Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুরুষ কর্মী নয় হোমে

কোচবিহারের ‘শহিদ বন্দনা স্মৃতি মহিলা আবাস’-এ আর কোনও পুরুষ কর্মীকে কাজ দেওয়া হচ্ছে না। হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শমীক ঘোষ
শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০২:৪৩
Share: Save:

কোচবিহারের ‘শহিদ বন্দনা স্মৃতি মহিলা আবাস’-এ আর কোনও পুরুষ কর্মীকে কাজ দেওয়া হচ্ছে না। হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার।

ওই হোমে গত বছর এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ ওঠার পর সেখানকার আবাসিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কয়েক মাস আগে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে জনস্বার্থে একটি মামলাও হয়। সেই মামলার শুনানিতে শুক্রবার একটি রিপোর্ট পেশ করে ওই কথা জানান রাজ্যের কৌঁসুলি অমিতেশ বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের বিভিন্ন হোম নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই উদ্বেগ প্রকাশ করেছে। কোচবিহারের ওই হোমের আবাসিকদের নিরাপত্তা, চিকিৎসা, লেখাপড়া-সহ কী কী সুযোগ-সুবিধা রয়েছে তা জানাতে গত মার্চ মাসে রাজ্যকে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। জনস্বার্থে মামলার আবেদনকারী, আইনজীবী তাপস ভঞ্জ জানান, রিপোর্টে বলা হয়েছে, হোমের নিরাপত্তার জন্য মহিলা সিভিক পুলিশ নিয়োগ করা হয়েছে। আবাসিকদের লেখাপড়ার জন্য নিযুক্ত পুরুষ শিক্ষকদের সরিয়ে শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছে। ২৪ ঘণ্টা সুপার থাকছেন হোমে। নিয়মিত হোম পরিদর্শনে যান শিশু অধিকার রক্ষা কমিশনের কর্তারা। মামলার আবেদনকারী তাপসবাবু জানান, একই সঙ্গে রাজ্য স্বীকার করেছে, ওই হোমে ৯টি পদে এখনও লোক নেই।

সরকারি কৌঁসুলি আরও জানান, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত পুরুষ কর্মীর বিচার চলছে জেলা আদালতে। ওই নাবালিকাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ির ‘অনুভব’ হোমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Home Male Workers Security Issue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE