Advertisement
২০ এপ্রিল ২০২৪

হাসপাতালে ফের অডিট

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার ডেপুটি সিএমওএইচ-১ ও স্বাস্থ্য দফতরের অ্যাকাউন্ট অফিসারকে এই ইন্টার্নাল অডিটের দায়িত্ব দেওয়া হয়েছে৷ জুলাই মাসের মধ্যে জেলার হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে মোট ন’টি কেন্দ্রে গিয়ে তাঁরা অডিট করবেন৷

জলপাইগুড়ি জেলার হাসপাতাল। —ফাইল চিত্র।

জলপাইগুড়ি জেলার হাসপাতাল। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ০৩:১৭
Share: Save:

কয়েক বছর বন্ধ থাকার পর জলপাইগুড়ি জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ফের শুরু হচ্ছে ‘ইন্টার্নাল অডিট’৷ কিছু দিন আগে জলপাইগুড়ি জেলা হাসপাতালে হওয়া থিমেটিক অডিটে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার হিসাবে ব্যাপক গড়মিল ধরা পড়ে৷ ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতেই জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য কর্তাদের এই ইন্টারনাল অডিটের নিয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে৷

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার ডেপুটি সিএমওএইচ-১ ও স্বাস্থ্য দফতরের অ্যাকাউন্ট অফিসারকে এই ইন্টার্নাল অডিটের দায়িত্ব দেওয়া হয়েছে৷ জুলাই মাসের মধ্যে জেলার হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে মোট ন’টি কেন্দ্রে গিয়ে তাঁরা অডিট করবেন৷ সেই রিপোর্ট জমা পড়বে স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে৷ অডিটে কোন হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে হিসাবে গড়মিলের অভিযোগ মিললে ব্যবস্থা নেবেন স্বাস্থ্য কর্তারা৷

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এক সময় জলপাইগুড়ি জেলায় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রায় প্রতিবছরই ইন্টারনাল অডিট হত৷ কিন্তু কোন এক অজ্ঞাত কারণে গত কয়েক বছর ধরে তা বন্ধ রয়েছে৷ এরই মধ্যে সম্প্রতি এজি বেঙ্গলের কর্তারা জলপাইগুড়ি জেলা হাসপাতালে থিমেটিক অডিটের জন্য আসেন৷ কিন্তু রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমার যোজনার হিসাবে ব্যাপক গড়মিল নজরে পড়ে তাদের৷ অডিট করতে আসা কর্তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওই যোজনার গত পাঁচ বছরের হিসাব চাইলেও তিন বছরের হিসাব দিতেই পারেননি তাঁরা৷ এমনকী হাসপাতালে বিরুদ্ধে গত পাঁচ বছরে একটি অভিযোগও জমা পড়েনি বলে ওই অডিটের সময় দাবি করেন হাসপাতাল কর্তারা৷

সূত্রের খবর, বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত জেলা প্রশাসনের বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়৷ সম্প্রতি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকেও প্রশাসনের কর্তারা বিষয়টি নিয়ে নিজেদের অসন্তোষের কথা স্বাস্থ্য দফতরের কর্তাদের জানান৷ যদিও সেই বৈঠকে জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা দাবি করেন, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার হিসাব-পত্র যিনি দেখেন তিনি অসুস্থ থাকার জন্য অডিট করতে আসা প্রতিনিধিদের কাছে তিন বছরের হিসাব দাখিল করা যায়নি৷ বৈঠকের সময় ওই তিন বছরের হিসেব প্রশাসনের কর্তাদের সামনে তুলে ধরেন হাসপাতাল কর্তারা৷ কিন্তু এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে সে জন্য স্বাস্থ্য কর্তাদের সতর্ক থাকতে বলেন প্রশাসনের কর্তারা৷ এরপরই ইন্টারনাল অডিটের সিদ্ধান্ত নেন জেলা স্বাস্থ্য কর্তারা৷

জলপাইগুড়ির সিএমওএইচ জগন্নাথ সরকার বলেন, জুলাই মাসের মধ্যে জলপাইগুড়ি জেলা হাসপাতাল, মালবাজার মহকুমা হাসপাতাল সহ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়ে অডিট করবেন ডেপুটি সিএমওএইচ -১ এবং অ্যাকাউন্টস অফিসার৷ ওই দুই আধিকারিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিভিন্ন প্রকল্পের টাকা-পয়সা সংক্রান্ত, কেনা-কাটা সংক্রান্ত ও ওষুধ সংক্রান্ত হিসাবের ওপর অডিট করবেন৷ সিএমওএইচ বলেন, আগে এই ইন্টার্নাল অডিট নিয়মিত হলেও অনেকদিন বন্ধ রয়েছে৷ নিজেদের সন্তুষ্টির জন্যই এই অডিট ফের চালু হচ্ছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hospital Audit অডিট
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE