Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কটূক্তির প্রতিবাদ করে ফাটল মাথা

বাড়ি ভাড়া নিয়ে থাকা কলেজ পড়ুয়া তিন ছাত্রীকে ক্রমাগত উত্ত্যক্ত করত এক যুবক। প্রতিবাদ জানিয়েও ফল হয়নি। তারপরে পুলিশে অভিযোগ জানানোর চেষ্টা করায় গৃহকর্তাকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

• আহত: মালদহ েমডিক্যালে মহম্মদ মোস্তাফা। নিজস্ব চিত্র

• আহত: মালদহ েমডিক্যালে মহম্মদ মোস্তাফা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০২:৪৪
Share: Save:

বাড়ি ভাড়া নিয়ে থাকা কলেজ পড়ুয়া তিন ছাত্রীকে ক্রমাগত উত্ত্যক্ত করত এক যুবক। প্রতিবাদ জানিয়েও ফল হয়নি। তারপরে পুলিশে অভিযোগ জানানোর চেষ্টা করায় গৃহকর্তাকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

মালদহের চাঁচলের ভাগভাদো এলাকায় মঙ্গলবার সকালে এরপরে রক্তাক্ত গৃহকর্তাকে রাস্তা থেকে উদ্ধার করেন বাসিন্দারাই। তিনি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

গত বছর নভেম্বর থেকে কভাগভাদো এলাকায় মহম্মদ মোস্তাফার বাড়িতে ভাড়া নিয়ে থাকেন সামসি কলেজের বিএ প্রথম বর্ষের তিন ছাত্রী। তাঁদের বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকায়। অভিযোগ, দুলাল শেখ নামে ওই যুবক কখনও কলেজে যাওয়ার সময় পথ আটকে উত্ত্যক্ত করত, কখনও ঘরের জানালায় দাঁড়িয়ে অশালীন মন্তব্য ছুড়ে দিত। দিন দশেক আগে ওই যুবক তাঁদের ঘরের জানালা ভেঙে দেয়। তা নিয়ে সালিশিও হয়। সেখানে ওই যুবক আর এমন হবে না বলে জানালেও তার দৌরাত্ম্য বন্ধ হয়নি। সোমবার রাতেও একই ঘটনার পর এ দিন সকালে থানায় অভিযোগ জানানোর জন্য বের হন গৃহকর্তা। রাস্তাতেই তাঁর মাথায় আঘাত করায় সেখানেই লুটিয়ে পড়েন মোস্তাফা। যুবকের বাবা দানেশ আলির অবশ্য দাবি, মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE