যে সব ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দিচ্ছে না, সেই সব ওয়ার্ডে বিজেপি ও তৃণমূল বিরোধী রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হবে।

তবে গত এক সপ্তাহে জেলা বামফ্রন্ট নেতারা কংগ্রেসের সঙ্গে তিনবার বৈঠক করেছেন বলে দাবি করেছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ। পবিত্রবাবুর দাবি, তৃণমূল ও বিজেপিকে রুখতে ২৭টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ১৮ ও বামফ্রন্ট ৯টি ওয়ার্ডে প্রার্থী দেবে বলে চূড়ান্ত হয়েছে। কংগ্রেস ও বামফ্রন্টের প্রার্থীরা দুই দলের নেতা কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচার চালাবেন বলেও চূড়ান্ত হয়েছে। জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, ‘‘শহরের উন্নয়নের স্বার্থে বাসিন্দারা বিধানসভা নির্বাচনের মতো পুরসভা নির্বাচনেও কংগ্রেস -সিপিএমকে পরাস্ত করে তৃণমূলকে পুরসভা উপহার দেবেন।’’

বিজেপির জেলা সভাপতি নির্মল দামের দাবি, শহরের সাধারণ মানুষ বিজেপির পাশে আছেন। তাই বিরোধীদের নীতি আদর্শহীন রাজনীতি নিয়ে তাঁদের কোনও মাথাব্যথা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE