Advertisement
২৪ এপ্রিল ২০২৪

স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় খুন, অভিযোগ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কটূক্তি করার প্রতিবাদ করায় তৃণমূল সমর্থক এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে মালদহের কালিয়াচকের সুজাপুরের চামাগ্রামের এক বাগান থেকে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০২:২২
Share: Save:

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কটূক্তি করার প্রতিবাদ করায় তৃণমূল সমর্থক এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে মালদহের কালিয়াচকের সুজাপুরের চামাগ্রামের এক বাগান থেকে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভোটের মুখেও কালিয়াচকে খুনের ঘটনা অব্যাহত থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জন্য কালিয়াচকে খুনের ঘটনা বাড়ছে। একের পর এক খুনের ঘটনা ঘটলেও অধরা থেকে যাচ্ছে দুষ্কৃতীরা। তাই এলাকায় খুন-সন্ত্রাস কমাতে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সারিউল শেখ (২৬)। তাঁর বাড়ি কালিয়াচকের সুজাপুরের নাজিরপুর এলাকায়। তিনি পেশায় ভিন রাজ্যে কাপড়ের ফেরিওয়ালার কাজ করতেন। দিন চারেক আগে বাইরে থেকে কাজ করে বাড়ি ফেরেন তিনি। এ দিন দুপুরে মৃতের পরিবারের তরফে পড়শি তিন যুবকের নামে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আর খুনের কারণও খতিয়ে দেখা হচ্ছে।’’

পরিবার সূত্রে জানা গিয়েছে, সারিউল শেখ ঝাড়খণ্ডে কাপড়ের ফেরিওয়ালার কাজ করতেন। তাঁরা পাঁচ ভাই প্রত্যেকেই ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। তাঁদের মধ্যে সারিউলই ছোট। তাঁর বাবা আজিজুল শেখও ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। সারিউল ও তাঁর স্ত্রী তনুজা বিবির। তাঁদের একটি দুই বছরের মেয়ে রয়েছে। আর তনুজা বিবি ছয় মাসের অন্তঃসত্বা। গত শনিবার সারিউল ভিন রাজ্যে থেকে কাজ করে গ্রামে ফিরেছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধে ছটা নাগাদ বাড়ি থেকে বের হয় সারিউল। রাত হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকেরা গ্রামে খোঁজ খবর শুরু করে দেন। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে চামা গ্রামের একটি বাগানের মধ্যে ক্ষত বিক্ষত অবস্থায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। পুলিশ জানিয়েছে, মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে ওই যুবক। মাথার পেছনে একাধিক আঘাত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পরিচিত কেউ তাঁকে খুন করে থাকতে পারে। এই ঘটনায় মৃতের পরিবারের লোকেরা থানায় পড়শি নাবিউল শেখ, কামরুজ শেখ এবং আজিমুল শেখের নামে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, মাস খানেক ধরে তনুজাকে পড়শি নাবিউল ফোন করে উত্যক্ত করত এবং রাস্তায় দেখলে কটূক্তি করত। মৃতের স্ত্রী তনুজা বিবি বলেন, ‘‘আমাকে নাবিউল ফোন করে এবং রাস্তায় দেখা হলে উত্যক্ত করত। আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। আমি রাজি না হয়ে স্বামীকে বলে দিয়েছিলাম। আমাকে সেই সময় নাবিউল ফোন করে বলেছিল আমার স্বামীকে দেখে নেওয়া হুমকি দিয়েছিল। আর তাঁর সঙ্গ দিয়েছিল কামরুজ ও আজিমূল। আমার স্বামীকে তাঁরাই খুন করেছে।’’

নাবিউল পেশায় ট্রাক চালক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, সারিউলের পরিবারের লোকেরা তৃণমূল সমর্থক পরিবার। সারিউল দলের সক্রিয় কর্মী না হলেও তৃণমূলের সমর্থক বলে দাবি স্থানীয় নেতৃত্বের। অভিযুক্ত নাবিউলও তৃণমূল সমর্থক বলে স্থানীয়দের একাংশ জানিয়েছেন। তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘খুনের কারণ পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছে। আর অভিযুক্তেরা কেউ আমাদের দলের সঙ্গে যুক্ত নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Wife
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE