Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মেয়ে হোমে, না দেখতে পেয়ে ক্ষুব্ধ মা

একটি শিশু চুরি হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২ তারিখ৷ ওই মাসেরই ১০ তারিখ তাকে উদ্ধার করা হয়৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০১:৩৮
Share: Save:

একটি শিশু চুরি হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২ তারিখ৷ ওই মাসেরই ১০ তারিখ তাকে উদ্ধার করা হয়৷ কিন্তু তার পরেও হোমে রাখা শিশুর সঙ্গে প্রায় দশ মাস ধরে মা-বাবাকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন ময়নাগুড়ির ধর্মপুরের বালাপাড়ার এক দম্পতি৷

জানা গিয়েছে, ২ ফেব্রুয়ারি ময়নাগুড়ি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ওই এলাকারই বাসিন্দা মুনমুন দাস৷ তাঁর আরও দুই মেয়ে রয়েছে৷

মুনমুনদেবীর অভিযোগ, পরের দিনই অপরিচিত এক মহিলা এসে তাঁকে জানায়, তিন মেয়ের জন্য তিনি নাকি তিন হাজার টাকা পাবেন৷ ৪ তারিখ হাসপাতাল থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে ওই মহিলার কথা মতো জায়গায় গেলে ছবি তোলার নাম করে ওই মহিলা শিশুটিকে চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ৷ ওই দিনই থানায় অভিযোগ দায়ের করেন মুনমুনদেবী৷ ১০ ফেব্রুয়ারি শিশু-সহ মিতু বসাক নামে এক মহিলাকে আটক করা হয়। মুনমুনদেবীর পুলিশের কাছে দাবি করেন, ওই শিশুটিই তার সন্তান৷ এবং ধরা পড়া মহিলাই শিশুটিকে নিয়ে পালিয়েছিল৷

মুনমুনদেবীর পরিবার সূত্রে জানা গিয়েছে, এর পর পুলিশ মুনমুনদেবী-সহ শিশুটিকে সিডব্লিউসি বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠিয়ে দেয়৷ সেখান থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় একটি হোমে৷

মুনমুনদেবী ও তাঁর স্বামীর অভিযোগ, তার পর এত দিন কেটে গেলেও তাঁরা তাঁদের সন্তানকে ফিরে পাচ্ছেন না৷ এমনকী, প্রতি মাসে দু’তিন বার করে জলপাইগুড়ি ছুটে গেলেও এক দিনের জন্যও শিশুটিকে তাঁদের দেখতে দেওয়া হয়নি৷ শিশুটি হোমে আদৌ কেমন রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা৷ যদিও সিডব্লুউসি-র চেয়ারপার্সন বেবি উপাধ্যায় বলেন, ‘‘শিশুটি ভালই রয়েছে৷ কিছু আইনি জটিলতার জন্যই শিশুটিকে তার মায়ের কাছে এখনও ফিরিয়ে দেওয়া যায়নি৷ ডিএনএ টেস্টের পরই সেটা সম্ভব৷ পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে৷’’

জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘ঘটনাটি পুরনো৷ তবে এ ব্যাপারে পুলিশ কী পদক্ষেপ করছে কিংবা চুরিতে অভিযুক্তের বিরুদ্ধেই বা কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Home Baby
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE