Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অনুষ্ঠানে গেট বন্ধ দেখে ক্ষুব্ধ মন্ত্রী

বৃহস্পতিবার থেকে আনন্দচন্দ্র কলেজের দু’দিনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়৷ প্রথমদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ এ দিন বেলা এগারোটায় দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল পর্যটনমন্ত্রীর।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ০১:৫৭
Share: Save:

অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রী চলে এসেছেন৷ অথচ, কলেজের গেট খোলার জন্য কেউ নেই৷ মন্ত্রী অনুষ্ঠান উদ্বোধন করতে যাবেন৷ অথচ, মঞ্চই তৈরি হয়নি৷ শুক্রবার আনন্দচন্দ্র কলেজের ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে এমনই সব অব্যবস্থা দেখে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব৷

বৃহস্পতিবার থেকে আনন্দচন্দ্র কলেজের দু’দিনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়৷ প্রথমদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ এ দিন বেলা এগারোটায় দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল পর্যটনমন্ত্রীর। কিন্তু নিউ জলপাইগুড়ি এলাকায় খুনের ঘটনায় মন্ত্রী সেখানে যাওয়ায় আনন্দচন্দ্র কলেজে আসতে তারও খানিকটা দেরি হয়৷ বেলা সাড়ে এগারোটা নাগাদ মন্ত্রীর গাড়ি কলেজের গেটের সামনে এসে পৌঁছায়৷ অভিযোগ সেই সময় কলেজের গেট বন্ধ ছিল৷ গাড়ির চালক বারবার হর্ন বাজানোর পরে কেউ একজন দৌড়ে গিয়ে গেট খুলে দেয়৷ এরপর মন্ত্রী কলেজের ভেতরে গিয়ে দেখেন অনুষ্ঠানের মঞ্চ তখনও সাজানো হয়নি৷ দর্শকাসন ফাঁকা৷ সোজা অধ্যক্ষের ঘরে গিয়ে তার কাছে কলেজ কর্তৃপক্ষের সামনে নিজের ক্ষোভ উগরে দেন মন্ত্রী৷ বলেন, ‘‘দুপুর একটায় শিলিগুড়িতে ডেঙ্গি পরিস্থিতি পরিদর্শন রয়েছে৷ এখানে এ ভাবে দেরি হলে শিলিগুড়িতে অপেক্ষা করা সরকারি আধিকারিক-কর্মীরা কী ভাববেন?’’ দুপুর ১২টা ১০মিনিট পর্যন্ত অধ্যক্ষের ঘরেই অপেক্ষা করতে হয় মন্ত্রীকে৷ শেষ পর্যন্ত মন্ত্রীর তাড়াতেই অধ্যক্ষ তাকে নিয়ে মঞ্চে যান৷ সঙ্গে যান বাকি অতিথিরাও৷ তখনও বেশিরভাগ দর্শকাসনই ফাঁকা৷ তার মধ্যেই অনুষ্ঠান শুরু করে দেন মন্ত্রী৷ আর এই অব্যবস্থার জন্য নিজের ক্ষোভও উগরে দেন৷

পর্যটনমন্ত্রী বলেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলাটা খুবই গুরুত্বপূর্ণ৷’’ এতে স্বাভাবিক ভাবেই বিব্রত কলেজ কর্তৃপক্ষ৷ অধ্যক্ষ আব্দুর রেজ্জাক বলেন, ‘‘মন্ত্রী সময় মতো এসেছিলেন৷ কিন্তু দুর্ভাগ্য, আমরা অনুষ্ঠান শুরু করতে দেরি করেছি৷’’ কলেজ কর্তৃপক্ষের সাফাই, বৃহস্পতিবার রাত এগারোটা পর্যন্ত প্রথমদিনের অনুষ্ঠান চলেছে৷ ক্লান্ত থাকাতেই এ দিন অনুষ্ঠানে আসতে অনেকের দেরি হয়৷ তাই এই পরিস্থিতি৷ তবে ক্ষোভ প্রকাশ করলেও মন্ত্রী এ দিন জানান, আনন্দচন্দ্র কলেজে পঠনপাঠনের জন্য উন্নত পরিকাঠামো দরকার হবে তা রাজ্য সরকার দেওয়ার চেষ্টা করবে৷

এ দিনের অনুষ্ঠানে পাহাড় প্রসঙ্গে বিমল গুরুঙ্গের নাম না করে পর্যটনমন্ত্রী বলেন, ‘‘বৃহস্পতিবার বিনয় তামাং একটি জনসভা করেছেন৷ জিএনএলএফ-ও বলেছে তারা বন্‌ধ চায় না৷ কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বন্‌ধ হবে বলে পাহাড়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন৷ আমরা আশা করব, তাঁর শুভবুদ্ধির উদয় হবে৷ পাহাড়ে শান্তি ফিরবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goutam Deb Angry গৌতম দেব
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE