Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফব ছাড়লেন মহানন্দ মণ্ডল

এলাকার উন্নয়নে বঞ্চনার অভিযোগ তুলে দলের নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠালেন ফরওয়ার্ড ব্লকের শিলিগুড়ি জোনের কার্যকরী সভাপতি মহানন্দ মণ্ডল। রবিবার দুপুরের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০২:২৮
Share: Save:

এলাকার উন্নয়নে বঞ্চনার অভিযোগ তুলে দলের নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠালেন ফরওয়ার্ড ব্লকের শিলিগুড়ি জোনের কার্যকরী সভাপতি মহানন্দ মণ্ডল। রবিবার দুপুরের ঘটনা।

শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের রামঘাটে বৈদ্যুতিক চুল্লি প্রকল্পের বিরোধিতা করে আন্দোলনে নেমে মহানন্দবাবু গ্রেফতার হন। ঘটনায় শিলিগুড়ি থানার আইসির গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিছু দিন পর তিনি ফরওয়ার্ড ব্লকে যোগ দেন। তাঁকে দলের তরফে শহরের নেতাও ঘোষণা করা হয়। গত সপ্তাহেও তিনি ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য কর্মসূচিতে নেতৃত্ব দেন। কিন্তু ভিতরে বেশ কিছু দিন ধরেই দল তো বটেই বামেদের সঙ্গেই তাঁর দূরত্ব বাড়ছিল। কয়েক দিন আগে তিনি বিজেপির সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে দেখা করেন। এ দিন সন্ধেয় সাংসদের একটি সভাতেও যান।

মহানন্দবাবু জানান, শহরে বামবোর্ড চলছে। অথচ রাস্তাঘাট, পানীয় জল বিদ্যুতের সঠিক ব্যবস্থা নেই। সব চেয়ে বেশি ডেঙ্গিপ্রবণ এলাকা হলেও হেলথ সেন্টার হয়নি। মানুষের প্রত্যাশা আর তারা পূরণ করতে পারছি না বলেই দল ছাড়ছেন তিনি। তিনি বলেন, ‘‘নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। দু’এক দিনেই সংবাদমাধ্যমকে ডেকে সব বলব। বিজেপি নেতাদের সঙ্গে কথা হয়েছে। লুকনোর কিছু নেই। অনুগামীদের নিয়ে বিজেপিতেই যাচ্ছি।’’

দলের নেতার পদত্যাগ নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অনিরুদ্ধ বসু। তিনি বলেন, ‘‘এখনও মহানন্দর চিঠি পাইনি। পেলে দেখব।’’ বিজেপির জেলার অন্যতম সাধারণ সম্পাদক অভিজিৎ রায় চৌধুরী জানান, সাংসদের সঙ্গে মহানন্দবাবুর কথা হয়েছে। সময় মতো সব ঘোষণা করে দেওয়া হবে। গত পুরভোটে ৫ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দুর্গা সিংহ জেতেন। তিনি মেয়র পারিষদও হন। মহানন্দবাবু ভোটে সক্রিয় ভূমিকা নেন। দুর্গাদেবী এবং তাঁর বাবা, প্রাক্তন কাউন্সিলর অমরনাথ সিংহ তৃণমূলে পরে যোগ দিলেও তিনি বাম শিবিরেই থেকে যান। এ বার তিনি নাম লেখাতে চললেন বিজেপি শিবিরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahananda Mondal Forward Bloc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE