Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সঙ্কোশের জল নিন, সভায় মত

তিস্তার জল নিয়ে ফের নিজের বক্তব্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহার রাসমেলার মাঠে কেপিপির সভায় তিনি জানান, তিস্তার জল নিয়ে তাঁর বক্তব্য কয়েক জায়গায় সঠিক ভাবে পরিবেশন করা হয়নি।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০২:৩৫
Share: Save:

তিস্তার জল নিয়ে ফের নিজের বক্তব্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহার রাসমেলার মাঠে কেপিপির সভায় তিনি জানান, তিস্তার জল নিয়ে তাঁর বক্তব্য কয়েক জায়গায় সঠিক ভাবে পরিবেশন করা হয়নি।

তিনি বলেন, “আজকে আমি পরিষ্কার করে বলি, বাংলাদেশকে খুব ভালবাসি।’’ তারপরেই তিনি বলেন, ‘‘বাংলাদেশ জল চায় তাতে, আমাদের কোনও আপত্তি নেই। জল যেখানে আছে সেখান থেকে দেব। যেখানে নেই সেখান থেকে কী করে দেব?’’

মুখ্যমন্ত্রী পরিষ্কার করে সভায় বলেন, তিস্তায় জল নেই। তিস্তার জল গেলে শিলিগুড়ি, জলপাইগুড়ি জল পাবে না। চাষিরা চাষ করতে পারবে না। তিনি বলেন, ‘‘আমি দেখেছি বলে তাই বলেছি। আপনারা বিকল্প ব্যবস্থা দেখুন। যেখান থেকে জল নিলে সমস্যা হবে না। সঙ্কোশের জল আমাদের ভাসিয়ে দিয়ে চলে যায়। কেন তা নিয়ে পরিকল্পনা করেন না? সেখান থেকে নিয়ে যান তোর্সা, মানসাই হয়ে। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ।” তিনি সেই প্রসঙ্গে জানান, ছিটমহল সমস্যার সমাধানে তিনি উদ্যোগী হয়েছেন। তিনি বলেন, “ছিটমহল নিয়ে আমাদের বলতে হয়নি। সত্তর বছরে যা হয়নি আমরা করে দিয়েছি। বাংলাদেশের মানুষেরা বাংলাদেশে গিয়েছেন। ভারতের মানুষ ভারতে এসেছেন।”

পাশাপাশি অভিযোগ করেন, আত্রেয়ী নদীর জল বাঁধ দিয়ে আটকানো হয়েছে। মমতা বলেন, ‘‘সেটা ছেড়ে দিন। বালুরঘাট জল পাচ্ছে না।’’ মুখ্যমন্ত্রী বলেন, “ দুই দেশ দুই দেশে জন্যে কাজ করব। আমি সবাইকে ভালবাসি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Teesta Deal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE