Advertisement
২০ এপ্রিল ২০২৪
জর্জরিত শিলিগুড়ি
Dengue

হাল দেখে ক্ষুব্ধ মেয়র

বৃহস্পতিবার ১৫ নম্বর ওয়ার্ডের মেঘনাদ সাহা সরণি ঘুরে তা টের পেলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। পুরকর্মী এবং আধিকারিকদের একাংশ যে ডেঙ্গি প্রতিরোধে নজরদারির কাজ ঠিক মতো করছেন না বলে অভিযোগ।

সরেজমিনে: কোথায় জল জমেছে দেখছেন মেয়র। নিজস্ব চিত্র

সরেজমিনে: কোথায় জল জমেছে দেখছেন মেয়র। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০১:৪৭
Share: Save:

কোনও বাড়ির ছাদে জল। কোথাও নির্মীয়মাণ ভবনে তৈরি ভুগর্ভস্থ ট্যাঙ্কের ঢাকা খোলা থাকায় জল জমে মশার লার্ভা জন্মাচ্ছে। কোথাও ছাদে বালতিতে জল জমে রয়েছে। বস্তুত, পুর-কর্তৃপক্ষ মনে করছে বাড়ির ভিতরে জমে থাকা জলেই ১২,১৫,১৬ ইত্যাদি ওয়ার্ড ডেঙ্গির বাহক মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার ১৫ নম্বর ওয়ার্ডের মেঘনাদ সাহা সরণি ঘুরে তা টের পেলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। পুরকর্মী এবং আধিকারিকদের একাংশ যে ডেঙ্গি প্রতিরোধে নজরদারির কাজ ঠিক মতো করছেন না বলে অভিযোগ। নির্মাণ কাজের জায়গায় ভূগর্ভস্থ ট্যাঙ্কে জল জমে থাকতে দেখে মেয়র নির্দেশ দিয়েছেন, নির্মাণ অবিলম্বে বন্ধ করতে নোটিস পাঠানোর। আবর্জনা পড়ে নিকাশি বন্ধ হচ্ছে দেখে দ্রুত সাফ করতে বলেন। মেয়র বলেন, ‘‘আমি এ দিন গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’’ মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত বিশ্বাস বলেন, ‘‘বাড়ির ভিতরে জল জমে থাকা বন্ধ করতে না পারলে রোগের প্রকোপ বাড়বে।’’ ১৫ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় করবেন। বাসিন্দাদের সচেতন করার কাজে জোর দিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ।

শহরে এ দিন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশোর মতো। প্রতিদিনই শতাধিক নতুন রোগীর রক্ত পরীক্ষা হচ্ছে শিলিগুড়ি হাসপাতালে। মঙ্গলবার রাতে প্রধাননগরের বাসিন্দা যে হোমিওপ্যাথি চিকিৎসক ডেঙ্গিতে মারা গিয়েছেন বলে পরিবারের লোক জানিয়েছিলেন তাঁর রক্তের ম্যাক এলাইজা পরীক্ষায় অবশ্য ডেঙ্গির জীবাণু মেলেনি বলে জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে।

ডেঙ্গি রুখতে পুরসভা ব্যর্থ বলে অভিযোগ বিরোধী দলনেতা রঞ্জন সরকারের। আজ, শুক্রবার পুরভবনে তাঁরা তা নিয়ে বিক্ষোভ অবস্থান করবেন। শহরে এই পরিস্থিতির মধ্যে শহর ছেড়ে মেয়রের কলকাতায় চলে যাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার দুপুরের বিমানে তিনি কলকাতায় যান। বিধানসভার শিল্প বণিজ্য বিষয়ক একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতেই এদিন তিনি কলকাতায় গিয়েছেন বলে জানিয়েছেন। তবে শহরে ডেঙ্গি যখন ভয়াবহ আকার নিয়েছে সে সময় তিনি কলকাতায় চলে যাওয়া নিয়ে বিরোধী দলনেতা রঞ্জন সরকার, কংগ্রেসের পরিষদীয় দলনেতা সুজয় ঘটকরা প্রশ্ন তুলেছেন। মেয়র অবশ্য বলেন, ‘‘ওই কমিটির কয়েকটি বৈঠকে যাওয়া হয়নি। তাই যেতেই হচ্ছে।’’ তবে সেখানেই থাকুন শহরের পরিস্থিতির দিকেই তাঁর নজর সবসময় রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE